রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: হস্টেলে উদ্ধার ফার্মাসি পড়ুয়ার দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে

Riya Patra | ১৭ আগস্ট ২০২৪ ১৩ : ২৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে তারমধ্যেই প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি থেকে এক প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনা।
 
ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে গত মঙ্গলবার কলেজের হোস্টেলের একটি ঘরে। তবে মৃতের পরিবারের অভিযোগ পুলিশ তাদের কথা শুনে খুনের মামলার রুজু করেনি।  যদিও জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ছাত্র মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই হোস্টেলে গিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেলের বেশ কিছু ছাত্রের উপস্থিতিতে দরজা ভেঙে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল। গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ময়নতদন্তকারী ডাক্তার তাঁর প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছেন ওই ছাত্র আত্মহত্যা করেছে। তবে মৃত ওই ছাত্রের পরিবারের লোকেরা যদি কোনও লিখিত অভিযোগ জানায় পুলিশ সেই তদন্ত করতেও রাজি রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম তৌহিদ করিম(২০)। তার বাড়ি মালদা জেলায় যদুপুর গ্রামে। সে ওই কলেজে ডিপ্লোমা ফার্মেসির প্রথম বর্ষের ছাত্র ছিল।  মৃত ওই যুবকের বাবা রেজাউল করিম বলেন, 'সোমবার রাতে আমার স্ত্রীর সাথে ছেলের শেষবারের মতো কথা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তাকে ফোন করলেও তার ফোনটি বেজে যায়, কেউ উত্তর দেয়নি। আমরা মনে করেছিলাম ছেলে হয়ত অন্য কাজে ব্যস্ত রয়েছে সে পরে 'রিং ব্যাক' করবে।'

পেশায় একটি বেসরকারি সংস্থার গাড়ি চালক রেজাউল বলেন, 'মঙ্গলবার সারাদিন পেরিয়ে গেলেও আমার ছেলে ফোনের কোনও উত্তর দেয়নি। সেদিন আমি কাজের সূত্রে আমি রঘুনাথগঞ্জে থাকায় সন্ধে নাগাদ ছেলের হোস্টেলে চলে আসি। সেখানে এসে চিৎকার চেঁচামেচি শুরু করাতে কলেজ কর্তৃপক্ষ আমার ছেলের খোঁজ শুরু করে। এর কিছুক্ষণ পর আমার ছেলের হোস্টেলের ঘরের ঠিক উল্টো দিকের একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।'

তাঁর অভিযোগ, 'আমার ছেলে মঙ্গলবার সারাদিন নিখোঁজ ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ একবারও কোথাও তার খোঁজ করেনি। প্রায় ১২ ঘণ্টা সে ওই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল। আমরা যখন তার দেহ উদ্ধার করি তখন দেহটি কালো হয়ে গেছিল। আমরা এই ঘটনার ন্যায্য বিচার চাইছি। সঠিক তথ্য সামনে আসুক। কে এই ঘটনা ঘটিয়েছে আমরা তা জানতে চাই।'
যদিও ওই কলেজের সভাপতি দীপক দাস বলেন, 'ছেলেটি ভিডিও কল অন রেখে তার 'প্রেমিকার' সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে। দেহ উদ্ধারের দিন মৃত ওই ছাত্রের পরিবারের কোনও অভিযোগ ছিল না। এখন তারা কেন অন্যরকম কথা বলছে আমরা বুযতে পারছি না।'
তিনি আরও বলেন, 'ঘটনার দিন ওই ছাত্র তার বন্ধুদের বলেছিল সে কোনও কাজে বাইরে যাচ্ছে। মাঝে মধ্যে সে এরকম করত। তাই কেউ তার খোঁজ করেনি। পরে বাড়ির লোক এসে আমাদেরকে বিষয়টি বলতে আমারও খোঁজ শুরু করি। এরপর হস্টেলের তিনতলায় একটি বন্ধ ঘরে তার দেহ উদ্ধার হয়। ওই ঘরটিতে তালা দেওয়া ছিল না।'


#Murshidabad# pharmacy college student's body recovered# pharmacy college#college student



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24