রবিবার ২৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৩ জুলাই ২০২৪ ১২ : ২৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ভরতপুর–১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম এবং ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমানকে তাঁদের পদ থেকে সরানো না হলে আপাতত আর নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে যাবেন না সেখানকার বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদ জেলায় ২১ জুলাইয়ের একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এমনটাই জানিয়েছেন তৃণমূলের এই বিধায়ক।
দলের শীর্ষ নেতৃত্বের উপর ‘চাপ’ সৃষ্টি করতে ভরতপুর বিধানসভা কেন্দ্রে ২১ জুলাইয়ের কোনও প্রস্তুতি সভা না করে রেজিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুরে শুক্রবার একটি প্রস্তুতি সভা করেছেন হুমায়ুন কবীর।
যদিও রেজিনগরে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করার জন্য তিনি দলীয় নেতৃত্বের কাছ থেকে কোনও অনুমোদন নেননি বলেই জানা গেছে।
এদিকে, তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর হুমায়ুনকে আর নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে দেখতে পাওয়া যায়নি। তিনি এখনও পর্যন্ত নিজের বিধানসভা কেন্দ্রের নেতা কর্মীদের নিয়ে ২১ জুলাইয়ের কোনও প্রস্তুতি বৈঠক বা আলোচনা করেননি বলেই জানা গেছে। সেখানকার যাবতীয় প্রস্তুতি দেখছেন ভরতপুরের দুটি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতিরা। তবে রেজিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুর এলাকায় শুক্রবার হুমায়ুন কবীর দলের নেতা কর্মীদের নিয়ে ২১ জুলাইয়ের যে প্রস্তুতি বৈঠক সারেন, সেখানে স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বা বেলডাঙা (পশ্চিম) ব্লক সভাপতি গোলক ব্যানার্জিকে দেখতে পাওয়া যায়নি।
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে যে দীর্ঘদিন নিজের বিধানসভা এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না তা মেনে নিয়েছেন ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘হুমায়ুন কবীর ভরতপুর বিধানসভা কেন্দ্রে ২১ জুলাইয়ের কোনও প্রস্তুতি সভা বা বৈঠক করেছেন বলে আমার জানা নেই। কেন তিনি আসছেন না তার উত্তর আমাদের জানা নেই।’
তবে তৃণমূল সুত্রের খবর, হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ অনুগামীরা তাঁর শিবির ছেড়ে ব্লক সভাপতির শিবিরে যোগদান করায় ভরতপুরে হুমায়ুন কবীরের রাজনৈতিক কর্তৃত্ব প্রায় শূন্যে এসে ঠেকেছে।
অন্যদিকে তাঁকে না জানিয়েই হুমায়ুন কবীর শক্তিপুরে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেছেন তা মেনে নিয়েছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তিনি বলেন, ‘হুমায়ুন আমাকে কিছু জানায় না। ও দলের কাউকেই কিছু জানায় না। উনি নিজের মত চলেন।। আগামী সোমবার ২১ জুলাইয়ের একটি প্রস্তুতি সভায় অংশগ্রহণ করার জন্য ফিরহাদ হাকিম বেলডাঙাতে আসবেন। সেখানে আমরা হুমায়ুন কবীরের কীর্তিকলাপ তাঁকে জানাবো।’
অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘রেজিনগর বিধানসভা কেন্দ্র তৈরির পর আমিই সেখানকার প্রথম বিধায়ক। তবে দলীয় সিদ্ধান্ত মেনে ২০২১ সালে আমি ভরতপুরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছি।’ তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভরতপুর ১ এবং ২ নম্বর ব্লকের সভাপতিদের পরিবর্তনের আবেদন জানিয়েছি। এরা পঞ্চায়েত নির্বাচনেও আমার বিরোধিতা করেছিলেন। নেতৃত্বের এই পরিবর্তন না হলে আমি আপাতত ভরতপুরে যাবও না এবং তাদের বিরুদ্ধে কথা বলে কোনও বিতর্কেও জড়াবো না।’
হুমায়ুন আরও বলেন, ‘রেজিনগর বিধানসভা এলাকায় আমি সাবলীলভাবে চলাফেরা করতে পারি এবং এখান থেকেই আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানেই আমার বাড়ি। আমার ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড আমি রেজিনগর থেকেই করব। পরিস্থিতি বিবেচনা করে আমার পরবর্তী সিদ্ধান্ত ২০২৬–এর বিধানসভা নির্বাচনের আগে নেব।’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিয়েতে নাছোড় যুবক, হুমকিতে কাজ না হওয়ায় তরুণীকে তুলে নিয়ে যাওযার ছক, যা হল তারপর...
তৈরি হবে গভীর নিম্নচাপ! কতটা প্রভাব বাংলার শীতে? বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? ...
বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...
মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...
দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...
রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...
চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...
'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...
কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...
সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...
অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...
হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...
দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...
বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......
ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...
শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...
দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...