বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | River erosion : ভয়াবহ নদী ভাঙনের মুখে সামশেরগঞ্জ ব্লক, তলিয়ে যেতে পারে কয়েকশো গ্রাম

Sumit | ২০ আগস্ট ২০২৪ ১৪ : ৫০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :  সোমবার রাত থেকে ভয়াবহ গঙ্গা নদীর ভাঙনের মুখে পড়েছে মুর্শিদাবাদ জেলার  সামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রাম। সোমবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে মঙ্গলবার দুপুরের মধ্যে প্রায় ৫০ মিটার জমি গঙ্গা নদী গর্ভে তলিয়ে গেছে। গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন আরও বাড়তে পারে এই আশঙ্কায় ইতিমধ্যে নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র সরে যেতে শুরু করেছে প্রায় দশটি পরিবার।

 

 লোহপুর গ্রামের বাসিন্দা গোকুল রবিদাস বলেন," সোমবার রাত সাতটা থেকে গ্রামে হঠাৎই নদী ভাঙন শুরু হয়েছে। আজ সকালের মধ্যে নদী প্রায়  ৫০ মিটার এগিয়ে এসেছে। একটি বাড়ির শৌচালয় ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে।  আরও দশটি বাড়ি যেকোনও সময় তলিয়ে যেতে পারে। তাই ভাঙনের আশঙ্কাতে সকলে নিজেদের বাড়িঘর ভেঙে স্থানীয় এমএসকে এবং অন্যত্র চলে যেতে শুরু করেছে।"

 
এলাকাবাসীর দাবি গত দু'বছরে ওই গ্রামের দিকে গঙ্গা যদি প্রায় দেড় কিলোমিটার এগিয়ে এসেছে। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের প্রধান আয়েশা বিবি বলেন,"ওই এলাকায় গঙ্গা নদীর ভাঙন যদি এখনই বন্ধ না হয় তাহলে ভয়াবহ বিপদের মুখে পড়বে গোটা সামশেরগঞ্জ ব্লক। ইতিমধ্যেই বাঁধের একদম কাছে নদীর স্রোত চলে এসেছে।  যেকোনও সময় তা ভেঙে যেতে পারে। বাঁধ ভেঙে গেলে প্রতাপগঞ্জ ,চাচন্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের কয়েকশো গ্রাম প্লাবিত হতে পারে।"

 
তৃণমূল প্রধান বলেন," কিছুদিন আগে এই এলাকায় বালির বস্তা ফেলে নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল কিন্তু তার মধ্যে নতুন করে ভাঙন শুরু হওয়ায় গোটা কাজটাই জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১২ টি পরিবার অন্যত্র সরে যেতে শুরু করেছে। তাদের জন্য ত্রিপল এবং খাওয়া ব্যবস্থা করা হচ্ছে।"

 
সামশেরগঞ্জের বিডিও সুজিত লোধ বলেন," লোহরপুরে ভাঙনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেচ দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে।  নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন বেশ কিছু পরিবারকে অন্যত্র সরানো হচ্ছে। " তিনি আরও জানান,"গতকাল থেকে ওই গ্রামে গঙ্গা নদীর জলস্তরের খুব বেশি পরিবর্তন হয়নি। জলস্তর কিছুটা না কমলে ওই এলাকায় ফের নতুন করে ভাঙন প্রতিরোধের কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়।"

 


#murshidabad#river erosion



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



08 24