বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ডায়েরিয়ায় মৃত্যু ২ জনের, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, গ্রামে বসল মেডিক্যাল ক্যাম্প

Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৫Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দু'জনের। সন্দেহ করা হচ্ছে পানীয় জলের কল থেকেই ছড়াচ্ছে ডায়েরিয়া। ব্যাপক আতঙ্ক হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জিরাট হাসপাতালে ভর্তি আক্রান্ত দু'জন। বাকিরা ভর্তি রয়েছেন কালনা সদর হাসপাতালে। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।

 

ডায়েরিয়ার প্রকোপ প্রকট হয় গত রবিবার থেকে। ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়াপাড়া গ্রামে একের পর এক বাসিন্দার পেটব্যথা, বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন ছাড়িয়ে যায়। আক্রান্ত দু'জনকে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে করা হয়েছিল। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় দু'জনের। মৃত দু'জন ওই গ্রামেরই বাসিন্দা মাতাল টুডু(৫০) এবং বনি কিস্কু(৬০)। 

 

সম্প্রতি অতিবৃষ্টি এবং ডিভিসি র ছাড়া জলে প্লাবিত হয়েছিল ওই এলাকা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সন্দেহ করা হচ্ছে পানীয় জল থেকেই রোগ ছড়াচ্ছে। তাই ওই এলাকার পানীয় জলের টিউবয়েল গুলি বন্ধ করে খুলে ফেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্যানার লাগিয়ে গ্রামের দু'টি পুকুরের জল ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আপাতত পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে জলের চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। 

 

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পেট খারাপ, বমি হচ্ছিল। কী থেকে হচ্ছে তা প্রথমে বুঝতে পারা যায়নি। এই উপসর্গ নিয়ে গ্রামের অনেকেই কালনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর আশা কর্মীদের মারফত পৌঁছয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি বলেছেন, ডায়েরিয়া হয়েছে গ্রামে জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানীয় জলের কল থেকে এই ডায়েরিয়া ছড়িয়েছে। তাই কলগুলোকে খুলে ফেলা দেওয়া হয়েছে। পুকুরের জল ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কালনা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখান থেকে কয়েকজন সুস্থ হয়ে ফিরে এসেছেন। পরবর্তীকালে আবারও কয়েকজনের একই উপসর্গ দেখা দিলে তাঁদের আবার জিরাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে কাজ করছেন আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা। 

 

এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। সোমবার ব্লক স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল টিম গ্রামে গিয়েছিল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি টিম গ্রামে পৌঁছয়। জল থেকে না কোনও খাবার থেকে রোগ ছড়িয়েছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিন গ্রামে পৌঁছে জেলা স্বাস্থ্য দপ্তরের টিমকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। গোটা গ্রাম ঘুরে দেখার পর মহকুমা শাসক জানিয়েছেন, জেলা স্বাস্থ্য দপ্তরের টিম পর্যবেক্ষণে এসেছে। বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে। কী কারণে রোগ ছড়াচ্ছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে ওই গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন, আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা। 

ছবি পার্থ রাহা।


#Hooghly# Diarrhoea



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বসে গিয়েছে নদীবাঁধ, বেহাল বাসিন্দাদের যাতায়াত, দ্রুত কাজ শুরু হবে, আশ্বাস বিডিওর...

জেলায় জেলায় কুয়াশার দাপট, নিম্নচাপের জেরে বাংলায় কি বাড়বে গরম? আবহাওয়ার বিরাট আপডেট ...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...

ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...

না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...



সোশ্যাল মিডিয়া



11 24