আজকাল ওয়েবডেস্ক: আগস্টের শেষ দিন, অর্থাৎ শনিবার কলকাতা মেট্রোর একদিনে আয় হয়েছিল ১.০১ কোটি টাকা। সেদিন দুই মেট্রোর তিন শাখা মিলিয়ে মোট ৬.৭৫ লক্ষ মানুষ যাতায়াত করেছিলেন। তবে সেপ্টেম্বরের শুরুতেই ভেঙে গেল আগস্টের শেষ দিনের রেকর্ড। শুধু তাই নয়, মেট্রোর পরিসংখ্যান বলছে, ২ সেপ্টেম্বর, অর্থাৎ সোমবার, সপ্তাহের শুরুর দিন মেট্রোর আয় এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক আয়।

 

 

মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিনেই মেট্রোর তরফ থেকে একটি পরিসংখ্যান দেওয়া হয়। তাতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর একদিন সর্বাধিক আয়ের রেকর্ড রয়েছে ২০১১সালের।

 

২০১১ সালের ১ আগস্ট কলকাতা মেট্রোয় মোট ৪লক্ষ যাত্রী যাতায়াত করেন। সেদিন মেট্রোর আয় হয়েছিল ১ কোটি ৪৭ লক্ষ টাকা। এই বিপুল আয়ের কারণ হিসেব সেইসময় নতুন স্মার্ট কার্ড চালুর কথা বলা হয়েছিল। ২০১১ এর ১ আগস্টের আয় এখনও পর্যন্ত মেট্রোর সর্বাধিক আয়।

 

মেট্রোর পরিসংখ্যান বলছে, ১৩ বছর পরে, ২ সেপ্টেম্বর, কলকাতা মেট্রোর আয় এখনও পর্যন্ত মেট্রোর ইতিহাসে দ্বিতীয় স্থানে রয়েছে। মেট্রো জানিয়েছে, সপ্তাহে শুরুর দিন কলকাতায় মেট্রো রেলের যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন প্রায় ৭ লক্ষ ৫০ হাজার মানুষ। মেট্রোর আয় একদিনে প্রায় ১ কোটি ৩৩ লক্ষ। 

 

এখনও পর্যন্ত মেট্রোয় একদিনের আয়ের তালিকায় তৃতীয় স্থানে ২০১৬ সালের ৯ নভেম্বর। শীতের শুরুতে শহরে সেদিন মেট্রোয় যাতায়াত করেছিলেন অন্তত ৫ লক্ষ ৬৪ হাজার মানুষ। মেট্রোর আয় হয়েছিল সেদিন ১কোটি ২৯ লক্ষ প্রায়।