রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নিউ আলিপুরদুয়ারগামী ট্রেনের ইঞ্জিন বিকল মাঝপথে, ভোগান্তিতে যাত্রীরা

দেবস্মিতা | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০ : ৫৫Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক:  হঠাৎ করে বিকল হয়ে গেল ট্রেনের ইঞ্জিন। ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদে। 

 

 

শুক্রবার শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা ট্রেনটি যাত্রা শুরু করে প্রতিদিনের মতোই। মুর্শিদাবাদের আহিরণ ব্রিজের আগে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ট্রেন। জানা গিয়েছে, ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল সেটির। অনেকক্ষণ পরে ফারাক্কার দিক থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যায়।

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শিয়ালদহ থেকে ট্রেনটি যথাসময়েই ছেড়েছিল। এরপর জঙ্গিপুর রোড স্টেশনে সময়ের কিছুক্ষণ আগেই ট্রেনটি পৌঁছে যায়। ফলে ট্রেনটি মুর্শিদাবাদের ওই স্টেশনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর জঙ্গিপুর রোড স্টেশন ছাড়িয়ে ট্রেনটি যখন আহিরণ হল্ট থেকে সুজনিপাড়া হল্ট স্টেশনের দিকে যেতে শুরু করে সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎই ট্রেনের গতি কমতে শুরু করে। এরপর একসময় ট্রেনটি সম্পূর্ণ দাঁড়িয়ে যায়। ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটি দেখা দেওয়াতে চালক বহু চেষ্টা করেও সেটিকে চালু করতে পারেননি। পরে ঘটনার খবর পেয়ে ফারাক্কার দিক থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়।

 

 

সামিউল হক নামে এক ভুক্তভোগী যাত্রী জানিয়েছেন, তিস্তা-তোর্সা ট্রেন ধরে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সময়ে শিয়ালদহ থেকে ছাড়লেও ট্রেন থেমে যায় মাঝপথে। প্রথমে মনে হয়েছিল সিগন্যাল না পাওয়ার কারণে ট্রেনের গতি কমেছে। একসময় ট্রেনটি সম্পূর্ণ দাঁড়িয়ে যায়। পরে জানা যায়, ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে। ট্রেনটি আহিরণ হল্ট এবং সুজনীপাড়া হল্ট স্টেশনের মাঝখানে প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়েছিল। অনেকেই উপায়ান্তর না দেখে ট্রেন থেকে নেমে পড়ে লাইন ধরে হাঁটতে শুরু করে দেন।

 

 

যাত্রীরা রেলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভারতীয় রেলে রক্ষণাবেক্ষন প্রায় শূন্যে এসে পৌঁছেছে। তার ফলে এই ধরণের ঘটনা বারবার ঘটছে এবং সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছেন। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে ফারাক্কার খোদাবন্তপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি মালগাড়ি বেশ কিছু বগি ইঞ্জিন থেকে ছিন্ন হয়ে যায়। সেই সময়ও রেলের বিরুদ্ধে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ উঠেছিল। 


#engine failure# নিউ আলিপুরদুয়ারগামী ট্রেনের ইঞ্জিন বিকল# tista torsa express#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24