রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ০২ জানুয়ারী ২০২৫ ২০ : ২২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কেরলকে হারিয়ে ৩৩ বারের জন্য সন্তোষ ট্রফি এসেছে বাংলার ঘরে। সঞ্জয় সেনের কোচিংয়ে রবি, নরহরিরা ইতিহাস গড়েছেন। বুধবার হায়দরাবাদ থেকে ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছে বাংলা দল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে গিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্টবেঙ্গল, মহামেডান কর্তারা। বাংলা দলকে অভিনন্দন জানাতে ভিড় উপচে পড়েছিল। আর বৃহস্পতিবার ফুটবলারদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাপ জয়ের পরই দলকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। এদিন নবান্ন সভাঘরে কোচ সঞ্জয় সেন এবং বাংলার ফুটবলারদের সঙ্গে দেখা করেন তিনি। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। ফুটবলারদের সঙ্গে দেখা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী।
সেখানে তিনি লেখেন, ‘ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, বাংলার হৃদস্পন্দন, গর্ব, আবেগ এবং পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলা রেকর্ড ৩৩তম বার সন্তোষ ট্রফি জিতে নেওয়ার পর রাজ্যের অগণিত ফুটবলপ্রেমীদের জন্য এটা আনন্দের খবর। সেই খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সম্মান আমার হয়েছে যাঁরা রক্ত, ঘাম, এবং অদম্য প্রচেষ্টার মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই কোচ সঞ্জয় সেন, ম্যানেজমেন্ট, এবং প্রশিক্ষণ কর্মীদের, যাঁরা এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন’। বুধবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস করতালি দিয়ে স্বাগত জানান কোচ সঞ্জয় সেন-সহ বাংলার ফুটবলারদের।
অধিনায়ক চাকু মাণ্ডি, ফাইনালের গোলদাতা রবি হাঁসদার মুখে দেখা যাচ্ছিল হাজার ওয়াটের আলো। কোচ সঞ্জয় সেন জানান, ক্রীড়ামন্ত্রী নিজে বিমানবন্দরে এসে যেভাবে ছেলেদের সম্মান দিয়ে গেলেন, তা ওদের আরও ভাল করতে উদ্বুদ্ধ করবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, রবি হাঁসদা-সহ বাংলার সন্তোষ জয়ী দলের বাকি সদস্যদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছেন তিনি। তাঁর এই প্রচেষ্টায় সরকারের সাহায্য চান অনির্বাণ। বছরের শেষ দিনে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি ঘরে আনেন বাংলার ছেলেরা। গোটা টুর্নামেন্টে কিরণ ছড়িয়েছেন রবি হাঁসদা। অনির্বাণ দত্ত বলছিলেন, ‘রবি গিফটেড প্লেয়ার’। যাঁর সম্পর্কে এত কথা সেই রবি হাঁসদার লক্ষ্য এবার আই লিগ বা আইএসএলে খেলা।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?