সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা

Rajat Bose | ২৫ অক্টোবর ২০২৪ ২১ : ১৫Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ কোনও অবস্থাতেই মানুষের ক্ষতি যেন না হয়। এই লক্ষ্য নিয়েই ডানা মোকাবিলায় কোমড় বেঁধে নেমেছিল জেলা প্রশাসন। কোনও অবহেলা নয়। কাজ চলেছে দিন রাত ২৪ ঘণ্টা। আগে অভিযোগ ছিল, এর আগেও নাকি অনেক দুর্যোগ গেছে। কেউ কখনও খোঁজ নেয়নি। দুয়ারে প্রশাসন এর আগে কখনও আসেনি! এবারে ডানার দুর্যোগ সেই অভিযোগ দূর করল। গভীর রাতে পুরপ্রধানকে সঙ্গে নিয়ে খোদ মহকুমা শাসক পৌঁছে গিয়েছিলেন বাড়ি বাড়ি। দুর্যোগ আসার আগেই সতর্ক করেছিলেন সকলকে। বুঝিয়ে ছিলেন কী করণীয়, কী নয়। একই সঙ্গে দুর্বল বাড়ির বাসিন্দাদের সরানোর ব্যবস্থাও করেছিলেন। বৃষ্টির দুর্যোগ চললেও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের ঝাপটা লাগেনি জেলা সদরে। তবে প্রশাসনের ভূমিকায় খুশি বাসিন্দারা। হুগলি চুঁচুড়া পুরসভার নয় নম্বর ওয়ার্ড ইমামবাড়া এলাকায় বহু মানুষের বাসস্থানে টালির চাল। অনেকেই আবার ত্রিপল ছাওয়া ঘরেও বাস করেন। অপেক্ষাকৃত দুর্বল পাকা বাড়িতেও থাকেন অনেকেই। তাদের বাড়িতেই দুর্যোগের রাতে পৌঁছে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। সঙ্গে ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়। ছিলেন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, সুপর্ণা সেন, প্রাক্তন চেয়ারম্যান আশিষ সেন প্রমুখ। মহকুমা শাসক ইমামবাড়া হাভেলি, মাঠ বস্তির প্রত্যেকটা বাড়িতে ঢুকে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের অসুবিধের কথা শোনেন। বাসিন্দাদের বলেন ঝড় আসার আগেই স্থানীয় স্কুল বা ইমামবাড়ায় উঠে যেতে। তাদের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। কারণ বেশি রাতে ঝড় উঠলে তখন ঘর ছেড়ে বেরোনো সমস্যা হয়ে যাবে। দুর্যোগ থেমে গেলে তারা আবার বাড়ি ফিরে আসবেন। মহকুমাশাসকের কথা অনুযায়ী বাসিন্দাদের অনেকেই স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেন। সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রসঙ্গে ইমামবাড়া সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে অনেক দুর্যোগ গেছে। ঝড় বৃষ্টি হয়েছে প্রশাসনের কোনও আধিকারিক তাদের খোঁজ নিতে আসেননি। ঘরের চাল উড়ে গেলে বড়জোর পুরসভা থেকে ত্রিপল পেয়েছেন তারা। ডানা ঘূর্ণিঝড়ে তাদের দুয়ারে প্রশাসন এসে হাজির হয়েছে। প্রশাসন বাস্তবেই তাঁদের পাশে রয়েছে, এটা উপলব্ধি করে খুশি বাসিন্দারা। 


চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান বলেছেন, মহকুমাশাসক এবং পুরসভার তরফে গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছন হয়েছে। উদ্দেশ্য একটাই, কোনও ক্ষয়ক্ষতি এবং জীবনহানি যাতে না হয়। মানুষকে বলা হয়েছে ঝড় আসতে পারে। তারা যেন নিরাপদ আশ্রয় চলে যান। মহকুমাশাসক বাসিন্দাদের বলেন, আবহাওয়া ভাল আছে, তাই ঘরেই থাকব এমনটা করবেন না। গভীর রাতে যদি ঝড় ওঠে তখন কি করবেন। তাইতো এত রাতে তিনি বলতে এসেছেন। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বাসিন্দাদের সঙ্গে যখন কথা বলছেন মহকুমাশাসক তখন গভীর রাত। একইসঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। তবে রাত অনেক হলেও বিন্দুমাত্র ক্লান্তি ছিল না। সকলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, বুঝিয়ে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন মহকুমাশাসক নিজেই।


ছবি:‌ পার্থ রাহা।

 

 


‌‌




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24