বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের বাংলার আকাশে রহস্যময় ড্রোন, কলকাতার পর এই জেলায় রাতবিরেতে আতঙ্ক ছড়াল

Pallabi Ghosh | ২২ মে ২০২৫ ০৯ : ৪৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ করা যায়। এই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আবারও রহস্যময় ড্রোনের আনাগোনা জেলার আকাশে। 

 

বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে পান। গঙ্গাসাগর, মৌসুনী ও বকখালি, ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পান এলাকাবাসীরা। আনুমানিক বারোটা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের। মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে রাতের আকাশের চোখ রাখেন। 

 

স্থানীয়দের প্রাথমিক অনুমান, এটি ড্রোনের আলো। কিন্তু রাতে উপকূলীয় এলাকায় দুই থেকে তিনটি ড্রোন রহস্যময়ভাবে ঘোরাঘুরি করতে থাকে। এমনকী, গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপর বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায়। এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা ছবি মোবাইল বন্দি করেন। 

 

গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ করা গিয়েছে। এ বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছেন। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, 'এরকম একটি খবর পাওয়া গিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।' এই বিষয়ে পরিবেলা গিরি নামে এক বৃদ্ধ মহিলা জানান, 'গতকাল রাতে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বেশ কয়েকটি রহস্যময় আলো আমরা দেখতে পাই। আমরা প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। আলোটি উত্তর এবং দক্ষিণ দিকে সরে যাচ্ছে। কিসের আলো আমরা বুঝতে পারিনি।' এ বিষয়ে আরও এক স্থানীয় বাসিন্দা জানান, 'পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের মধ্যে এই রহস্যময় আলো দেখলাম। আমাদেরকে ভাবিয়ে তুলছে। সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি। কিসের আলো আমরা বুঝতে পারছি না। সাগরদ্বীপের বাসিন্দারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে এই আলোর গতিবিধি নিয়ে।'


Mysterious DroneSouth 24 Pargana

নানান খবর

নানান খবর

আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী

বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’

কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ

পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার

যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার 

ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে

পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?‌ 

বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে

পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে

গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

সোশ্যাল মিডিয়া