মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ অক্টোবর ২০২৪ ১৯ : ৫২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মাদারিহাট বিধানসভার উপনির্বাচনকে লক্ষ্য করে বিজয়া সম্মিলনীর মাধ্যমে বিন্নাগুড়িতে ভোট প্রচার শুরু করল তৃণমূল। মাদারিহাট বিধানসভার অধীনে জলপাইগুড়ির বানারহাট ব্লকে দু’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে- বিন্নাগুড়ি এবং সাঁকোয়াঝোরা-১। এই দুটি পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের অধীন হলেও বিগত লোকসভা নির্বাচনে ভোটের ফলের নিরিখে এখানে প্রায় ৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই এলাকা থেকে বড় ব্যবধানে লিড দিতে পারলেই জয় তাদের নিশ্চিত বলে মনে করছে তৃণমূল শিবির।
মাদারিহাট বিধানসভা এলাকাটি বৈচিত্রপূর্ণ। এখানে শহর, শিল্প এলাকার পাশাপাশি বনবস্তি, চা বাগান ও কৃষি এলাকাও রয়েছে। বানারহাটের দুটি গ্রাম পঞ্চায়েত সহ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বান্দাপানি, বীরপাড়া ১, বীরপাড়া ২, হান্টাপাড়া, খয়েরবাড়ি, লঙ্কাপাড়া, মাদারিহাট, রাঙ্গালীবাজনা, শিশুঝুমড়া এবং টোটোপাড়া এই দশটি গ্রাম পঞ্চায়েতের এলাকা এই বিধানসভার অন্তর্গত। বীরপাড়া-মাদারিহাটের চা বলয়ে বিজেপির সাথে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও বানারহাট ব্লকের গয়েরকাটা বাদে তেলিপাড়া, হলদিবাড়ি, বিন্নাগুড়ি ও মোরাঘাট এই চারটি চা বাগানেই এই তৃণমূল অনেকটা পিছিয়ে রয়েছে। এই ব্যবধান কমানোর পাশাপাশি এখান থেকে লিড নিয়ে জয় নিশ্চিত করাই এখন তৃণমূলের লক্ষ্য। বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, রাজ্যের অনগ্রসর শ্রেনীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবড়াইক, ধূপগুড়ির বিধায়ক ড: নির্মল চন্দ্র রায়, তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ, যুব সভাপতি সন্দীপ ছেত্রী, জেলা পরিষদের সহ সভাপতি সীমা চৌধুরী, বানারহাট ব্লকের সভাপতি সাগর গুরুং সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা।
ঋতব্রত ব্যানার্জি বলেন, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভার প্রায় দুই হাজার বুথের মধ্যে ৪৮৩টি বুথ চা বলয়ে অবস্থিত। ২০১৯ সালে লোকসভায় এর মধ্যে মাত্র ১৯ থেকে ২০টি বুথে তৃণমূল জিতেছিল। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে এদের মধ্যে ২৪৪ টি বুথে তৃণমূল এগিয়ে ছিল। লোকসভার আসন দুটি তৃণমূল জিততে না পরলেও ভোটের ফলাফলের নিরিখে বোঝা যায় চা বলয়ের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। কুমারগ্রাম, আলিপুরদুয়ার, কালচিনি, মাদারিহাটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নাগরাকাটায় ভালো ফলাফল হয়েছে তৃণমূলের। ফালাকাটায় মাত্র ৪টি বুথ এবং মালবাজারে ১২ টি বুথে বিজেপি জিতেছে। কিন্তু বানারহাটে তৃণমূলের ফলাফল খুবই খারাপ। গয়েরকাটা চা বাগানের সব কটি বুথে তৃণমূল জিতলেও বিন্নাগুড়িতে ২টি বুথে তৃণমূল এগিয়ে ছিল। হলদিবাড়ি, মোরাঘাট সহ বানারহাটের অধিকাংশ বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে। এর কারণ খুঁজতে হবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে কেন এখানে খারাপ ফলাফল। আমরা তা করছি। তিনি বলেন - চা বাগানে ক্রেশ, হেলথ সেন্টার তৈরি, জমির পাট্টা বিতরণ, চা সুন্দরী প্রকল্প, স্বাস্থ্য সাথী চালু করা মমতা বন্দোপাধ্যায় এর দায়িত্ব ছিল না। তবুও তিনি মানুষের কথা ভেবে এই সমস্ত জনমুখী কর্মসূচী নিয়েছেন। এর জন্যই চা বলয়ে ১৯টি বুথ থেকে বেড়ে ২৪৪টি বুথে তৃণমূল এগিয়েছে। বানারহাট ব্লকের চা বাগানের প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভালো ভোটে লিড দিতে হবে, এটাই এখন আমাদের লক্ষ্য।
#Tmc election campaign#মাদারিহাট বিধানসভা নির্বাচন#By election
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...
আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...
'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...
আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...
ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...
পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...
বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ ...
মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...
তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...
ঝাল অথচ ঝাল নয়! 'চিলি রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...
কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে জয়ী তৃণমূল, তিন দশক পর বৈদ্যবাটিতে উড়ল সবুজ আবির...
জলপাইগুড়িতে আবাস যোজনার প্রাপকের তালিকায় বিজেপির নেত্রীর পরিবারের ৬ জন, কটাক্ষ তৃণমূলের...
'গভীর চক্রান্ত কাজ করছে', বাজারে আলুর দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক বেচারাম মান্না...
সম্প্রীতির ছবি নানুরে, চাঁদা তুলে হিন্দু যুবকের সৎকারের ব্যবস্থা করল গ্রামের মুসলিম সম্প্রদায়...
কমলা উৎসব এবার অনুষ্ঠিত হবে কালিম্পং জেলায়, চলছে জোর প্রস্তুতি ...