শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | RG KAR: ‌আরজি কর কাণ্ডে তৎপর সিবিআই, সন্দীপ সহ গ্রেপ্তার আরও তিন জন 

Rajat Bose | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ১২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সোমবার সন্ধেয় গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু এখানেই শেষ নয়। এদিন রাতে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন বলেও জানা গেছে।

 

 


ধৃতদের মধ্যে আছেন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলি। এছাড়াও ধৃতদের মধ্যে আছেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। পেশায় এই দু’‌জন ব্যবসায়ী বলে জানা গেছে। ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

 


প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল। দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন চলছে। আদালতের নির্দেশে সিবিআই এই মামলার দায়িত্ব নেওয়ার পর সোমবার হল প্রথম গ্রেপ্তারি। এদিন সন্ধেয় সিবিআই গ্রেপ্তার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রাতে জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষা সহ আরও দু’‌জনকে।

 


আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে। জানা গেছে, আরজি কর হাসপাতালের মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। বিপ্লব সিংহের ‘‌মা তারা ট্রেডার্স’‌ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। সপ্তাহখানেক আগে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার বাড়িতে এবং দোকানে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সপ্তাহখানেক আগেই সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় এক সিবিআই অফিসার সংবাদমাধ্যমকে জানান, ‘‌অনেক কিছু পেয়েছি।’‌ 

 

 

অন্যদিকে, সিবিআইয়ের নজরে আগে থেকেই ছিল সন্দীপের দেহরক্ষী আফসার খান। সম্প্রতি তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে সন্দীপের দেহরক্ষী নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। তাঁকে বলতে শোনা যায়, ‘‌দিদি আমাকে পাঠিয়েছেন। দিদিকে ফোন করুন। কারও কাছে নম্বর আছে। দিদি দিদি, সিএম দিদি।’‌ এদিকে, সন্দীপের গ্রেপ্তারির কথা জানতে পেরে খুশি ‘‌তিলোত্তমার’‌ পরিবার। তাঁর বাবা জানান, ‘‌আমার মেয়ে তো দুর্নীতির বলি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পুরো বিভাগকেই আমরা এর জন্য প্রথম থেকে দায়ী করে আসছি। আজ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। আরও যাঁরা জড়িত আছেন তাঁরাও গ্রেপ্তার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।’‌ তিলোত্তমার মা জানিয়েছেন, ‘‌আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি। তাঁকে পুরো ডাক্তার তৈরি করে তারপর হারিয়েছি। এর জন্য পুরো হাসপাতালকেই দায়ী করব। আর এর মাথা সন্দীপ ঘোষ। একটু হলেও এখন আশা পাচ্ছি আমি বিচার পাব।’‌ 

 


##Aajkaalonline##Cbienquiry##Rgkarissue



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ভরা কোটাল থেকে রক্ষা পেল না মুখ্যমন্ত্রীর বাড়িও, হুড়মুড়িয়ে ধুকল জল...

শুক্রবারেই অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, শনিবার থেকে চলবে আংশিক কর্মবিরতি...

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



09 24