বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Arshad Nadeem:‌ ক্রিকেটার থেকে হয়ে গেলেন জ্যাভলিন থ্রোয়ার, জানুন নাদিমের জীবন কাহিনী

Rajat Bose | ০৯ আগস্ট ২০২৪ ১২ : ২২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ একসময় খেলেছেন ক্রিকেট। টেবিল টেনিসেও ছিলেন দক্ষ। তারপর চলে আসেন অ্যাথলেটিক্সে। কোচের পরামর্শে হয়ে যান জ্যাভলিন থ্রোয়ার। পাকিস্তানের আরশাদ নাদিম বৃহস্পতিবার অলিম্পিকে ৯২.‌৯৭ মিটার বর্ষা ছুঁড়ে জ্যাভলিনে সোনা জিতে নেন। যা রেকর্ড। অলিম্পিকে এর আগে রেকর্ড ছিল ৯০.‌৫৭ মিটার। 



৮৯.‌৪৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া। ম্যাচ শেষে নাদিম–নীরজ দীর্ঘক্ষণ কথা বলেন। নাদিম বলেছেন, ‘‌সব খেলাতেই দুই দেশের মধ্যে রেষারেষি। বিশেষ করে সেটা যদি হয় ক্রিকেট। পাশাপাশি দুই দেশের তরুণরা যদি সংশ্লিষ্ট খেলার সঙ্গে যুক্ত থাকা প্লেয়ারদের থেকে অনুপ্রাণিত হয়, সেটা খুব ভাল।’‌ 


এই প্রথম কোনও পাকিস্তানি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। এর আগে ১৯৮৮ সালে সিওল অলিম্পিকে হুসেন শাহ বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। 


নীরজ–নাদিম এর আগেও পরস্পরের বিরুদ্ধে লড়েছেন। দু’‌জনে খুব ভাল বন্ধুও। কয়েকমাস আগেও নাদিম সোশ্যাল মিডিয়ায় অর্থ সাহায্য চেয়েছিলেন জ্যাভলিন কেনার জন্য। নীরজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফাইনালে সেই নাদিমই ছিলেন ডার্ক হর্স। সোনা জেতার সবচেয়ে বড় দাবিদার ছিলেন নীরজই। কিন্তু ফাইনালে কামাল করে দিলেন নাদিম। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নাদিম। তাঁর কথায়, ‘‌দেশের মানুষকে ধন্যবাদ। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। এক বছর ধরে হাঁটুর চোটে ভুগেছি। সুস্থ হওয়ার পর ফিটনেসের দিকে নজর দিয়েছিলাম। ফাইনালে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম।’‌ নাদিম আরও জানিয়েছেন, ‘‌একসময় ক্রিকেটার ছিলাম। টেবিল টেনিসও খেলেছি। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টেও খেলেছি। তারপর কোচ আমার ভাল স্বাস্থ্য দেখে জ্যাভলিনে চলে আসতে বলে। ২০১৬ থেকে পাকাপাকিভাবে জ্যাভলিনে চলে আসি।’‌ এরপরই মুচকি হেসে নাদিম বলেন, ‘‌জ্যাভলিন ছোঁড়ার সময় আমার অ্যাকশন অনেকটা জোরে বোলারের মতো হয়। অনেকেই বলে থাকে। বিষয়টা উপভোগ করি।’‌ 


#Aajkaalonline#Arshadnadeem#Javelinthrower

নানান খবর

নানান খবর

দূরে সরিয়ে রেখেছেন আইপিএলের আর্থিক প্রলোভন, নিষেধাজ্ঞা নিয়েও চিন্তিত নন, এই তারকা খেলতে চান কেবল দেশের হয়েই, আজকের দিনে বিরল!

একেই বলে প্রত্যাবর্তন, মেসি ম্যাজিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ চারে

ইডেনে ফিরল পিচ বিতর্ক, লখনউ ম্যাচে হারের পর দুই কর্তার কথোপকথন প্রকাশ্যে আসতেই যা হল.‌.‌.‌

খেলায় মন দাও, নইলে পৃথ্বী শ’‌র মতো অবস্থা হবে, যশস্বীকে সাবধানবাণী প্রাক্তন পাক ক্রিকেটারের 

কোন শটে কে সেরা?‌ বীরুর তৈরি তালিকা দেখলে ভিরমি খাবেন

গতির ঝড় তুললেন আর্চার, গিলের উইকেট ওড়ালেন রাজস্থানের তারকা পেসার

পন্থের অখেলোয়াড়োচিত দুষ্টুমিতেই ম্যাচ হেরেছে কলকাতা! লখনউ অধিনায়কের কৌশল নিয়ে তুঙ্গে বিতর্ক

পাঁচটি ম্যাচে ২টিতে জয়, শক্তি বাড়াতে কলকাতা নিল তরুণ তারকাকে, গতির ঝড় তুলতে পারেন বল হাতে

রান নেই রোহিতের ব্যাটে, আইপিএলের মধ্যে দিয়ে এলেন নিজের জার্সি

সামনে ফ্রান্স মানেই বিপজ্জনক মার্টিনেজ, মাঠে নামার আগে সাঁ জাঁকে বিরাট বার্তা আর্জেন্টাইন গোলকিপারের

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন 

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া