শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ অক্টোবর ২০২৪ ১৬ : ৫৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: রীতি মেনেই বেহুলা-লখিন্দরের বিয়ে হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। এই বিয়ে উপলক্ষ্যে উৎসবে মেতেছে মঙ্গলকোটের জলপাড়া ও পাশ্ববর্তী গণপুর গ্রাম। শনিবার থেকে শুরু হয়েছে এই উৎসব। একসপ্তাহ ধরে চলবে এই মেলা। আগামী শনিবার বেহুলা-লখিন্দরের বিয়ের প্রতীকী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এই প্রাচীন প্রথা। বছরের পর বছর ধরে চলে আসা বেহুলা-লখিন্দরের বিয়ের অনুষ্ঠানই এই এলাকার প্রধান উৎসব বলে জানান বাসিন্দারা। তবে বেহুলা লখিন্দরের সেই বিয়ে ছিল বড় বিয়োগান্তক। কারণ মনসাদেবীর কোপে পড়ে বাসরঘরেই প্রাণত্যাগ করতে হয়েছিল নববধূ বেহুলার স্বামী লখিন্দরকে।
মনসামঙ্গল কাব্যে আছে সেই বিয়োগান্তক কাহিনী। জালপাড়া ও গণপুর গ্রামের বাসিন্দারা মনসাদেবীর আরাধনার পাশাপাশি আজও পালন করেন বেহুলা-লখিন্দরের প্রতীকী বিয়ে। শনিবার দুই গ্রামের বাসিন্দারা মেতে উঠলেন বেহুলা লখিন্দরের বিয়ের অনুষ্ঠান ঘিরে। এলাকাবাসীর দাবি, বেহুলার বাপের বাড়ি হল এই মঙ্গলকোটেই। তাই বেহুলা-লখিন্দরের বিবাহ অনুষ্ঠানের রীতি আজও রয়েছে। প্রাচীন রীতি মেনেই প্রাচীন একটি বটগাছের প্রতীকী বিবাহ দেওয়া হয়। আর বটগাছের চারিদিকে বিয়ের গায়ে-হলুদের সুতো বেঁধে সাত পাক ঘোরানো হয় দেবী মনসার ঘটটি। ধর্মীয় উৎসব চলে আটদিন ধরে। অষ্টমঙ্গলায় শেষ হয়। অনুষ্ঠান ঘিরে আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের।
পুজোর সাতদিন আগে থেকে স্থানীয় লোকশিল্পীরা মনসা মন্দিরে খোল করতাল নিয়ে মনসার পালাগান করেন। অষ্টম দিনে কোনও গৃহবধূ দেবী মনসার ঘট নিয়ে এই মন্দির থেকে গ্রামেরই আর এক মনসার থানে যান। সেখানেই রীতি অনুযায়ী পুরনো বটগাছকে সাক্ষী রেখে বেহুলা-লখিন্দরের প্রতীকী বিয়ে হয়। বটগাছের চারদিকে সাতপাক ঘুরে তারপর আবার মূল মন্দিরে চলে পুজো। পুজোয় ধুনো পোড়ানো হয়। এই ধুনো পোড়ানোর দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।
মনসা মন্দিরের এক সেবাইত দয়াময় পাল জানিয়েছেন, জালপাড়া গ্রামে বহু বছর আগে একটি পুকুর থেকে একটি প্রস্তরখণ্ড পাওয়া গিয়েছিল। সেদিন রাতে এক গ্রামবাসীর স্বপ্নাদেশ হয় ওই প্রস্তরখণ্ডে বিরাজ করছেন দেবী মনসা। তখন থেকেই ওই প্রস্তরমূর্তির পুজো হয়ে আসছে। যখন এই মূর্তিটি পাওয়া গিয়েছিল তখন ছিল কার্তিক মাস। তাই দেবীর আবির্ভাব দিবস হিসাবে কার্তিক মাসে এই পুজো হয়। গ্রামবাংলায় মনসাদেবীর পুজো বহুল প্রচলিত। তবে জালপাড়ার মনসা পুজোর রীতি একটু ব্যতিক্রমী। এলাকাবাসীর দাবি, উজানিনগর বলতে মঙ্গলকোটকেই বোঝায়। মঙ্গলকোটে এক সাধুর কন্যা ছিলেন বেহুলা। তাঁর সঙ্গেই চম্পকনগরের বণিক চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লখিন্দরের বিয়ে হয়েছিল। তাই এই পুজোয় বিয়ের অনুষ্ঠানের রেওয়াজ।
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37545.jpg)
মাধ্যমিক পরীক্ষা, কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ...
![](/uploads/thumb_375391739018964.jpg)
মসি ছেড়ে অসি, স্কুল পড়ুয়ারা নেড়েচেড়ে দেখল সেনার সমরাস্ত্র...
![](/uploads/thumb_37529.jpg)
রাজ্য ভাওয়াইয়া সংঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম দিনহাটার সোনালী, পরিযায়ী শ্রমিকের মেয়ের জন্য গর্বিত এলাকাবাস...
![](/uploads/thumb_37526.jpg)
স্বামীর অবৈধ সম্পর্ক জেনে ফেলেছিল স্ত্রী, রাগে স্ত্রীকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোক...
![](/uploads/thumb_37511.jpg)
বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরেও থমথমে কল্যাণী, ঘটনাস্থলে ফরেনসিক টিম...
![](/uploads/thumb_37462.jpg)
ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...
![](/uploads/thumb_37460.jpg)
শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...
![](/uploads/thumb_37455.jpg)
বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...
![](/uploads/thumb_37450.jpg)
বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...
![](/uploads/thumb_37446.jpg)
টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...