সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ১২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সোমবার সন্ধেয় গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু এখানেই শেষ নয়। এদিন রাতে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন বলেও জানা গেছে।
ধৃতদের মধ্যে আছেন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলি। এছাড়াও ধৃতদের মধ্যে আছেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। পেশায় এই দু’জন ব্যবসায়ী বলে জানা গেছে। ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তাল। দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন চলছে। আদালতের নির্দেশে সিবিআই এই মামলার দায়িত্ব নেওয়ার পর সোমবার হল প্রথম গ্রেপ্তারি। এদিন সন্ধেয় সিবিআই গ্রেপ্তার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রাতে জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে সন্দীপের ব্যক্তিগত নিরাপত্তারক্ষা সহ আরও দু’জনকে।
আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে। জানা গেছে, আরজি কর হাসপাতালের মেডিক্যাল সাপ্লায়ার বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। বিপ্লব সিংহের ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। সপ্তাহখানেক আগে বিপ্লব সিংহ এবং সুমন হাজরার বাড়িতে এবং দোকানে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সপ্তাহখানেক আগেই সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় এক সিবিআই অফিসার সংবাদমাধ্যমকে জানান, ‘অনেক কিছু পেয়েছি।’
অন্যদিকে, সিবিআইয়ের নজরে আগে থেকেই ছিল সন্দীপের দেহরক্ষী আফসার খান। সম্প্রতি তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে সন্দীপের দেহরক্ষী নিজেকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। তাঁকে বলতে শোনা যায়, ‘দিদি আমাকে পাঠিয়েছেন। দিদিকে ফোন করুন। কারও কাছে নম্বর আছে। দিদি দিদি, সিএম দিদি।’ এদিকে, সন্দীপের গ্রেপ্তারির কথা জানতে পেরে খুশি ‘তিলোত্তমার’ পরিবার। তাঁর বাবা জানান, ‘আমার মেয়ে তো দুর্নীতির বলি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পুরো বিভাগকেই আমরা এর জন্য প্রথম থেকে দায়ী করে আসছি। আজ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। আরও যাঁরা জড়িত আছেন তাঁরাও গ্রেপ্তার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।’ তিলোত্তমার মা জানিয়েছেন, ‘আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি। তাঁকে পুরো ডাক্তার তৈরি করে তারপর হারিয়েছি। এর জন্য পুরো হাসপাতালকেই দায়ী করব। আর এর মাথা সন্দীপ ঘোষ। একটু হলেও এখন আশা পাচ্ছি আমি বিচার পাব।’
নানান খবর
নানান খবর

বেপরোয়া বাসের ধাক্কা, বাইক আরোহীকে পিষেও দিল! কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা

শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে দাউদাউ আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু ২ জনের

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা