বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মর্মান্তিক দুর্ঘটনা, শতাধিক গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে নদীগর্ভে তলিয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার

Rajat Bose | ১৪ অক্টোবর ২০২৪ ২২ : ১৮Rajat Bose


আজকাল ওয়েবডস্ক:‌ গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে তলিয়ে যাওয়ার হাত থেকে শতাধিক গ্রামবাসীকে রক্ষা করে গঙ্গা নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ডিআইবিতে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয় মুর্শিদাবাদের তারানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের নাম ওয়াসিকুল ইসলাম (৩৫)। বাড়ি রাধাকৃষ্ণপুর গ্রামে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধে নাগাদ তারানগর গ্রামে নতুন করে ভাঙন দেখা দেয়। সেই সময় এলাকার বেশ কিছু যুবক নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের মোবাইল ফোনে ভাঙনের ছবি তুলছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ডিআইবিতে কর্মরত সিভিক ভলীন্টিয়ার ওয়াসিকুল ইসলাম ওই এলাকায় যান এবং গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে থাকা লোকদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন। 


স্থানীয় সূত্রে আরও জানা গেছে, যে এলাকায় গঙ্গা নদীর ভাঙন দেখা দিয়েছে সেখান থেকে ওয়াসিকুলের বাড়ি মাত্র পাঁচশো মিটার দূরে। তার ফলে সে নিয়মিত ওই এলাকায় যেত। ঘটনার সময় ওই এলাকায় তার ডিউটি না থাকলেও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের জেরে সাধারণ মানুষ তলিয়ে যেতে পারে এই আশঙ্কা করে ওয়াসিকুল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদেরক একে একে সরিয়ে দিচ্ছিলেন। 


ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওয়াসিকুল যখন গ্রামবাসীদের সরিয়ে দিচ্ছিলেন সেই সময়ে হঠাৎ নদী পাড়ের একটি বড় অংশ গঙ্গা নদীতে ধসে পড়ে। এই ঘটনায় চারজন ব্যক্তি নদীতে তলিয়ে যায। 


বাঁশ এবং লাঠি ফেলে তাদের মধ্যে দু’‌জনকে গ্রামবাসীরা কোনওরকমে উদ্ধার করতে পারলেও ওয়াসিকুল এবং আরও একজন ব্যক্তি নদীতে তলিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও ওয়াসিকুল ছাড়া অপর যে ব্যক্তি তলিয়ে গেছেন বলে গ্রামবাসীরা দাবি করছেন তার নাম বা পরিচয় কেউ জানাতে পারেনি। 
ঘটনার খবর পাওয়ার পরেই লালগোলা থানার পুলিশ এবং বিএসএফের আধিকারিকেরা দ্রুত ওই এলাকায় ছুটে যান। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও ওই সিভিক ভলান্টিয়ারের খোঁজ মেলেনি। ইতিমধ্যে নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের সন্ধানে বাংলাদেশের বিজিবি–র সঙ্গে যোগাযোগ করেছেন বিএসএফ আধিকারিকরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লালগোলা জুড়ে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...

ঝলমলে শ্রীরামপুর-চন্দননগর-ব্য়ান্ডেল, চলবে প্রমোদতরী, বড়দিনের সূচনা মুখ্যমন্ত্রীর...

বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক  ...

হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...

বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...

দার্জিলিংয়ে শুরু হতে চলেছে টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...

তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...

ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...

ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...

বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...

হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?

নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...



সোশ্যাল মিডিয়া



10 24