শনিবার ০৫ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Raksha Bandhan: কেউ রাখি পরালেন গাছকে, কেউ আবার হাতিকে, চালসা-গরুমারায় রাখিবন্ধন উৎসব

Kaushik Roy | ১৯ আগস্ট ২০২৪ ২২ : ২৮Kaushik Roy


অতীশ সেন: ঝাড়গ্রামে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য যখন তোলপাড়, ঠিক এই ঘটনার উল্টো ছবি দেখা গেল গরুমারায়। হাতিদের রাখি পরিয়ে তাদের রক্ষা করার শপথ নিয়ে উদযাপিত হল 'রাখি বন্ধন'। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের রামসাই বন বিভাগের মেদলা পিলখানায় থাকা পাঁচ কুনকি হাতিকে পরানো হয় রাখি। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের সহায়তায় বনদপ্তরের পক্ষ থেকে এমন ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অন্যদিকে, সোমবার রাখি উপলক্ষে চালসার টিয়াবনে গাছকে রাখি পরিয়ে দিলেন পরিবেশকর্মীরা।

 

রাখি বন্ধন অনুষ্ঠানের আগে রামশাই ক্যাম্পের পাঁচ কুনকি হাতিকে শিলাবতী, আমনা, রামি, অরণ্য, রাজা'কে দুপুরে স্নান করানো হয়। এর পর খড়িমাটি ও চক দিয়ে চলে তাদের রূপচর্চা। তার পর তাদের নিয়ে যাওয়া হয় কালীপুর ইকো ভিলেজে। সেখানে মাহুতদের সাহায্য নিয়ে ঢাউস আকারের রাখি হাতিদের কপালে পড়িয়ে দিলেন পরিবেশকর্মী ও স্কুল পড়ুয়ারা। অনুষ্ঠানের পর ‘লাঞ্চের’ মেনুতে হাতিদের জন্য ছিল তাদের প্রিয় বিভিন্ন খাবার। হাতিদের পাশাপাশি এদিন মাহুত, পাতাওয়ালা সহ বনকর্মীদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার সুদীপ দে। পাঁচ কুনকি হাতিদের রাখি পরিয়ে বর্তমানে পৃথিবীর বুকে টিকে থাকা বিরাটদেহী এবং অত্যন্ত সংবেদনশীল এই প্রানীদের সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও কচিকাঁচারা এই উদ্যোগকে সাধুবাদ জানান বনকর্মীরা। 

 

 

লাটাগুড়ির পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার জানান, বিগত সাত বছর ধরে রাখিপূর্ণিমার দিনটি তাঁরা এভাবেই উদযাপন করে চলেছেন। বন দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা শপথ নিয়েছেন হাতি রক্ষার। তিনি বলেন, 'চারদিকে যেভাবে হাতি-মানুষ সংঘাত বেড়ে চলছে এবং বিভিন্ন দুর্ঘটনায় হাতিদের মৃত্যু ঘটছে, তা যথেষ্ট চিন্তার।' পাশাপশি, চালসা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি' নামের পরিবেশপ্রেমী সংস্থার কর্মীরা টিয়াবন এলাকার বনাঞ্চলে গিয়ে গাছের গায়ে রাখি পরিয়ে দেয়। সংস্থার পক্ষে মানবেন্দ্র দে সরকার বলেন, 'পরিবেশের অন্যতম প্রধান অঙ্গ গাছ। গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এই বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ।'


#Raksha Bandhan#North Bengal#West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দলছুট ইলিশ ধরা পড়ল দামোদরে, বিক্রি হল চড়া দামে ...

মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক দুর্নীতি! বিস্ফোরক অভিযোগ এই তৃণমূল বিধায়কের...

আমার দ্বারা এই অপারেশন হবে না, অপারেশন শুরু করে বাইরে বেরিয়ে দাবি চিকিৎসকের, বিপাকে রোগীর পরিবার ...

সোনাঝুরি হাট নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, মন খারাপ হতে পারে পর্যটকদের ...

তলিয়ে গেল ১০টি বাড়ি, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা ...

এবার থেকে আরও বেশি করে গর্বিত হবেন বাঙালিরা, কেন্দ্রের বিশেষ এই স্বীকৃতিতে বাংলার মুকুটে নয়া পালক...

চলছে দুয়ারে ত্রাণ কর্মসূচি, বন্যা দুর্গতদের কাছে পৌঁছল পুজোর জামা...

হাসপাতালে আসেন না সুপার, বদলি করতে স্বাস্থ্য ভবনে চিঠি কর্তৃপক্ষের ...

শুধু আনন্দ নয়, মানসিক প্রশান্তির জন্যও রবীন্দ্র সঙ্গীত খুব প্রয়োজন, আর কী বললেন শিল্পী? ...

ইঁদুরের দৌরাত্ম্যে বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা, পথে নামল অতিরিক্ত পুলিশ ...

পরিত্যক্ত এয়ারফিল্ডে সারাদিন আটকে রইল হাতির দল...

ভার্চুয়াল মাধ্যমে জেলার একগুচ্ছ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

জাল নোট সহ পুলিশের জালে তিন যুবক

স্বামীর ছুরির আঘাতে কান কাটল স্ত্রীর, মহালয়ায় রক্তারক্তি উত্তরপাড়ায়...

বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন? নীতি পুলিশি করে গাছে বেঁধে পেটানো হল ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24