রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

IPL 2024: বেগুনি জার্সিতে দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে দেখা যাবে কেকেআর-এ
HEMRAJ ALI | ২৮ নভেম্বর ২০২৩ ১০ : ৪৬
বেশ কিছু বছর ধরে টিমে সাফল্য আসছে না। আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো স্টার ক্রিকেটারও চরম ব্যর্থ হয়েছেন। এরপরও ওই দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে রেখে দিল কেকেআর। আসন্ন আইপিএল টুর্নামেন্টে বেগুনি জার্সিতেই দেখা যাবে তাঁদের। এই দু"জন ছাড়াও বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হল রহমানুল্লাহ গুরবাজ এবং জেসন রয়কে। অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিল কেকেআর। গত মরশুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। লিটন শেষের দিকে দলের সঙ্গে যুক্ত হলেও শাকিব আসেননি খেলতে। ডেভিড উইসে, লকি ফার্গুসন, টিম সাউদি এবং জনসন চার্লসকেও রাখা হয়নি শাহরুখের দলে। ভারতীয়দের মধ্যে রিটেন করা হয়েছে নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সুয়শ শর্মা, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তীকে। আগের বছর চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর অনুপস্থিতিতে আইপিএলের শুরু থেকেই কেকেআরকে নেতৃত্ব দেন নীতিশ রানা। কিন্তু এবার টুর্নামেন্টের প্রথম থেকেই শ্রেয়সের অধিনায়কত্বে খেলবে নাইটরা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রিলিজ করে দেওয়া হয় শার্দূল ঠাকুর, উমেশ যাদব, আর্য দেশাই, এন জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়াকে।