রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বছর শুরুতে সহজ জয়, হায়দরাবাদকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখল মোহনবাগান

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৫Sampurna Chakraborty


মোহনবাগান - ৩ (সেপিচ-আত্মঘাতী, অ্যালড্রেড, কামিন্স)

হায়দরাবাদ - ০

সম্পূর্ণা চক্রবর্তী: বছরের শুরুতেই সমর্থকদের জয় উপহার দিলেন হোসে মোলিনা। ২৪ ঘণ্টা আগেই নিজামের শহর থেকে সন্তোষ ট্রফি জিতে ফিরেছে বাংলা। তার পরের দিনই ঘরের মাঠে হায়দরাবাদকে দুরমুশ করল কলকাতার প্রধান। বৃহস্পতিবার যুবভারতীতে ৩-০ গোলে জিতল মোহনবাগান। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একনম্বরেই বহাল সবুজ মেরুন। বছরের দ্বিতীয় দিনের ম্যাচে সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিট বিতরণ করা হয়েছিল। উদ্দেশ্য সার্থক। বছর শুরুতে প্রিয় দলের জয়ের সাক্ষী থাকতে পারল প্রায় ৪০ হাজার সমর্থক। বাগানের সবচেয়ে ইতিবাচক দিক, দিমিত্রি পেত্রাতোস,‌ গ্রেগ স্টুয়ার্ট না থাকা সত্ত্বেও গোল সংখ্যায় খামতি নেই। বৃহস্পতি রাতে বাগানের গোলদাতা টম অ্যালড্রেড এবং জেসন কামিন্স। নিয়মিত গোল পাচ্ছে ডিফেন্ডাররা। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে টম মজার ছলে বলেছিলেন, আলবার্তোকে ছুঁতে আরও গোল করতে হবে তাঁকে। কথা রাখলেন। বাগানের ২৯ গোলের মধ্যে ১০ গোলই ডিফেন্ডারদের। গোল না পেলেও দুটো অ্যাসিস্ট। গোটা মাঠ জুড়ে খেলেন লিস্টন কোলাসো।‌ প্রচুর ওয়ার্কলোড নেন। ম্যাচের সেরা গোয়ার উইঙ্গার। 

বৃহস্পতিবার দিমির অনুপস্থিতিতে সামনে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে রেখে শুরু করেন মোলিনা।‌ ফরমেশন ৩-৫-২। আশিস রাইকে একটু ওপরে খেলান। মানবীরের অনুপস্থিতিতে বাড়তি ওয়ার্কলোড নিতে হয় আশিসকেও। কমজোরী হায়দরাবাদকে শুরু থেকেই চেপে ধরে বাগান। বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায়। এক প্রান্ত সচল রাখেন লিস্টন কোলাসো।‌ প্রথম দুই গোলের কান্ডারী গোয়ান‌ মিডিও। ম্যাচের ৯ মিনিটে প্রথম গোল। লিস্টনের ক্রস থেকে সাহালের শট বিপক্ষ গোলকিপার অর্শদীপ সিংয়ের হাতে লেগে হায়দরাবাদের ডিফেন্ডার স্টিফেন সেপিচের মাথায় লেগে গোলে ঢুকে যায়। আত্মঘাতী গোল। তার এক মিনিটের মধ্যে সমতা ফেরানোর সুযোগ পায় নিজামের শহরের দল। রামলুনচুঙ্গার শট দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করেন বিশাল কাইত। ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহনবাগান। কামিন্সের শট বিপক্ষের অধিনায়ক সাজির পায়ে লেগে পান ম্যাকলারেন। অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের শট পোস্টে লাগে। 

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৪১ মিনিটে ২-০ করেন টম অ্যালড্রেড। লিস্টনের ক্রস মাঠের বাইরে বেরিয়া যাওয়ার মুখে পেছন থেকে এসে উড়ন্ত হেডে বল জালে ঠেলেন টম। তার আগে বল বিপক্ষের বিদেশি ডিফেন্ডার সেপিচের পা ছুঁয়ে যায়। দুটো গোলের ক্ষেত্রেই কমবেশি দায়ী সার্বিয়ান ডিফেন্ডার। প্রথমে গোল দেননি রেফারি হরিশ কুন্ডু। অফসাইড বলে বাতিল করে দেওয়া হয়। কিন্তু প্রতিবাদ জানান অ্যালড্রেড, সাহাল, ম্যাকলারেনরা। লাইন্সম্যানের সঙ্গে আলোচনা করে গোল দেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান জেসন কামিন্স। ম্যাচের ৫১ মিনিটে ম্যাকলারেনের মাইনাস থেকে বাঁ পায়ের জোরালো শটে নিখুঁত প্লেসিং অস্ট্রেলিয়ানের। ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু শেষদিকে জোড়া সুযোগ মিস করেন লিস্টন।‌ নয়তো হায়দরাবাদকে পাঁচ গোলের মালা পরাতে পারত বাগান। শেষ ১২ মিনিট গ্রেগ স্টুয়ার্টকে নামান মোলিনা। ডার্বির আগে দেখে নেন স্কটিশ ফরোয়ার্ডকে। ম্যাচের শুরুর পর শেষে আবার একটি টিফো চোখে পড়ল। যেখানে আলবার্তোর উদ্দেশে লেখা, 'মনস্টার, মনের স্টার।' এদিন স্কোরশিটে নাম না তুলতে পারলেও বাগান জনতার মন জয় করে দিয়েছেন বড় চেহারার বিদেশি ডিফেন্ডার। 


#Mohun Bagan#Jose Molina#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যত কাণ্ড কেপটাউনে, জ্যানসেনের নো বলে ফিরল আমিরের স্পট ফিক্সিং কাণ্ডের ভূত...

সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা চেতলা অগ্রণীর, ঘোড়ার গাড়িতে চেপে রাজপথে ঘুরলেন রবি হাঁসদারা ...

'অজিদের প্যান্ট খুলে দিয়েছে', সিডনিতে পন্থের দাপট দেখে কামিন্সদের খোঁচা বিশ্বজয়ী তারকার ...

ভারত-পাকিস্তান টেস্ট যুদ্ধের ভেন্যু স্থির করে দিলেন ভন, কোন দেশের কথা বললেন প্রাক্তন ক্রিকেটার? ...

কলকাতায় হচ্ছে না, গুয়াহাটিতে হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি...

আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি ...

অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান ...

প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা ...

৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের বদলে দলকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার? অবাক করা তথ্য ফাঁস...

'এত নোংরা?' ক্রিস গেইলের ফেসবুক স্টোরিতে এ কিসের ভিডিও, দেখে লজ্জায় লাল নেটজনতা...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

‘হাসপাতালেই থেকে যাও’, ভিডিও কলে বিনোদ কাম্বলিকে কেন এমন বললেন কপিল দেব? ...

সিডনিতে বাদ পড়তে চলেছেন রোহিত, তাঁর অনুপস্থিতিতে অধিনায়ক কে?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25