বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মর্মান্তিক দুর্ঘটনা, শতাধিক গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে নদীগর্ভে তলিয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার

Rajat Bose | ১৪ অক্টোবর ২০২৪ ২২ : ১৮Rajat Bose


আজকাল ওয়েবডস্ক:‌ গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে তলিয়ে যাওয়ার হাত থেকে শতাধিক গ্রামবাসীকে রক্ষা করে গঙ্গা নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ডিআইবিতে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয় মুর্শিদাবাদের তারানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের নাম ওয়াসিকুল ইসলাম (৩৫)। বাড়ি রাধাকৃষ্ণপুর গ্রামে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধে নাগাদ তারানগর গ্রামে নতুন করে ভাঙন দেখা দেয়। সেই সময় এলাকার বেশ কিছু যুবক নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের মোবাইল ফোনে ভাঙনের ছবি তুলছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ডিআইবিতে কর্মরত সিভিক ভলীন্টিয়ার ওয়াসিকুল ইসলাম ওই এলাকায় যান এবং গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে থাকা লোকদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন। 


স্থানীয় সূত্রে আরও জানা গেছে, যে এলাকায় গঙ্গা নদীর ভাঙন দেখা দিয়েছে সেখান থেকে ওয়াসিকুলের বাড়ি মাত্র পাঁচশো মিটার দূরে। তার ফলে সে নিয়মিত ওই এলাকায় যেত। ঘটনার সময় ওই এলাকায় তার ডিউটি না থাকলেও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের জেরে সাধারণ মানুষ তলিয়ে যেতে পারে এই আশঙ্কা করে ওয়াসিকুল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদেরক একে একে সরিয়ে দিচ্ছিলেন। 


ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওয়াসিকুল যখন গ্রামবাসীদের সরিয়ে দিচ্ছিলেন সেই সময়ে হঠাৎ নদী পাড়ের একটি বড় অংশ গঙ্গা নদীতে ধসে পড়ে। এই ঘটনায় চারজন ব্যক্তি নদীতে তলিয়ে যায। 


বাঁশ এবং লাঠি ফেলে তাদের মধ্যে দু’‌জনকে গ্রামবাসীরা কোনওরকমে উদ্ধার করতে পারলেও ওয়াসিকুল এবং আরও একজন ব্যক্তি নদীতে তলিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও ওয়াসিকুল ছাড়া অপর যে ব্যক্তি তলিয়ে গেছেন বলে গ্রামবাসীরা দাবি করছেন তার নাম বা পরিচয় কেউ জানাতে পারেনি। 
ঘটনার খবর পাওয়ার পরেই লালগোলা থানার পুলিশ এবং বিএসএফের আধিকারিকেরা দ্রুত ওই এলাকায় ছুটে যান। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও ওই সিভিক ভলান্টিয়ারের খোঁজ মেলেনি। ইতিমধ্যে নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের সন্ধানে বাংলাদেশের বিজিবি–র সঙ্গে যোগাযোগ করেছেন বিএসএফ আধিকারিকরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লালগোলা জুড়ে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার, চাঞ্চল্য ব্যান্ডেলে ...

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ, আটক এক...

ভরদুপুরে ব্যারাকপুরে শুটআউট, গুলিবিদ্ধ যুবক ...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



10 24