সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

hooghly districts sprcial initiatives

রাজ্য | ডিভিসি জল ছাড়ায় প্লাবিত বহু এলাকা, প্রশাসনের উদ্যোগে চালু হল ‘‌দুয়ারে ত্রাণ’‌

Rajat Bose | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ০১Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ জেলা হুগলিতে বন্যা দুর্গতদের জন্য অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের। চালু হল দুয়ারে ত্রাণ। নৌকা বা স্পিড বোটে করে বন্যা কবলিত এলাকায় জল বন্দিদের পৌঁছে দেওয়া হল রান্না করা খাবার, শুকনো খাবার থেকে ওষুধ সহ নানান সামগ্রী। দুর্গত এলাকায় পৌঁছে গোটা প্রক্রিয়া পরিচালনা করলেন জেলাশাসক। ত্রাণ পৌঁছে দেওয়া হল বাড়ি বাড়ি ঘুরে। জেলার মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত খানাকুল ১ এবং ২ নম্বর ব্লক। যেখানে বন্যা দুর্গত পরিবারের সংখ্যা সব থেকে বেশি। এদিন দুটি ব্লকে শুরু হয়েছে, ‘‌দুয়ারে ত্রাণ’‌ কর্মসূচি৷ নৌকা এবং স্পিডবোট করে জেলা প্রশাসনের আধিকারিকদের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারী দল পৌঁছেছে জলমগ্ন এলাকার জলবন্দি মানুষের বাড়িতে, তাঁদের কাছে। হাতে তুলে দিয়েছে শুকনো খাবার, ওষুধ, ত্রিপলের মত প্রয়োজনীয় জিনিস। যেখানে জল নেমেছে, সেখানে পৌঁছে রান্না করে খাবার সরবরাহ করার ব্যবস্থা করেছে। একাধিক জায়গায় চালু করা হয়েছে কমিউনিটি কিচেন। বসানো হচ্ছে স্বাস্থ্য শিবির। মূলত জমা জল নামার পরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব প্রকট হয়ে থাকে। এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরগুলি থেকে মূলত সেই সমস্ত রোগের চিকিৎসায় জোর দেওয়া হবে। মঙ্গলবার খানাকুল ২ ব্লকে গিয়ে ‘‌দুয়ারে ত্রাণ’‌ কর্মসূচি তদারকি করেন জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুয়ারে ত্রাণ হুগলি জেলা প্রশাসনের একটি উদ্যোগ। যা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত ত্রাণ ও সহায়তা প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য দ্রুত ত্রাণ সামগ্রী প্রদান করা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে প্রয়োজনীয় ত্রাণ দ্রব্য তাঁদের হাতে তুলে দেওয়া। প্রাথমিক প্রয়োজন যেমন খাদ্য, পানীয় জল, ওষুধ, পোশাক, ও ঘরবাড়ি মেরামতের সামগ্রী, পশুখাদ্য, রান্না করা খাবার অথবা শুকনো খাবার পৌঁছে দেওয়া। সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। দুর্যোগের পরপরই স্থানীয় প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু, সরিষার তেল, লবণ, বিস্কুট, মুড়ি, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধপত্র। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের থাকার জন্য ত্রিপল, তাবু বা অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। শিশুদের জন্য দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ ও অন্যান্য পুষ্টিকর খাদ্য সামগ্রী। এদিন জেলাশাসক মুক্তা আর্য খানাকুল ২ ব্লকে দুয়ারে ত্রাণ কর্মসূচিতে যোগ দিয়ে খাদ্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের হাতে নতুন বাসনপত্র এবং ছাত্রছাত্রীদের হাতে বইখাতা তুলে দেন।

ছবি:‌ পার্থ রাহা


#Aajkaalonline#floodaffectedareas#hooghly



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24