আজকাল ওয়েবডেস্ক: ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটার বৈষ্ণবী শর্মা ইতিহাস বইয়ের পাতায় নাম লিখে ফেললেন। অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মালয়েশিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বৈষ্ণবী।
বৈষ্ণবী পাঁচ-পাঁচটি উইকেট নেন। তাঁর দুরন্ত বোলিংয়ের ফলে ভারত ১০ উইকেটে হারায় মালয়েশিয়াকে। চার ওভার হাত ঘুরিয়ে পাঁচ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন বৈষ্ণবী। তাঁর দুরন্ত বোলিংয়ে মালয়েশিয়া ৩১ রানে শেষ হয়ে যায়। ১৪.৩ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
ভারত ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে ম্যাচ জিতে নেয়। মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এর আগে দক্ষিণ আফ্রিকার ম্যাডিসন ল্যান্ডসম্যান প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এদিন বৈষ্ণবী দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। ২০২৩ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়া বোলার ল্যান্ডসম্যান হ্যাটট্রিক করে নজির গড়েছিলেন। বৈষ্ণবীর পাশাপাশি শুক্লাও তিন-তিনটি উইকেট নেন।
সাংবাদিক বৈঠকে বৈষ্ণবী বলেন, ''অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক ও পাঁচ উইকেট, স্বপ্নের অভিষেক বোধহয় একেই বলে। উত্থান-পতনে ভরা ছিল আমার পরিক্রমা। আমি রাধা যাদব এবং রবীন্দ্র জাদেজাকে অনুসরণ করি। কীভাবে উইকেট নেব, তা আমি গতরাতেই কল্পনা করেছিলাম।''
