বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Raksha Bandhan: কেউ রাখি পরালেন গাছকে, কেউ আবার হাতিকে, চালসা-গরুমারায় রাখিবন্ধন উৎসব

Kaushik Roy | ১৯ আগস্ট ২০২৪ ২২ : ২৮Kaushik Roy


অতীশ সেন: ঝাড়গ্রামে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য যখন তোলপাড়, ঠিক এই ঘটনার উল্টো ছবি দেখা গেল গরুমারায়। হাতিদের রাখি পরিয়ে তাদের রক্ষা করার শপথ নিয়ে উদযাপিত হল 'রাখি বন্ধন'। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের রামসাই বন বিভাগের মেদলা পিলখানায় থাকা পাঁচ কুনকি হাতিকে পরানো হয় রাখি। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের সহায়তায় বনদপ্তরের পক্ষ থেকে এমন ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অন্যদিকে, সোমবার রাখি উপলক্ষে চালসার টিয়াবনে গাছকে রাখি পরিয়ে দিলেন পরিবেশকর্মীরা।

 

রাখি বন্ধন অনুষ্ঠানের আগে রামশাই ক্যাম্পের পাঁচ কুনকি হাতিকে শিলাবতী, আমনা, রামি, অরণ্য, রাজা'কে দুপুরে স্নান করানো হয়। এর পর খড়িমাটি ও চক দিয়ে চলে তাদের রূপচর্চা। তার পর তাদের নিয়ে যাওয়া হয় কালীপুর ইকো ভিলেজে। সেখানে মাহুতদের সাহায্য নিয়ে ঢাউস আকারের রাখি হাতিদের কপালে পড়িয়ে দিলেন পরিবেশকর্মী ও স্কুল পড়ুয়ারা। অনুষ্ঠানের পর ‘লাঞ্চের’ মেনুতে হাতিদের জন্য ছিল তাদের প্রিয় বিভিন্ন খাবার। হাতিদের পাশাপাশি এদিন মাহুত, পাতাওয়ালা সহ বনকর্মীদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার সুদীপ দে। পাঁচ কুনকি হাতিদের রাখি পরিয়ে বর্তমানে পৃথিবীর বুকে টিকে থাকা বিরাটদেহী এবং অত্যন্ত সংবেদনশীল এই প্রানীদের সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও কচিকাঁচারা এই উদ্যোগকে সাধুবাদ জানান বনকর্মীরা। 

 

 

লাটাগুড়ির পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার জানান, বিগত সাত বছর ধরে রাখিপূর্ণিমার দিনটি তাঁরা এভাবেই উদযাপন করে চলেছেন। বন দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা শপথ নিয়েছেন হাতি রক্ষার। তিনি বলেন, 'চারদিকে যেভাবে হাতি-মানুষ সংঘাত বেড়ে চলছে এবং বিভিন্ন দুর্ঘটনায় হাতিদের মৃত্যু ঘটছে, তা যথেষ্ট চিন্তার।' পাশাপশি, চালসা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি' নামের পরিবেশপ্রেমী সংস্থার কর্মীরা টিয়াবন এলাকার বনাঞ্চলে গিয়ে গাছের গায়ে রাখি পরিয়ে দেয়। সংস্থার পক্ষে মানবেন্দ্র দে সরকার বলেন, 'পরিবেশের অন্যতম প্রধান অঙ্গ গাছ। গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এই বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ।'


#Raksha Bandhan#North Bengal#West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

ট্যাবের টাকার পরে হাওয়া হয়ে যেতে পারে কন্যাশ্রীর টাকাও, সতর্ক করে জেলায়-জেলায় চিঠি রাজ্য প্রশাসনের...

আগে নিজের প্রয়োজন মিটবে, তারপর আলু-পেঁয়াজ রপ্তানি, মূল্যবৃদ্ধি নিয়ে কড়া নির্দেশ মমতার...

জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা ...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



08 24