আজকাল ওয়েবডেস্ক: রিলের নেশা সর্বনাশাই। সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে সিংহের সঙ্গে ভিডিও শুট করতে গিয়েছিলেন যুবক। কাউকে না জানিয়ে, অনুমতি না নিয়ে সোজা সিংহের খাঁচায় ঢুকেও পড়েছিলেন। ভিডিও তুলতে গিয়েই ঘটল বিপত্তি। সিংহের হামলায় গুরুতর আহত হলেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। আহত যুবকের নাম, মহম্মদ আজিম। পুলিশ জানিয়েছে, মালিককে না জানিয়েই সিংহের খাঁচায় ঢুকেছিলেন আজিম। সেখানে ঢুকে ভিডিও শুট করছিলেন। যুবক টিকটকের জন্য ভিডিওটি শুট করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যুবক খাঁচায় ঢুকতেই সিংহটি এগিয়ে আসে। খাঁচার মধ্যেই যুবকের উপর হামলা করে।
সিংহের হামলায় যুবকের মুখে, হাতে, মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর চিৎকার শুনেই মালিক ছুটে আসেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে তিনিই নিয়ে যান। বর্তমানে যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ইতিমধ্যেই এ ঘটনায় তদন্ত শুরু করেছে। বেআইনিভাবে, লাইসেন্স ছাড়াই মালিক সিংহটি খাঁচায় রেখেছিলেন বলে জানা গিয়েছে। যদিও কারও বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা হয়নি।
