বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ অক্টোবর ২০২৪ ২৩ : ১৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলীর ঠিক আগের রাতে প্রায় ২০ লক্ষ টাকার হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এরপর তার ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রায় ২০০ গ্রাম উন্নত মানের হেরোইন। পুলিশ সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ২০লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মুকলেসুর রহমান (৫২)। তার বাড়ি লালগোলা থানার ফতেপুর এলাকায়।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তিকে মঙ্গলজোন এলাকায় আটক করে। এরপর তার বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২০০ গ্রামে হেরোইন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ওই ব্যক্তি মালদা জেলা থেকে উন্নতমানের এই হেরোইন নিয়ে এসেছিল।'
জেলা পুলিশের এক আধিকারিক নাম না প্রকাশের শর্ত বলেন- ধৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীপাবলীর আগে রঘুনাথগঞ্জ শহরে এক ব্যক্তির হাতে এই হেরোইন তার তুলে দেওয়ার কথা ছিল।
একদা মুর্শিদাবাদ জেলায় হেরোইন তৈরির 'হাব' হিসেবে পরিচিত লালগোলাতে এই মুহূর্তে পুলিশের প্রচণ্ড কড়াকড়ি থাকায় সেখানে আর হেরোইন তৈরি করা পাচারকারীদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে তারা মালদা এবং ঝাড়খন্ড থেকে হেরোইন নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করা শুরু করেছে বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মুকলেসুর দু-তিন দিন আগে মালদা গিয়েছিল। সেখানে এক হেরোইন কারবারির কাছ থেকে সে হেরোইন ক্রয় করে রঘুনাথগঞ্জে এসে অন্য কারও হাতে সেটা তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। হেরোইন তৈরি এবং পাচারের এই চক্রে আর কারা জড়িত ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তা জানার চেষ্টা করছে।
#Murshidabad# Drug# Arrest#One arrested# Police#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন, আশঙ্কাজনক আরও এক ...
ভেদাভেদ ভুলে একত্রিত মানুষ, পুরুলিয়ায় জমজমাট বিজয়া সম্মিলনী...
রেললাইন ধরে হাঁটতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন তিনজনের দেহ ...
ঝোপ থেকে গোঙানির শব্দ, মূক ও বধির তরুণীর পরিণতি দেখে আঁতকে উঠলেন আত্মীয়রা...
কালীপুজোয় বৃষ্টি, পরেরদিন থেকেই হালকা শীতের আমেজ! আবহাওয়ার বড় আপডেট ...
আদালত জামিন দেয়নি, রিলিজ পেপার দেখিয়ে জেল থেকে রহস্যজনকভাবে মুক্ত বাংলাদেশি আসামি, তারপর নিখোঁজ...
বর্ধমানের বিজয়রামে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৫ ...
মুর্শিদাবাদে ব্যবসায়ী খুনের ৭ ঘন্টার মধ্যে গ্রেপ্তার মূল অভিযুক্ত ...
কালীপুজোর আগে কেন পেঁচার মূল্য ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা? পশুহত্যার ভয়াবহ কাহিনি হাড়হিম করবে...
এবার সাইবার অপরাধের শিকার আসানসোল পুরনিগম, উধাও ৪০ লক্ষ টাকা ...
রাতের মহাযোগে দক্ষিণেশ্বরে ভবতারিণীর পুজো শুরু করতেন রামকৃষ্ণ, আজও বদলায়নি সেই প্রথা...
জলদাপাড়া জাতীয় উদ্যানে হগ ডিয়ার চামড়া ও প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেপ্তার তিন পাচারকারী...
ভাঙা পড়ল বেআইনি দোকান ও বাড়ির পাঁচিল, দীপাবলীর আগে নতুন রাস্তা উপহার পুরসভার ...
কালীপুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা, ভাইফোঁটায় কী হবে? বড় আপডেট হাওয়া অফিসের...
শীতের মুখে ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান ঝাড়গ্রামে, ভিড় বাড়ছে পর্যটকদের ...