শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১০ আগস্ট ২০২৪ ১৩ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলকে হর ঘর তিরঙ্গায় অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সামাজিক মাধ্যমের ডিপিতে তিরঙ্গার ছবি দিলেন প্রধানমন্ত্রী। এবারে দেশ ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করবে। সকলকেই এবার হর ঘর তিরঙ্গায় অংশ নিতে হরঘরতিরঙ্গা ডট কমে যোগ দিতে বললেন প্রধানমন্ত্রী।
১৯৪৭ সালে ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল ভারত। ব্রিটিশদের হাত থেকে সেদিন দেশ স্বাধীন হয়েছিল। বহু দেশপ্রেমীদের বলিদানের ফলে সেদিন দেশ স্বাধীনতা পেয়েছিল। ২৮ জুলাই নিজের ১১২ তম মন কি বাতে দেশবাসীকে ইতিমধ্যেই হর ঘর তিরঙ্গায় অংশ নিতে অনুরোধ করেছেন।
এখানেই শেষ নয়, নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ফের স্বাধীনতা দিবস আসছে। হরঘরতিরঙ্গায় অংশ নেওয়ার ফের সময় এসেছে। আমি নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করছি। সকলকেই এই অভিযানে অংশ নিতে বলছি। প্রধানমন্ত্রীর এই বার্তার পরই ঝড়ের বেগে নিজেদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন সকলে। বিজেপি নেতা এবং সমর্থকরা ইতিমধ্যেই নিজেদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।