বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ আগস্ট ২০২৪ ২০ : ৪৩Rahul Majumder
নিটোল প্রেমের গল্প নিয়ে আসছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবির নাম ‘বাবলি’। সাহিত্যিক বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে নামভূমিকায় রয়েছেন শুভশ্রী। অভিনেত্রীর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। রয়েছেন সৌরসেনী মৈত্র। এই প্রথমবার পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন আবির-শুভশ্রী। তবে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কথা হল এই ছবি তৈরির গল্প নিয়ে, বাবলি উপন্যাস নিয়ে। এবং সেই সূত্রে এল লেখক বুদ্ধদেব গুহ-র সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কিসসাও।
প্রশ্ন: যাঁরা রাজ চক্রবর্তীকে কাছ চেনেন তাঁরা বলেন, মূলধারার বাণিজ্যিক ছবি করার পাশাপাশি বাংলা সাহিত্যের প্রতি ভীষণ টান রয়েছে আপনার?
রাজ: (আলতো হাসি) হ্যাঁ, ঠিকই বলেন। আমরা যে সময় বড় হচ্ছি, তখন গল্পের বই না পড়ে থাকব এটা ভাবাই যেত না। তখনও পড়তাম, আজও নিয়ম করে সময় বের করে পড়ি।
প্রশ্ন: লীলা মজুমদারের ‘টং লিং’ উপন্যাস নিয়ে ছবি বানানোর কথা ঘোষণা করেও পিছিয়ে আসতে হয়েছিল আপনাকে। সেই ফাঁক ভরাট করার জন্যেই কি বাবলি?
রাজ: না, না একেবারেই না। ‘বাবলি’ করার ইচ্ছে ছিল ‘টং লিং’-এরও আগের। তবে বড়পর্দার জন্য নয়, টেলিফিল্ম হিসাবে। সেইমতো বুদ্ধদেব গুহ-র কাছে স্বত্ব কিনতে গিয়েওছিলাম। উনি জানিয়েছিলেন, টেলিফিল্মে এই উপন্যাস ফুটিয়ে তোলা সম্ভব নয়। যদি বড়পর্দার জন্য ‘বাবলি’ তৈরি করি তবেই উনি স্বত্ব দেবেন। সেইমতো সব পরিকল্পনা যখন সারা হল ২০২১ সালে ওঁর থেকে 'বাবলি'র স্বত্ব কিনেছিলাম। ২০২৩-এ ছবিটি বানিয়েছিলাম...২০২৪-এ মুক্তি পাচ্ছে।
প্রশ্ন: ‘বাবলি’কে বড়পর্দায় কীভাবে ফুটিয়ে তোলা উচিত, সেই নিয়ে কোনও পরামর্শ দিয়েছিলেন বুদ্ধদেব গুহ?
রাজ: না, না। উনি খুব রসিক মানুষ ছিলেন। প্রাজ্ঞ তো বটেই। অনেককিছু নিয়ে কথা হয়েছিল ওঁর সঙ্গে। বিশেষ করে জঙ্গল নিয়ে, জঙ্গলের বিভিন্ন ঘটনা নিয়ে...জঙ্গুলে অ্যাডভেঞ্চার নিয়ে। তবে 'বাবলি' উপন্যাস কেন উনি লিখেছিলেন তা জানিয়েছিলেন আমাকে। এক অনুষ্ঠানে বুদ্ধদেব গুহ-কে তাঁর এক পাঠিকা এসে খানিক নালিশের স্বরে জানিয়েছিলেন কেন তাঁর গল্প-উপন্যাসের নায়িকারা সবসময় ছিপছিপে ছাড়ার সুন্দরী তন্বী হয়? কেন মোটাসোটা চেহারার মেয়েদের নায়িকা বানিয়ে লেখেন না? খানিক মোটাসোটা চেহারার সেই পাঠিকার কথা মাথায় রেখেই বাবলি লিখেছিলেন তিনি। আমি এখানে আরও একটি কথা বলতে চাই।
প্রশ্ন: বলুন না!
রাজ: সাহিত্যিক বুদ্ধদেব গুহকে আমরা চিনেছি তাঁর উপন্যাসের মধ্যে দিয়ে। ওঁর লেখা প্রায় সব উপন্যাসই আমার পড়া। তাই মানুষ হিসাবে উনি কেমন ছিলেন, ভালবাসার সংজ্ঞা ওঁর কাছে কী ছিল বা জঙ্গলকে ঠিক উনি কীভাবে দেখতেন...এসব আমরা যাঁরা ওঁর নিবিষ্ট পাঠক তাঁরা জানি। ‘বাবলি’-ও এর বাইরে নয়। তবে বলতে চাই, পরিচালক হিসাবে রাজ চক্রবর্তীর গল্প বলার ধরণে একটি সিগনেচার রয়েছে। গল্প যেভাবে পেশ করি আমি তার মধ্যে একটা ঝকঝকে-তকতকে ব্যাপার থাকবে। একটা মূলধারার ছবির ছোঁয়া থাকবে। আমার কাছে সিনেমা মানে লার্জার দ্যান লাইফ। সবসময় চেয়েছি, দর্শক যেন প্রেক্ষাগৃহ থেকে আমার ছবি দেখে চুটিয়ে আনন্দ করে বেরোন। জটিল গল্পকেও সহজভাবে বলতে পছন্দ করি। আমার ছবির চরিত্ররা সাধারণত খুব রঙিন হয়। ‘ধর্মযুদ্ধ’ খুব সিরিয়াস ছবি হলেও তার মধ্যেও কিন্তু একাধিক গান রয়েছে...এই আর কী। ‘বাবলি’তেও সেই বিষয়টি অনুভব করতে পারবেন দর্শক। আমি এইভাবেই সিনেমা বানাতে চাই।
প্রশ্ন: এভাবেই বানিয়ে যেতে চান ছবি?
