আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইডেনে শুরু ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। প্রথম একাদশ বাছার ক্ষেত্রে শিশিরের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গৌতম গম্ভীরের থেকে এখানকার পরিবেশ আর কে ভাল জানতে পারে! প্রথমে ক্রিকেটার, পরে মেন্টর হিসেবে কলকাতায় কাটান। ইডেনের নারী-নক্ষত্র জানেন। সেই কারণেই মঙ্গলবার ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে দেখা যায় ভারতীয় বোলারদের। পরিস্থিতির বিচারে দু'জন স্পিনারকে খেলানো হতে পারে। ইডেনে বছরের এই সময় শিশির পড়বেই। শিশিরের মধ্যে বল গ্রিপ করতে সমস্যা হয়। তাই তৃতীয় স্পিনার নাও খেলানো হতে পারে। সেক্ষেত্রে ভারতের দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। কেকেআরের হয়ে ইডেনে খেলেন বরুণ। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেই কারণেই রহস্য স্পিনার গম্ভীরের প্রথম পছন্দ। রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দরকে সুযোগের অপেক্ষা করতে হবে।

প্রথম একাদশে সুযোগ পেতে পারেন নীতিশ কুমার রেড্ডি। অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন। মেলবোর্নে বক্সিং টেস্টে শতরান করেন। সুযোগ পেলে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। ইনিংস ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তিন, চার এবং পাঁচে নামবেন তিলক বর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। এরপর আছেন রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল। তবে ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয়। ওপেনিং ছাড়া বাকিদের যেকোনও অর্ডারে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত রাখা হচ্ছে। বোলিংয়ে নেতৃত্ব দেবেন মহম্মদ সামি। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অর্শদীপ সিং। এদিন নেটে গা ঘামাতে দেখা যায় দু'জনকে। রবিবার ইডেনে নেমেই টানা একঘন্টা বল করেছিলেন বাংলার পেসার। সোমবার বল করেননি। ব্যাট করতে দেখা যায় তাঁকে। মঙ্গলবার আবার বল হাতে নেটে ফেরেন সামি। গম্ভীরের পাশাপাশি রিঙ্কুর জন্য এই ম্যাচটা হোমকামিং। শেষ কয়েক ইনিংসে রান পাননি। বুধবার সুযোগ পেলে চেনা মাঠে আবার স্বমহিমায় ফিরতে চাইবেন কেকেআর বিধ্বংসী ফিনিশার।