রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নাগরাকাটায় বাড়ির উঠোন থেকে শিশুকে তুলে নিয়ে গিয়েছিল, ৯দিনের মাথায় বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী লেপার্ড

Riya Patra | ২৮ অক্টোবর ২০২৪ ১৭ : ০৯Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: নাগরাকাটায় বাড়ির উঠোন থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নয়দিনের মাথায় বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল লেপার্ড। ঘটনার পরই বনদপ্তরের পক্ষ থেকে ছাগল টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়েছিল। সেই খাঁচাতেই সোমবার ভোরে পূর্ণবয়স্ক পুরুষ এই লেপার্ড বন্দী হয়। গ্রামবাসীরা ধরা পড়া বাঘটিকে 'খুনি' হিসেবে চিহ্নিত করলেও বনদপ্তরের কর্মীরা এই বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়। তবে যে জায়গা থেকে চতুর্থ শ্রেনীর পড়ুয়া নাবালিকা'কে লেপার্ড তুলে নিয়ে গিয়েছিল, তার কাছেই লাগানো খাঁচায় এই লেপার্ড বন্দী হওয়ায় নাগরাকাটা ব্লকের জঙ্গল ঘেঁষা দক্ষিণ খেরকাটা গ্রামে অনেকটাই স্বস্তি ফিরেছে। 

১৯শে অক্টোবর সন্ধেয় গ্রামেরই একটি বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে কুয়োর পাড়ে হাতমুখ ধোয়ার সময় সুশীলা গোয়ালা নামের ১২ বছরের এক নাবালিকা'কে একটি লেপার্ড তুলে নিয়ে গিয়েছিল। পরে রাতে জঙ্গল থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বন দপ্তরের পক্ষ থেকে ঘাতক লেপার্ডের গতিবিধির উপর নজর রাখতে এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানোর পাশাপাশি ঘটনাস্থলেই কাছেই দুটি খাঁচাও পাতা হয়েছিল। সেই খাঁচাতেই ন'দিনের মাথায় একটি লেপার্ড ধরা পড়েছে। সোমবার সকালে লেপার্ডের গর্জন শুনে স্থানীয় গ্রামবাসীতা খাঁচার সামনে ভীড় জমান। খাঁচাটি খানিকটা দূর্বল থাকায় লেপার্ডটিকে ঘুম পড়ানি গুলি করে  উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরই এলাকায় লাগানো ট্র‍্যাপ ক্যামেরায় ওঠা লেপার্ডের ছবির সোমবার সকালে খাঁচায় ধরা পড়া লেপার্ডটিকে মিলিয়ে দেখা হচ্ছে৷

যে জমিতে খাঁচাটি লাগানো হয়েছিল সেই জমির মালিক রূপেশ ছেত্রী জানান লেপার্ডটি যে দিন শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিল তার পর দিনই বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। খাঁচায় ধরা পড়া লেপার্ড দেখে তাদের মনে হচ্ছে এটা সেই খুনি বাঘ। ফলে  তারা যথেষ্ট খুশি। ধরা পড়া লেপার্ডটিকে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে না ছাড়ার জন্য তিনি সহ স্থানীয় গ্রামবাসীরা বনদপ্তরের আধিকারিকেরা অনুরোধ করেন। তারা বলেন খেরকাটা গ্রাম থেকে খুব কাছেই গরুমারার জঙ্গল, গরুমারায় তাকে ছাড়া হলে সেটি আবারো গ্রামে ফিরে আসতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান,বনকর্মীদের কেউই হামলাকারী লেপার্ডকে দেখেননি, ফলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। গ্রামবাসীরা মনে করছেন খাঁচায় ধরা পড়া লেপার্ডই শিশুটির উপর হামলা করেছে, তারা কয়েকজন হামলাকারী লেপার্ডকে দেখেছিলেন। তিনি বলেন খাঁচায় ধরা পড়া লেপার্ডকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের খয়েরবাড়ির লেপার্ড পুনর্বাসন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে। 


#Leopard#Leopard caged#leopard caged by forest depertment



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...

হাজারদুয়ারি, ইমামবড়া তো রইলই, মুর্শিদাবাদে ঘুরতে গেলে চেখে দেখতে হবে এই বিখ্যাত মিষ্টি, যা খেয়ে অবাক বনে গিয়েছিলেন ব্রি...

আজ সারদা দেবীর ১৭২তম জন্মদিবস, বেলুড় মঠে বিশেষ পুজোয় উপচে পড়া ভিড় ...

শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া এবার জলের মত সহজ, তৈরি হচ্ছে অত্যাধুনিক রাস্তা, জানুন বিস্তারিত...

হামরো পার্টি ভেঙে নতুন দল! ভোটের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24