
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
পরমা দাশগুপ্ত
মনের মিলেই কি সাজের মিল হয়? নাকি সাজের মিলে আরও মিলেমিশে যায় এক জোড়া মন? সে তর্ক বরং থাক। কিন্তু ইদানীং প্রেমে পোশাকের রং-মিলন্তি কিন্তু রীতিমতো ‘ইন’! ওই যাকে ‘কাপল গোলস’ বলে, সে তালিকায় এক্কেবারে উপর দিকে। আর রঙের সেই মিলে আরও নতুন করে প্রেমে হাবুডুবু দু’জনেই! অন্তত সোশ্যাল মিডিয়া তো তা-ই বলে!
ধরা যাক, কালো পাড় আগুনরঙা শাড়িতে একমুঠো আগুন ছড়িয়ে দিয়েছেন প্রেমিকা। প্রেমিকও কিন্তু চোখ টানবেন ততটাই। কারণ তাঁরও যে কালো পাঞ্জাবির সঙ্গে জুটি বেঁধেছে আগুনরঙা ধুতি! আর তাতেই কেল্লাফতে! ব্যস, ছবিতেও ছয়লাপ!
নভেম্বর শুরু হয়ে গিয়েছে। উৎসবের ক্যালেন্ডার শেষ হতে না হতেই উঁকি দিচ্ছে বিয়ের মরশুম। একে একে এবার লাইন দিয়ে বিয়েবাড়ি। রং মেলানো সাজে কি আপনিও হয়ে উঠতে চাইছেন ভিড়ের মধ্যমণি? মুশকিল আসান করে দিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং মডেল বরুণ স্যাগি। ডিজাইনার অভিষেক নাইয়ার লুকে তাঁদের কাছেই নিয়ে নিন রং-মিলন্তির পাঠ। লাল-কালো-সোনালির জমকালো প্যালেটে দু’জনকে সাজিয়ে তুলেছেন অভিষেক।
টাঙ্গাইলের ধাঁচে হাতে বোনা পিওর তসর। লাল ব্লাউজের সঙ্গে লাল কল্কাপাড় বেজরঙা শাড়িতে ছোট ছোট বুটি। হাল্কা মেকআপ, লাল পাথর বসানো কস্টিউম জুয়েলারি সেট, মুক্তোর রিস্টলেট আর এক্কেবারে সাধারণ পনিটেলেও ভীষণ ঝলমলে সায়ন্তনী। রং মিলিয়ে লাল পিওর সিল্কের হ্যান্ড উওভেন কুর্তায় জমকালো বরুণও। তাঁর বেজ ধুতিতে সোনালি আড়িওয়ার্ক।
লালরঙা মালবেরি সিল্কের জ্যাকার্ড জামদানি শাড়ি, একরঙা লাল ব্লাউজে জরির কাজে নিমেষে নজরকাড়া সায়ন্তনী। তার পুরোটা জুড়ে সোনালি জরির ছোট ছোট বুটি, আঁচল আর পাড়ে সোনালি জরির কাজেই জবাফুলের মোটিফ। আর তার সঙ্গে? ছোট্ট টিপ, গলায় চোকার, কানে ঝুমকো দুল আর হাতে মুক্তোর বালা। ব্যস! লালে লাল বরুণও। হ্যান্ড উওভেন পিওর সিল্কের লাল আঙরাখায় এমব্রয়ডারি আড়ি কাজের পাড়। সঙ্গে লাল এমব্রয়ডারি করা বেজ গোল্ড ধুতি। সে-ই বা কম চোখ টানবে নাকি!
