সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ৩০ অক্টোবর ২০২৪ ২০ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কেমন আছে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল-এর নিরাপত্তা? খতিয়ে দেখতে বুধবার হাসপাতালে এলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে তাঁকে নিয়োগ করেছে রাজ্য সরকার। হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: ইন্দ্রনীল বিশ্বাস, মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপাল ডাঃ অঞ্জন অধিকারী, অতিরিক্ত সুপার ডাঃ জয়ন্ত সান্যাল ও অন্যরা।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এদিন গোটা হাসপাতাল ঘুরে ঘুরে দেখেন সুরজিৎ। হাসপাতালের সিসিটিভি এবং সেগুলির অবস্থা কী সেবিষয়ে জানতে চাওয়া ছাড়াও দেখেন অগ্নি নির্বাপন ব্যবস্থার যাবতীয় খুঁটিনাটি। হাসপাতালটি যেহেতু বৌবাজার থানা এলাকায় পড়ে তাই ছিলেন ওই থানার আধিকারিকরাও। তাঁদেরকেও নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন সুরজিৎ।
ওই সূত্রটি জানিয়েছে, মূল যে বিষয়টি তিনি দেখেছেন সেটি হল হাসপাতালের কোথায় কোথায় নিরাপত্তা ব্যবস্থার খামতি রয়েছে। সেই বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখে সুরজিৎ জানতে চান হাসপাতালে যে সমস্ত নিরাপত্তাকর্মী আছেন তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ আছে কিনা। হাসপাতালের চিকিৎসক-সহ নার্স ও অন্যান্য কর্মীদের নিরাপত্তার খাতিরে লাগানো হবে প্যানিক বাটন। যা টিপলে সংকেত পৌঁছবে হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে। যা শুনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই প্যানিক বাটন কোথায় কোথায় বসানো হবে সেই বিষয়টি নিয়ে এদিন আলোচনা করেছেন সুরজিৎ।
সরকারি হাসপাতালে রাতের দিকে অনেকসময় প্রয়োজন ছাড়াও বাইরের লোকজন ঘোরাঘুরি করে বলে অভিযোগ ওঠে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই বিষয়টি বন্ধের বিষয়ের সঙ্গে যাতে হাসপাতালের ভেতরে প্রয়োজন ছাড়া কোনও গাড়ি না ঢোকে সেই বিষয়টি নিয়েও এদিন আলোচনা হয়।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা