শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ডায়েরিয়ায় মৃত্যু ২ জনের, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, গ্রামে বসল মেডিক্যাল ক্যাম্প

Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৫Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দু'জনের। সন্দেহ করা হচ্ছে পানীয় জলের কল থেকেই ছড়াচ্ছে ডায়েরিয়া। ব্যাপক আতঙ্ক হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জিরাট হাসপাতালে ভর্তি আক্রান্ত দু'জন। বাকিরা ভর্তি রয়েছেন কালনা সদর হাসপাতালে। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।

 

ডায়েরিয়ার প্রকোপ প্রকট হয় গত রবিবার থেকে। ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়াপাড়া গ্রামে একের পর এক বাসিন্দার পেটব্যথা, বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন ছাড়িয়ে যায়। আক্রান্ত দু'জনকে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে করা হয়েছিল। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় দু'জনের। মৃত দু'জন ওই গ্রামেরই বাসিন্দা মাতাল টুডু(৫০) এবং বনি কিস্কু(৬০)। 

 

সম্প্রতি অতিবৃষ্টি এবং ডিভিসি র ছাড়া জলে প্লাবিত হয়েছিল ওই এলাকা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সন্দেহ করা হচ্ছে পানীয় জল থেকেই রোগ ছড়াচ্ছে। তাই ওই এলাকার পানীয় জলের টিউবয়েল গুলি বন্ধ করে খুলে ফেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্যানার লাগিয়ে গ্রামের দু'টি পুকুরের জল ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আপাতত পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে জলের চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। 

 

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পেট খারাপ, বমি হচ্ছিল। কী থেকে হচ্ছে তা প্রথমে বুঝতে পারা যায়নি। এই উপসর্গ নিয়ে গ্রামের অনেকেই কালনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর আশা কর্মীদের মারফত পৌঁছয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি বলেছেন, ডায়েরিয়া হয়েছে গ্রামে জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানীয় জলের কল থেকে এই ডায়েরিয়া ছড়িয়েছে। তাই কলগুলোকে খুলে ফেলা দেওয়া হয়েছে। পুকুরের জল ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কালনা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখান থেকে কয়েকজন সুস্থ হয়ে ফিরে এসেছেন। পরবর্তীকালে আবারও কয়েকজনের একই উপসর্গ দেখা দিলে তাঁদের আবার জিরাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে কাজ করছেন আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা। 

 

এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। সোমবার ব্লক স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল টিম গ্রামে গিয়েছিল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি টিম গ্রামে পৌঁছয়। জল থেকে না কোনও খাবার থেকে রোগ ছড়িয়েছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিন গ্রামে পৌঁছে জেলা স্বাস্থ্য দপ্তরের টিমকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। গোটা গ্রাম ঘুরে দেখার পর মহকুমা শাসক জানিয়েছেন, জেলা স্বাস্থ্য দপ্তরের টিম পর্যবেক্ষণে এসেছে। বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে। কী কারণে রোগ ছড়াচ্ছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে ওই গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন, আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা। 

ছবি পার্থ রাহা।


Hooghly Diarrhoea

নানান খবর

নানান খবর

চাপরামারি-গরুমারার পর এবার বৈকন্ঠপুর, দাউদাউ করে জ্বলছে আগুন

দিঘার হোটেলে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য সৈকত নগরীতে

শিয়ালদহ–ডানকুনি শাখায় সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, তীব্র যাত্রী ভোগান্তির আশঙ্কা

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া