হাতে বোনা তসরের কালো কামিজ। তাতে সুতোর টানে ফুটিয়ে তোলা জারদৌসী ও টিক্কি ওয়ার্ক। সামনেটায় প্যাচওয়ার্ক করে অ্যাপ্লিকের কাজ। সঙ্গে জামদানি কাজ করা টুকটুকে লাল সিল্কের ধুতির অন্যরকম ড্রেপিংয়ের যুগলবন্দিতে সায়ন্তনী যেন পলকে অনন্যা। একঢাল খোলা চুল, কানে বড়সড় ড্যাঙ্গলার্স এবং হাতের আংটিতেই বাজিমাত। বরুণও ঝকমকে তসরের বাবু স্টাইল কালো কুর্তায়। তাতে হ্যান্ড এমব্রয়ডারির কাজ। সঙ্গে তসর কালারের রেশম আর জরির কাজ ও কারদানা ওয়ার্ক করা ধুতি।
কেউ উল্টেপাল্টে নিতে পারেন রঙের মিলমিশ। লালপাড় সাদা শাড়ির সঙ্গে দিব্যি ভাব জমতে পারে লাল পাঞ্জাবির গায়ে ঠাসা সাদা এমব্রয়ডারির। কিংবা হতে পারে এক্কেবারে একই রকম। ঘন কালো জারদৌসি করা পাঞ্জাবি এবং মেরুন ধুতি মাঞ্জা দিচ্ছে দেদার, তার বিশেষ মানুষটির কালো কুর্তাও, সঙ্গে ধুতি। বিয়েবাড়ি হোক আর বন্ধুর গৃহপ্রবেশ, জুটিতে চমকে দিতে কতক্ষণ!
তার পরে এ বলে আমায় দেখ, ও বলে আমায়! আসলে তো ততক্ষণে দু’জনেই মিলেমিশে এক! সাজের রঙে রং মিলেছে দু’টি মনের। বাকিটা অন্দর কী বাত!
মডেল- সায়ন্তনী গুহ ঠাকুরতা, বরুণ স্যাগি
পোশাক- অভিষেক নাইয়া
মেকআপ- ভূমি দাস
হেয়ার- ঝলসা দে
গয়না- তাহির
ছবি ও স্টুডিও- আবীর রিঙ্কু হালদার
লোকেশন- দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা
ভাবনা, পরিকল্পনা ও প্রয়োগ- শ্যামশ্রী সাহা
টিকা দেওয়া হল কন্যাকে, আর কেঁদে ভাসালেন বাবা! একরত্তির টিকাকরণে পিতার কাণ্ড দেখে অশ্রুসজল নেটপাড়া
পিঠের ব্যথায় কাবু? ভরসা রাখুন যোগে! একটি সহজ আসন নিয়মিত করলেই জাদুর মতো গায়েব হবে যন্ত্রণা
অল্প বয়সেই পাক ধরছে চুলে? মাথা সাদা হওয়া আটকাতে সময় থাকতে মেনে চলুন তিনটি ঘরোয়া পদ্ধতি
গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই লুকিয়ে ঝলমলে চুলের রহস্য
যেখানে-সেখানে দাঁড়িয়ে জল খান? এই 'ভুলটা' করেই চলেছেন বলে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ!
মাংস-ডিমের চেয়েও বেশি প্রোটিন! নিয়মিত এই কটি বীজ খেলেই ঘাটতি হবে না পুষ্টির, আপনি খাচ্ছেন তো?
মলাশয় থেকে টেনে বার করে আনবে পুরনো মল! ফাইবারের খনি এই সব ফল খেলেই সকালে পেট হবে পরিষ্কার
ঋতুস্রাবের ব্যথায় ছটফট করেন? ওষুধ ছেড়ে এই ৫ পন্থায় ভরসা রাখুন, প্রতি মাসে পাবেন স্বস্তি
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনগুণ উঁচু ঢেউ, সাগর ফুটবে আগুনে! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কোন কোন দেশে বাতিল হচ্ছে হাজারো ভ্রমণ?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে
ছবিতে লুকিয়ে আছে এক মহিলার অবয়ব, দেখুন তো খুঁজে পান কি না
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
সন্তান সারাদিন একা থাকে? কীভাবে স্বাবলম্বী হয়ে উঠতে শেখাবেন, জানুন বিশিষ্ট মনোবিদের পরামর্শ
ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন? টান ধরে পেশিতে? শরীরে পুষ্টির ঘাটতি নয় তো! ৫ লক্ষণ দেখে বুঝুন বিপদ সংকেত
হাঁটা না দৌড়ানো, শরীরের জন্য কোনটি সেরা? কোন কার্ডিওতে দ্রুত কমে ওজন? সঠিক উত্তরে লুকিয়ে সুস্বাস্থ্যের রহস্য