রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মৃত স্বামীকে প্রাণে বাঁচিয়েছিলেন বেহুলা, আজও এই গ্রামে হয় বেহুলা-লখিন্দরের বিয়ে 

দেবস্মিতা | ২৭ অক্টোবর ২০২৪ ১৬ : ৫৭Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: রীতি মেনেই বেহুলা-লখিন্দরের বিয়ে হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। এই বিয়ে উপলক্ষ্যে উৎসবে মেতেছে মঙ্গলকোটের জলপাড়া ও পাশ্ববর্তী গণপুর গ্রাম। শনিবার থেকে শুরু হয়েছে এই উৎসব। একসপ্তাহ ধরে চলবে এই মেলা। আগামী শনিবার বেহুলা-লখিন্দরের বিয়ের প্রতীকী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এই প্রাচীন প্রথা। বছরের পর বছর ধরে চলে আসা বেহুলা-লখিন্দরের বিয়ের অনুষ্ঠানই এই এলাকার প্রধান উৎসব বলে জানান বাসিন্দারা। তবে বেহুলা লখিন্দরের সেই বিয়ে ছিল বড় বিয়োগান্তক। কারণ মনসাদেবীর কোপে পড়ে বাসরঘরেই প্রাণত্যাগ করতে হয়েছিল নববধূ বেহুলার স্বামী লখিন্দরকে। 

 

 

মনসামঙ্গল কাব্যে আছে সেই বিয়োগান্তক কাহিনী। জালপাড়া ও গণপুর গ্রামের বাসিন্দারা মনসাদেবীর আরাধনার পাশাপাশি আজও পালন করেন বেহুলা-লখিন্দরের প্রতীকী বিয়ে। শনিবার দুই গ্রামের বাসিন্দারা মেতে উঠলেন বেহুলা লখিন্দরের বিয়ের অনুষ্ঠান ঘিরে। এলাকাবাসীর দাবি, বেহুলার বাপের বাড়ি হল এই মঙ্গলকোটেই। তাই বেহুলা-লখিন্দরের বিবাহ অনুষ্ঠানের রীতি আজও রয়েছে। প্রাচীন রীতি মেনেই প্রাচীন একটি বটগাছের প্রতীকী বিবাহ দেওয়া হয়। আর বটগাছের চারিদিকে বিয়ের গায়ে-হলুদের সুতো বেঁধে সাত পাক ঘোরানো হয় দেবী মনসার ঘটটি। ধর্মীয় উৎসব চলে আটদিন ধরে। অষ্টমঙ্গলায় শেষ হয়। অনুষ্ঠান ঘিরে আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের।  

 

 

পুজোর সাতদিন আগে থেকে স্থানীয় লোকশিল্পীরা মনসা মন্দিরে খোল করতাল নিয়ে মনসার পালাগান করেন। অষ্টম দিনে কোনও গৃহবধূ দেবী মনসার ঘট নিয়ে এই মন্দির থেকে গ্রামেরই আর এক মনসার থানে যান। সেখানেই রীতি অনুযায়ী পুরনো বটগাছকে সাক্ষী রেখে বেহুলা-লখিন্দরের প্রতীকী বিয়ে হয়। বটগাছের চারদিকে সাতপাক ঘুরে তারপর আবার মূল মন্দিরে চলে পুজো। পুজোয় ধুনো পোড়ানো হয়। এই ধুনো পোড়ানোর দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।

 

 

মনসা মন্দিরের এক সেবাইত দয়াময় পাল জানিয়েছেন, জালপাড়া গ্রামে বহু বছর আগে একটি পুকুর থেকে একটি প্রস্তরখণ্ড পাওয়া গিয়েছিল। সেদিন রাতে এক গ্রামবাসীর স্বপ্নাদেশ হয় ওই প্রস্তরখণ্ডে বিরাজ করছেন দেবী মনসা। তখন থেকেই ওই প্রস্তরমূর্তির পুজো হয়ে আসছে। যখন এই মূর্তিটি পাওয়া গিয়েছিল তখন ছিল কার্তিক মাস‌। তাই দেবীর আবির্ভাব দিবস হিসাবে কার্তিক মাসে এই পুজো হয়। গ্রামবাংলায় মনসাদেবীর পুজো বহুল প্রচলিত। তবে জালপাড়ার মনসা পুজোর রীতি একটু ব্যতিক্রমী। এলাকাবাসীর দাবি, উজানিনগর বলতে মঙ্গলকোটকেই বোঝায়। মঙ্গলকোটে এক সাধুর কন্যা ছিলেন বেহুলা। তাঁর সঙ্গেই চম্পকনগরের বণিক চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লখিন্দরের বিয়ে হয়েছিল। তাই এই পুজোয় বিয়ের অনুষ্ঠানের রেওয়াজ।  




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...

হাজারদুয়ারি, ইমামবড়া তো রইলই, মুর্শিদাবাদে ঘুরতে গেলে চেখে দেখতে হবে এই বিখ্যাত মিষ্টি, যা খেয়ে অবাক বনে গিয়েছিলেন ব্রি...

আজ সারদা দেবীর ১৭২তম জন্মদিবস, বেলুড় মঠে বিশেষ পুজোয় উপচে পড়া ভিড় ...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24