শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা কুয়াদ্রাতের, অন্তর্বর্তী কোচ বিনো

Sampurna Chakraborty | ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১২ : ২০Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে গেলেন কার্লেস কুয়াদ্রাত। ইস্তফা দিলেন স্প্যানিশ কোচ। সোমবার দুপুরে ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে পরের ম্যাচ লাল হলুদের। সেই ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ। যতক্ষণ না নতুন হেড কোচ নিয়োগ করা হচ্ছে, কোচের দায়িত্ব সামলাবেন বিনো। পুজোর আগে একটাই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তারপর ১৯ অক্টোবর ডার্বি। বড় ম্যাচের আগে নতুন কোচ যোগ দেবে। আইএসএলের শুরুতে টানা তিন ম্যাচ হারার পর আগের দিন যুবভারতীতে 'গো ব্যাক কুয়াদ্রাত' স্লোগান ওঠে। প্রথমে তাঁকে এত তাড়াতাড়ি সরিয়ে দিতে রাজি ছিল না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু সমর্থকদের চাপ বাড়তে থাকে। শুক্রবার গোয়ার কাছে হারার পর অবশ্য পদত্যাগের কোনও ইঙ্গিত দেননি কুয়াদ্রাত। জানান, দল একটা প্রক্রিয়ার মধ্যে দিতে যাচ্ছে। কিন্তু গত দু'দিনে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক হয় স্প্যানিশ কোচের। তারপরই 'গোল্ডেন হ্যান্ডশেক' করে সরে যেতে রাজি হন কুয়াদ্রাত। 

ইমামি গ্রুপের পক্ষ থেকে বিভাস বর্ধন আগরওয়াল বলেন, 'দীর্ঘ বছর পর ইস্টবেঙ্গলকে সুপার কাপ দেওয়ার জন্য আমরা কার্লেস কুয়াদ্রাতের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।' প্রসঙ্গত, কুয়াদ্রাতের হাত ধরেই দীর্ঘ ১২ বছর পর ইস্টবেঙ্গলে ট্রফির খরা কেটেছিল। কুয়াদ্রাতকে মাথায় তুলে নাচানাচি করে সমর্থকরা। রাতারাতি তাঁকে কোচ থেকে 'ম্যাজিশিয়ান', পরবর্তীতে 'প্রফেসর' বানিয়ে দেওয়া হয়। কিন্তু গত আইএসএলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। এবার তাঁর পছন্দের দল করা হয়। গত আইএসএল এবং কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতাকে সই করানো হয়। কিন্তু তাসত্ত্বেও শুরুতেই হোঁচট খায় ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর প্লেয়ার পরিবর্তন, ম্যাচ রিডিং নিয়ে প্রশ্ন ওঠে। দলের ফিটনেস নিয়েও প্রশ্ন তোলা হয়। গোয়া ম্যাচ কুয়াদ্রাতের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল। কিন্তু ঘরের মাঠেও প্রথম ম্যাচ হারে ইস্টবেঙ্গল। আইএসএলের শুরুতেই হারের হ্যাটট্রিক। টানা পাঁচটা হার। এরপর কর্তাদের সঙ্গে আলোচনা করে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কুয়াদ্রাত। নতুন কোচের পদের জন্য মাঝে সঞ্জর সেনের নাম শোনা গেলেও, তিনি সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হয়েছেন। তাই তাঁর আপাতত ইস্টবেঙ্গল কোচ হওয়ার সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসের নাম। বর্তমানে ইন্টার কাশির কোচ তিনি। কুয়াদ্রাতকে কোচ করার আগে তাঁর সঙ্গে কথা অনেকদূর এগিয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু বয়সের কথা মাথায় রেখে পিছিয়ে যায় কর্তারা। শেষপর্যন্ত কি দলকে বাঁচাতে হাবাসের হাতেই দায়িত্ব দেওয়া হবে? 

 


#Carles Cuadrat#East Bengal#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পার্থ–এর মাটিতে লজ্জায় মাথা হেঁট ভারতের, ১৫০ রানে গুটিয়ে গেল ইনিংস...

‘‌বাপ কা বেটা’‌, ২২ গজে দাপট দেখাতে শুরু করল শেহবাগ পুত্র, এল দ্বিশতরান ...

অশ্বিন বা জাদেজা নন, পার্থ টেস্টে দলে এলেন সুন্দর, কারণ জানলে চমকে যাবেন...

আগামী তিন বছরের আইপিএল শুরুর দিন ঘোষিত, ফাইনাল কবে জানুন ...

ফের ব্যর্থ বিরাট, পার্থ টেস্টে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...



সোশ্যাল মিডিয়া



09 24