আজকাল ওয়েবডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। সেমিফাইনালে ৪–১ ব্যবধানে হরমনপ্রীতরা উড়িয়ে দিলেন দক্ষিণ কোরিয়াকে। অপর সেমিফাইনালে ঘটল অঘটন। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চীন। মঙ্গলবার ফাইনালে ভারতের সামনে চীন।
প্রসঙ্গত, চীন এবার আয়োজক দেশ। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দল টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে গেল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকে মাঠে নেমেছিল ভারত। একের পর এক আক্রমণে উঠছিল তারা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোলের সুযোগ পায় ভারত। ১৩ মিনিটের মাথায় সার্কেলে ঢুকে পাস দেন আরাইজিৎ সিং। গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তম সিং। গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধেও চাপ বাড়াতে থাকে ভারত। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তাঁর শট আটকাতে পারেননি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে গোল আসেনি। ২–০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ৩২ মিনিটের মাথায় সুমিতের কাছ থেকে লম্বা বল পান জারমানপ্রীত সিং। বল ধরে সার্কেলে ঢুকে জোরাল শটে গোল করেন তিনি। ৩–০ এগিয়ে যায় ভারত। অবশ্য পরের মিনিটেই খেলায় ফেরে দক্ষিণ কোরিয়া। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইয়াং জিহুন। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। চলতি প্রতিযোগিতায় সাতটি গোল করলেন ভারত অধিনায়ক। সাতটিই পেনাল্টি কর্নার থেকে। ৪–১ গোলে এগিয়ে যায় ভারত। এই ফলেই ম্যাচ জিতে ফাইনালে যায় ভারত।
