বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Manu Bhaker: ফাইনাল রাউন্ডে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, জানালেন হতাশ মানু

Sampurna Chakraborty | ০৩ আগস্ট ২০২৪ ১৪ : ২৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: পদকের হ্যাটট্রিক হাতছাড়া। রেকর্ডবুকে নাম লেখানোর একধাপ দূরে থেমে গেলেন। একটুর জন্য ফস্কে গেল তৃতীয় ব্রোঞ্জ। ২৫ মিটার পিস্তল ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন মানু ভাকের। শুরুটা ভাল করেছিলেন। মোট নয় সিরিজের মধ্যে মাঝেরগুলোতে ভাল পজিশনে ছিলেন ভারতীয় শুটার। একটা সময় দ্বিতীয় স্থানে উঠে আসেন। মনে হয়েছিল তৃতীয় পদক নিশ্চিত। কিন্তু তীরে এসে তরী ডুবল। অষ্টম সিরিজে হাঙ্গেরির ভেরোনিকা মেজরের সঙ্গে শুট অফে হার মানুর। দুটো শট মিস করেন ভারতের জোড়া ব্রোঞ্জ জয়ী। স্কোর ৩-৪। ঐতিহাসিক হ্যাটট্রিক মিস করায় স্বাভাবিকভাবেই খুবই হতাশ মানু। যা তাঁর চোখে-মুখে, শরীরীভাষাতেই স্পষ্ট। যেন বিশ্বাসই করতে পারছিলেন না। জোড়া ব্রোঞ্জ জয়ের সাফল্য ভুলে তৃতীয় পদক হাতছাড়া হওয়ার হতাশা গ্রাস করে নেয় ২২ বছরের ভারতীয় শুটারকে। আর মাত্র একটা রাউন্ড পেরোতে পারলেই নিশ্চিত ব্রোঞ্জ। ফাইনাল রাউন্ডে দুটো শট মিস হল কেন? মানু বলেন, 'ফাইনাল রাউন্ডে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারই প্রভাব পড়েছে। খুবই খারাপ লাগছে। মেনে নিতে পারছি না। কী বলব বুঝতেও পারছি না।' 

অলিম্পিকের ভেন্যু থেকে লাইভ ইন্টারভিউ দেওয়ার সময়ই আবেগপ্রবণ হয়ে পড়েন মানু। ঠিক মতো কথাও বলতে পারছিলেন না শুরুতে। চোখের কোণে জল চিকচিক করছিল। দেখে মনে হচ্ছিল, যেকোনও সময় কেঁদে ফেলবেন। কিন্তু অনেক কষ্টে ইন্টারভিউ চলাকালীন চোখের জল আটকালেন। তবে আবেগে বুজে আসে গলা। তারমধ্যেই মানু বললেন, 'দুটো পদক জেতায় খুশি। তবে এই মুহূর্তে আমি খুব একটা ভাল জায়গায় নেই।' গত কয়েকদিন ধরে মানুতে মজে গোটা দেশ। তাঁকে নিয়ে যে হইহুল্লোড়, উন্মাদনা হচ্ছে, তার প্রভাব কি খেলায় পড়ল? মানু বলেন, 'আমি সোশ্যাল মিডিয়া, ফোন থেকে নিজেকে দূরে রেখেছিলাম। সুতরাং আমাকে নিয়ে কী চলছে আমি জানি না এবং সেই নিয়ে ভাবিনি।' প্যারিসের মঞ্চ থেকেই পরবর্তী লক্ষ্য সেট করে ফেললেন ভারতীয় শুটার। একইসঙ্গে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান তাঁর টিম, পরিবার এবং বন্ধুবান্ধবদের। মানু বলেন, 'ম্যাচ শেষ হওয়া মাত্রই পরের লক্ষ্য স্থির করে ফেলি। এখানে যা হওয়ার হয়ে গিয়েছে। পরের অলিম্পিকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আরও ভাল করতে হবে। আমার এই সাফল্যের অন্তরালে অনেকের কঠোর পরিশ্রম আছে। আমাকে পোডিয়াম পর্যন্ত পৌঁছে দিতে, ভারতকে পদক এনে দেওয়ার জন্য আমার পুরো টিম প্রাণ লড়িয়ে দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক, মোদি জিও সাহায্য করেছে। আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা পাশে থেকেছে। আশা করছি পরের বার আরও ভাল করতে পারব।' 

নিজের মাকে বিশেষ কৃতজ্ঞতা জানান জোড়া ব্রোঞ্জ জয়ী। মানু বলেন, 'তোমার যাবতীয় আত্মত্যাগের জন্য ধন্যবাদ। তোমার সাপোর্টের জন্যই আমি সকলের ছায়া থেকে বেরিয়ে এই জায়গায় পৌঁছতে পেরেছি। মা, আমি তোমাকে ভালবাসি। সুস্থ থাকো এবং দীর্ঘজীবী হও। আরও যতগুলো বছর, যতগুলো দিন সম্ভব আমার সঙ্গে থাকো।' মেয়ের এই কথা শুনে আবেগে ভেসে যান মানুর মা। নিজের বাড়িতে টিভির পর্দায় মেয়ের হার দেখার পর কান্না চেপে রাখতে পারেননি। কোনওরকমে নিজেকে সামলে চোখ মুছে মানুর মা বলেন, 'তুমি ভাল খেলেছ।‌ শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছো। তুমি আনন্দে থাকো। খুশিতে থাকো। তোমার জন্য আমি গর্বিত। প্রত্যেক বাড়িতে যেন এমন মেয়ে জন্মায়।' প্যারিসকে বিদায় জানানো সময় হয়ে গিয়েছে মানুর। তবে তার আগে তিনি কী করবেন? মানু বলেন, 'সবার আগে আমি লাঞ্চ খাবো। এতদিন সেই সুযোগ পাইনি। ব্রেকফাস্টের পর আর সারাদিন কিছু খেতাম না। একেবারে রাতে ডিনার খেতাম। সেই পরিশ্রম কাজে লাগল না।‌' পদকের হ্যাটট্রিক না হলেও ইতিহাসে নাম উঠে গিয়েছে মানু ভাকেরের। প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিকে জোড়া পদকের পাশাপাশি তিনটে শুটিং ফাইনালের যোগ্যতা অর্জনের রেকর্ড করেন। 


#Manu Bhaker#Shooting#Paris Olympics



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...



সোশ্যাল মিডিয়া



08 24