রবিবার ১২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

গাছ বিতরণ ঘিরে বিতর্ক তুঙ্গে

রাজ্য | Tree contro : বনমহোৎসব ঘিরে বিতর্ক মুর্শিদাবাদ জেলা পরিষদে, কেন ?

Sumit | ২৫ জুলাই ২০২৪ ১৯ : ৪৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : বনমহোৎসব ২০২৪ উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পরিষদের সমস্ত সদস্যকে ১০০ টি করে চারা গাছ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা পরিষদের বেশিরভাগ সদস্য/সদস্যা এবং ভগবানগোলার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ রেয়াত হোসেন সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জেলা পরিষদ ভবন থেকে সদস্যদের মধ্যে গাছ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সভাধিপতির 'তুঘলকি' আচরণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৭ জন সদস্যের বেশিরভাগ এই গাছ নিতে বহরমপুরে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

মুর্শিদাবাদ জেলা পরিষদের এক তৃণমূল সদস্য বলেন," বুধবার হঠাৎই সভাধিপতির ব্যক্তিগত সহায়ক জেলা পরিষদ সদস্যদের একটি গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান সভাধিপতি নির্দেশ দিয়েছেন বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণের জন্য প্রত্যেক সদস্যকে ১০০টি করে চারা গাছ দেওয়া হবে এবং দ্রুত সেই গাছগুলো জেলা পরিষদ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য।" 


ওই সদস্য বলেন ,"জেলা পরিষদের ৭৭ জন সদস্যকে ১০০টি করে গাছ দেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত সভাধিপতি সম্পূর্ণ একাই নিয়ে নিলেন। তার আগে জেলা পরিষদের সাধারণ সদস্যদের সাথে তিনি আলোচনা করার প্রয়োজনই বোধ করেননি। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সদস্যরা কী করে গাছ নিতে আসবে এবং গাছ পরিবহন খরচ কে দেবে কিছুই আমাদের জানা নেই।" 


মুর্শিদাবাদ জেলা পরিষদের ১৫ নম্বর আসনের তৃণমূল সদস্যা চেসমিনা পারভিন বলেন,"প্রায় ১ বছর আগে জেলা পরিষদের সভাধিপতির আসনে বসার পর থেকে রুবিয়া সুলতানা কোনও দিন কোনও বিষয় নিয়ে সাধারণ সদস্যদের সঙ্গে আলোচনাতেই বসেননি। উনি সম্পূর্ণ নিজের ইচ্ছামত জেলা পরিষদ চালাচ্ছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি গাছ নিতে বহরমপুর যাব না। " 

ডোমকল মহকুমা থেকে নির্বাচিত তৃণমূলের অপর এক জেলা পরিষদ সদস্য বলেন," মুর্শিদাবাদ জেলা পরিষদের আগের বোর্ডও তৃণমূল কংগ্রেস চালিয়েছে। সেই সময় প্রায় সমস্ত বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হত। কী গাছ কেনা হচ্ছে , কত টাকা খরচ হচ্ছে -কিছুই আমাদের জানা নেই। এর প্রতিবাদে আমরাও গাছ নিতে যাব না। " 


মুর্শিদাবাদের ফরাক্কা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা মহসিনা খাতুন বলেন," ফরাক্কা দিকে বহরমপুরে একটি গাড়ি ভাড়া করে ১০০ টি গাছ আনতে গেলে প্রায় ৫-৬ হাজার টাকা খরচ হবে। তার থেকে অনেক কম টাকাতে আমরা স্থানীয়ভাবে গাছ কিনে তা লাগাতে পারব। জেলা পরিষদের সভাধিপতি একাই সিদ্ধান্ত নিয়ে নিলেন বহরমপুর থেকে গাছ বিতরণ করা হবে, অথচ তার আগে একবারও আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। সভাধিপতি 'তুঘলকের' মত জেলা পরিষদ চালাচ্ছেন। " 


জেলা পরিষদের আরও এক তৃণমূল সদস্য বলেন," বর্ষাকালে গ্রামাঞ্চলের বহু মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছু কিছু জায়গায় ত্রিপল এবং ত্রাণ দেওয়া হচ্ছে অথচ আমাদের মত জেলা পরিষদের সাধারণ সদস্যরা মানুষকে কোনওভাবে সাহায্য করতে পারছি না। সভাধিপতি আমাদের সঙ্গে দেখাও করেন না , সহযোগিতাও করেন না।" 


বনমহোৎসব উপলক্ষ্যে জেলা পরিষদের অফিস থেকে গাছ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ,রেয়াত হোসেন সরকারকে এই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। তিনি বলেন ,"আমি বিতর্কে জড়াতে চাই না। তবে চারা গাছ কারা দিচ্ছে, কে বিতরণ করছে এই বিষয়ে আমার কিছুই জানা নেই। "


গোটা বিষয়টি নিয়ে সভাধিপতির প্রতিক্রিয়া জানতে তাঁর সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াটসঅ্যাপ মেসেজের তিনি জবাব দেননি।


#Murshidabad



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...

নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...

১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...

ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24