রবিবার ১৬ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পুনর্বাসন ছাড়া রেলের 'আন্ডারপাস' নয়, বিক্ষোভে ফরাক্কার গ্রামবাসীরা

Sumit | ০১ নভেম্বর ২০২৪ ১৬ : ২০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : রেলের 'আন্ডারপাস' তৈরি হলে বন্ধ হয়ে যেতে পারে শতাব্দী প্রাচীন বাজার । গৃহহীন হতে পারেন কয়েকশো বাসিন্দা। এরই প্রতিবাদে শুক্রবার ফরাক্কার মহাদেব নগরে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা, হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদেরকে পুনর্বাসন না দিয়ে সম্প্রতি রেলের তরফ থেকে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন জায়গায় 'আন্ডারপাস' নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  এরফলে গৃহহীন হতে পারেন কয়েকশো মানুষ। শুক্রবার তারই প্রতিবাদে দক্ষিণ মহাদেব নগর এলাকায় বিক্ষোভ দেখালেন এক বিরাট জনতা।

 

রেল সূত্রে খবর , ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় যানজট কমানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ মহাদেবনগর, টিনটিনা এবং অর্জুনপুরে বর্তমান রেলগেটগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সেখানে রেল দপ্তরের তরফ থেকে নতুন 'আন্ডারপাস' তৈরি করে দেওয়া হবে।

 
মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য মহসিনা খাতুনের অভিযোগ," রেল দপ্তরের তরফে ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় এখনও পর্যন্ত  ৫২ টি  'আন্ডারপাস' তৈরি করা হয়েছে। অবৈজ্ঞানিকভাবে এই 'আন্ডারপাস' তৈরি করার পর বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং জল জমে থাকার কারণে বর্ষাকালে চার মাস এগুলি ব্যবহার করা যায় না।" তিনি আরও বলেন,"এর মধ্যে আবার রেল দপ্তর ফরাক্কা ব্লকের দক্ষিণ মহাদেবনগর , টিনটিনা এবং অর্জুনপুরে রেলগেট ভেঙে 'আন্ডারপাস' তৈরি করার উদ্যোগ নিয়েছে। মহাদেবনগরে বর্তমানে যেখানে 'আন্ডারপাস' তৈরি পরিকল্পনা চলছে তার থেকে মাত্র ২০০ মিটার দূরে আরও একটি 'আন্ডারপাস' রয়েছে। নতুন 'আন্ডারপাস' তৈরি হলে বড় গাড়ি আর মহাদেবনগরে ঢুকতে পারবে না। এছাড়া শতাব্দী প্রাচীন অর্জুনপুর বাজার পুরোপুরি নষ্ট হয়ে যাবে।"

 
স্থানীয় তৃণমূল নেতা সহিদুল ইসলামের অভিযোগ," সামশেরগঞ্জে এবং ফরাক্কা এলাকায় গঙ্গা নদীর ভাঙনে যে সমস্ত পরিবার উদ্বাস্তু হয়েছে তাদের বেশিরভাগ এখন এই রেলগেটগুলির কাছে সরকারি জমিতে  অস্থায়ীভাবে বসবাস করছেন।  রেল এদেরকে পুনর্বাসন না দিয়ে জোর করে উচ্ছেদ করার পরিকল্পনা করছে।"  তিনি আরও বলেন," স্থানীয় বাসিন্দাদের 'আন্ডারপাসের' কোনও  প্রয়োজন নেই। এলাকাতে নতুন 'আন্ডারপাস' যাতে না হয় সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই মালদা ডিআরএমকে এলাকাবাসী একটি ডেপুটেশন দিয়েছে। কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে গরীব মানুষদেরকে উচ্ছেদ করে 'আন্ডারপাস' নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।"


ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন,"আন্ডারপাস তৈরিতে আমাদের কোনও আপত্তি নেই কিন্তু গরিব মানুষদের পুনর্বাসন দিয়ে এই কাজ করতে হবে। এছাড়া 'আন্ডারপাস' পুরোপুরি চালুর আগে বর্তমানে চালু রেল গেটগুলি বন্ধ করা যাবে না। রেল আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।"


rail underpass without rehabilitation Farakka villagers

নানান খবর

নানান খবর

নওয়া পাড়ায় গ্যাস ট্যাঙ্কার উল্টে আতঙ্ক, এলাকায় জোরদার নিরাপত্তা

মাঠে পড়েছিল দু'টি বস্তা, আগ্রহী গ্রামবাসীরা সেগুলি খুলতেই হাড়-হিম! গ্রামজুড়ে আতঙ্ক

পাশের বাড়িতে তেজপাতা চাইতে গিয়েছিল, হোলিতে প্রতিবেশী দাদার যৌন লালসার শিকার নাবালিকা

হোলির রং তুলতে বন্ধুদের সঙ্গে ফিডার ক্যানেলে নেমেছিল, মুহূর্তের মধ্যে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

‘কী হয়েছে?’, যুবকদের ঝামেলার মাঝে প্রশ্নই করতেই ব্যক্তির দিকে চলল গুলি! চাঞ্চল্য মালদহে

জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের 

এত সুন্দর! হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

শ্রীরামপুরের বিধায়কের নাম-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, টাকা তোলার অভিযোগ!

ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া