রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: BIBHAS BHATTACHARYAY | লেখক: DEBKANTA JASH ২৮ জুলাই ২০২৪ ১৫ : ৪৭Debkanta Jash
ডাউন ডায়মন্ড হারবার লোকালে ধোঁয়া। সুভাষগ্রাম স্টেশনে ঢোকার পর নজরে আসে। ব্রেক শু থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বলে রেল জানিয়েছে