বুধবার ১৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মর্মান্তিক দুর্ঘটনা, শতাধিক গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে নদীগর্ভে তলিয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার

Rajat Bose | ১৪ অক্টোবর ২০২৪ ২২ : ১৮Rajat Bose


আজকাল ওয়েবডস্ক:‌ গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে তলিয়ে যাওয়ার হাত থেকে শতাধিক গ্রামবাসীকে রক্ষা করে গঙ্গা নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ডিআইবিতে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয় মুর্শিদাবাদের তারানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের নাম ওয়াসিকুল ইসলাম (৩৫)। বাড়ি রাধাকৃষ্ণপুর গ্রামে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধে নাগাদ তারানগর গ্রামে নতুন করে ভাঙন দেখা দেয়। সেই সময় এলাকার বেশ কিছু যুবক নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের মোবাইল ফোনে ভাঙনের ছবি তুলছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ডিআইবিতে কর্মরত সিভিক ভলীন্টিয়ার ওয়াসিকুল ইসলাম ওই এলাকায় যান এবং গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে থাকা লোকদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন। 


স্থানীয় সূত্রে আরও জানা গেছে, যে এলাকায় গঙ্গা নদীর ভাঙন দেখা দিয়েছে সেখান থেকে ওয়াসিকুলের বাড়ি মাত্র পাঁচশো মিটার দূরে। তার ফলে সে নিয়মিত ওই এলাকায় যেত। ঘটনার সময় ওই এলাকায় তার ডিউটি না থাকলেও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের জেরে সাধারণ মানুষ তলিয়ে যেতে পারে এই আশঙ্কা করে ওয়াসিকুল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদেরক একে একে সরিয়ে দিচ্ছিলেন। 


ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওয়াসিকুল যখন গ্রামবাসীদের সরিয়ে দিচ্ছিলেন সেই সময়ে হঠাৎ নদী পাড়ের একটি বড় অংশ গঙ্গা নদীতে ধসে পড়ে। এই ঘটনায় চারজন ব্যক্তি নদীতে তলিয়ে যায। 


বাঁশ এবং লাঠি ফেলে তাদের মধ্যে দু’‌জনকে গ্রামবাসীরা কোনওরকমে উদ্ধার করতে পারলেও ওয়াসিকুল এবং আরও একজন ব্যক্তি নদীতে তলিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও ওয়াসিকুল ছাড়া অপর যে ব্যক্তি তলিয়ে গেছেন বলে গ্রামবাসীরা দাবি করছেন তার নাম বা পরিচয় কেউ জানাতে পারেনি। 
ঘটনার খবর পাওয়ার পরেই লালগোলা থানার পুলিশ এবং বিএসএফের আধিকারিকেরা দ্রুত ওই এলাকায় ছুটে যান। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও ওই সিভিক ভলান্টিয়ারের খোঁজ মেলেনি। ইতিমধ্যে নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের সন্ধানে বাংলাদেশের বিজিবি–র সঙ্গে যোগাযোগ করেছেন বিএসএফ আধিকারিকরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লালগোলা জুড়ে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বাবা-মা ভালোবাসে না, বালকের মুখে একথা শুনে বাড়ি নিয়ে এলেন দম্পতি, শেষে পরিচয় জেনে চমকে উঠলেন...

ফরাক্কার নাবালিকা খুনে অভিযুক্তের পুলিশি হেফাজত, নাবালিকার ময়নাতদন্ত শেষ...

লক্ষ্মীপুজোয় দুর্যোগের ঘনঘটা, একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে? ...

সক্রিয় মাদক পাচারকারীরা, সক্রিয় পুলিশ, মুর্শিদাবাদে উদ্ধার কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ...

সামান্য টাকা দিলেই মিলছে দামী গাছ কাটার অনুমতি, তদন্তর নির্দেশ ডিএফও-র, ক্ষুব্ধ বনমন্ত্রীও...

অক্ষত এটিএম, গায়েব ৯ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?‌

ডুবন্ত অবস্থায় শিশুকে উদ্ধার করেও তলিয়ে গেলেন যুবক, শোকের ছায়া হুগলিতে...

ঠাকুর দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত পাঁচ...

পুজোর চারদিনে শুধু শিয়ালদা ডিভিশনে কত টিকিট বিক্রি করল পূর্ব রেল? হিসেব শুনলে চমকে উঠবেন...

মহা সাড়ম্বরে শ্রীরামপুরের অনুষ্ঠিত হল দুর্গা পুজো কার্নিভাল...

দূর থেকে ছোঁড়া হল তির, বধ হল রাবণ, পুড়ল আতশবাজি...

মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে নাবালিকার বস্তা বন্দি দেহ উদ্ধার, উত্তেজনা ফারাক্কায়...

টাকা দরকার, ৮০ বছরের বাবা মাকে মেরে ঝুলিয়ে দিল ছেলে! শুনলে চমকে উঠবেন...

কার্নিভালের দিন কলকাতায় বাড়বে বৃষ্টি! শেষ ইনিংসের আগে কোন রূপ দেখবেন বর্ষার? ...

দেবী খেয়েছিলেন মেয়েকে, সকলের আগে তাঁর বিসর্জন, বিজয় দশমী পালিত শহরজুড়ে...



সোশ্যাল মিডিয়া



10 24