রাজ: (জোর গলায়) একদম! এভাবেই বানাব ছবি।
প্রশ্ন: সিনেম্যাটিক কারণে কি 'বাবলি'র চিত্রনাট্যে, সংলাপে বহু পরিবর্তন আনা হয়েছে?
রাজ: একমাত্র সিনেম্যাটিক কারণেই ‘বাবলি’র কিছু সংলাপে সামান্য পরিবর্তন করেছি। খুব সামান্য...একে পরিবর্তনও না বলে বরং বলব যোগ করেছি। এছাড়া ছবির বাকি সব সংলাপ ওঁর উপন্যাসের পাতায় যেমন রয়েছে, ঠিক তেমন রেখেছি।
প্রশ্ন: বুদ্ধদেব গুহ ‘বাবলি’ লিখেছিলেন ১৯৮৪ সালে। আপনার এই ছবিতেও কি সেই সময়টাই ধরা পড়েছে?
রাজ: না। পর্দায় আমি এই গল্পটাকে নিয়ে ফেলেছি ১৯৯৫ সালের আশেপাশে। কিন্তু একটু ফিউশনালও রয়েছে। কিছু কিছু জায়গায় খানিক আধুনিকতার ছোঁয়াও রেখেছি। তাই বলে চরিত্রদের হাতে অবশ্যই মোবাইল ধরিয়ে দিইনি। রাস্তায় বড় বড় হোর্ডিং দেখা যাবে না।
প্রশ্ন: ‘বাবলি’র শুটিং কোথায় কোথায় হয়েছে?
রাজ: ইম্ফল, কোহিমা, ডিমাপুরে ছবির আউটডোর ছিল। উত্তরবঙ্গেও শুটিং করেছি।
প্রশ্ন: ছবিতে পাঁচটি গান। প্রেমের ছবি বলেই এতগুলো গান?
রাজ: আমার তো পরিকল্পনা ছিল ছবিতে তিনটে গান রাখার। কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত যে পাঁচটি গানের সুর দিয়েছেন তার প্রতিটি এতটাই সুন্দর যে শুনে সবকটাই ছবিতে রাখতে বাধ্য হয়েছি বলা যায়। দর্শক-শ্রোতাদেরও খারাপ লাগবে না বলেই আমার বিশ্বাস।
প্রশ্ন: ‘বাবলি’কে বড়পর্দাতেই আনলেন কেন? ওটিটিতে আনা যেত না?
রাজ: ভাল প্রশ্ন। ওটিটিতে আনা যেত না কারণ বাবলি র গল্প খুব সোজাসাপ্টা। প্যাঁচালো, জটিল কিছু নেই। সম্পর্কের টানাপোড়েনের কথা বলবে এই ছবি। ওটিটির ক্ষেত্রে চিত্রনাট্যে সোজাসাপ্টা হলে হবে না, গল্পে নানা স্তর থাকতে হবে। চরিত্রে ধূসরতা লাগবে। এছাড়াও গল্পে থ্রিল চাই, সাসপেন্স চাই!
প্রশ্ন: শেষ প্রশ্ন। ‘বাবলি’ ছাড়া বুদ্ধদেব গুহ-র আরও কোনও লেখা নিয়ে পরিচালক হিসাবে ছবি তৈরি করবেন কি রাজ চক্রবর্তী?
রাজ: অবশ্যই পরিকল্পনা রয়েছে। এবং বড়পর্দার জন্যই। কিন্তু সেসব নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। সময় আসুক, বলব।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
প্রেম করছেন নীলাঙ্কুর-আয়েন্দ্রী! সোশ্যাল মিডিয়ায় কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?...
'...শট শেষে ভ্যানে ডেকেছিলেন শাহরুখ', আর সেখানেই বিপত্তি, শুটিংয়ের অজানা কথা ফাঁস অর্চনার!...
'অনুরাগের ছোঁয়া'র গল্পে বড় চমক! 'সোনা' হয়ে আসছেন টলিপাড়ার কোন নায়িকা?...
টুইস্টেও জমল না, গোহারা হারল 'পর্ণা'! টিআরপি তালিকায় জয় হল কোন ধারাবাহিকের?...
অজয় দেবগণকে চূড়ান্ত গালিগালাজ কাজলের, ভিডিও ভাইরাল নেটপাড়ায়! কোন ঘটনায় মেজাজ হারালেন অভিনেত্রী? ...
হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...
'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...
আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...
কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...
'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...
বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...
অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...
পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...
পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...
বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...