রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদ ম্যাচ অনায়াসে জেতার পর এবার ডার্বির ভাবনা ঢুকে পড়েছে মোহনবাগান শিবিরে। ১১ জানুয়ারি বড় ম্যাচ হচ্ছেই। কিন্তু কোথায় হবে সেই নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে কলকাতা থেকে সরে যেতে পারে ডার্বি। কিন্তু ঘরের মাঠেই আইএসএলের ফিরতি ডার্বি খেলতে চান হোসে মোলিনা। স্পষ্ট জানিয়ে দিলেন, কলকাতায় না হলে যুবভারতীর সমর্থকদের মিস করবেন তাঁরা। মোলিনা বলেন, 'অবশ্যই আমি কলকাতায় ডার্বি খেলতে চাই। ফ্যানদের সামনে সবাই এই ম্যাচ খেলতে চায়। আমার মনে হয়, ইস্টবেঙ্গলও এখানেই ডার্বি খেলতে চাইবে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মনে হচ্ছে হয়তো এখানে খেলা সম্ভব হবে না। আমাদের সব সিদ্ধন্ত মেনে নিতে হবে। মোহনবাগানের ম্যানেজমেন্ট যেখানে বলবে, সেখানে গিয়েই আমাদের খেলতে হবে। পরিস্থিতি আমাদের হাতে নেই। আমাদের তৈরি থাকতে হবে। তবে আমরা সমর্থকদের মিস করব। আশা করব ডার্বি যেখানেই হোক, ওরা আমাদের সমর্থন করতে আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে ফ্যানদের খুশি করা।'

হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় পেলেও, ডার্বির আগে একাধিক বিভাগে উন্নতি চান মোলিনা। স্প্যানিশ কোচ মনে করেন, দল এখনও সেরা ছন্দে নেই। মোলিনা বলেন, 'আমি সবসময় উন্নতি চাই। রক্ষণ থেকে আক্রমণ, সবেতেই উন্নতি প্রয়োজন। আমরা এখনও সেরা খেলাটা খেলতে পারিনি। উন্নতির অনেক জায়গা আছে। আমরা সেরা দল হতে চাই।' দিমিত্রি পেত্রাতোস, আপুইয়া, আশিক কুরুনিয়নের চোট রয়েছে। তবে ডার্বির আগে হাতে আট দিন সময় আছে। মোলিনার আশা, ডার্বির আগে ফিট হয়ে যাবে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার। এদিকে বৃহস্পতিবার রাতে গোল করে বড় ম্যাচের মহড়া সেরে রাখলেন জেসন কামিন্স। জানান, ডার্বির আগে গোল দরকার ছিল। এই গোল এবং জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। কামিন্স বলেন, 'ডার্বির আগে গোলটা পাওয়া খুব দরকার ছিল। গোল করতে পেরে ভাল লাগছে। অন্য ম্যাচের থেকে এই গোলের গুরুত্ব আলাদা। এটা ডার্বির আগে আমাদের মনোবল বাড়াবে।'

তাঁর সতীর্থ এবং এদিনের ম্যাচের সেরা লিস্টন কোলাসো মনে করছেন, ধারে-ভারে তাঁরা এগিয়ে থাকলেও, ডার্বি কঠিন হবে। লিস্টন‌ বলেন, 'আমরা টেবিলের ওপরে। প্রত্যেক ম্যাচ আমাদের মোটিভেট করে। ডার্বি সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। আবেগ আলাদা। কোচের নির্দেশ মতো খেললে আমরা তিন পয়েন্ট পেতে পারব। তবে ম্যাচটা সহজ হবে না। যথেষ্ট কঠিন হবে।' এদিন ম্যাচের সেরা হলেও গোলের সুযোগ মিস করেন। তার আফশোস রয়েছে লিস্টনের।‌ জানান, গোল করতে পারলে আরও ভাল লাগত। একাধিক সুযোগ নষ্ট হওয়ায় কিছুটা হতাশ তো অবশ্যই। তবে মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। তিনের মধ্যে দুটো গোলের পেছনে তাঁর অবদান। সঙ্গে মূল্যবান তিন পয়েন্ট। যা তাঁর গোল মিসের থেকে অনেক গুরুত্বপূর্ণ। এদিন ম্যাচ শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভার পর সেই মঞ্চেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দেবে মোহনবাগান। 


#Jose Molina#Mohun Bagan#ISL Derby#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যত কাণ্ড কেপটাউনে, জ্যানসেনের নো বলে ফিরল আমিরের স্পট ফিক্সিং কাণ্ডের ভূত...

সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা চেতলা অগ্রণীর, ঘোড়ার গাড়িতে চেপে রাজপথে ঘুরলেন রবি হাঁসদারা ...

'অজিদের প্যান্ট খুলে দিয়েছে', সিডনিতে পন্থের দাপট দেখে কামিন্সদের খোঁচা বিশ্বজয়ী তারকার ...

ভারত-পাকিস্তান টেস্ট যুদ্ধের ভেন্যু স্থির করে দিলেন ভন, কোন দেশের কথা বললেন প্রাক্তন ক্রিকেটার? ...

কলকাতায় হচ্ছে না, গুয়াহাটিতে হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি...

আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি ...

অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান ...

প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা ...

৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের বদলে দলকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার? অবাক করা তথ্য ফাঁস...

'এত নোংরা?' ক্রিস গেইলের ফেসবুক স্টোরিতে এ কিসের ভিডিও, দেখে লজ্জায় লাল নেটজনতা...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

বছর শুরুতে সহজ জয়, হায়দরাবাদকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখল মোহনবাগান...

‘হাসপাতালেই থেকে যাও’, ভিডিও কলে বিনোদ কাম্বলিকে কেন এমন বললেন কপিল দেব? ...

সিডনিতে বাদ পড়তে চলেছেন রোহিত, তাঁর অনুপস্থিতিতে অধিনায়ক কে?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25