বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: সভাপতি পরিবর্তন না হলে যাবেন না নিজের বিধানসভা কেন্দ্রে, গোঁ ধরলেন ‌‌হুমায়ুন কবীর

Rajat Bose | ১৩ জুলাই ২০২৪ ১২ : ২৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের ভরতপুর–১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম এবং ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমানকে তাঁদের পদ থেকে সরানো না হলে আপাতত আর নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে যাবেন না সেখানকার বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদ জেলায় ২১ জুলাইয়ের একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এমনটাই জানিয়েছেন তৃণমূলের এই বিধায়ক। 
দলের শীর্ষ নেতৃত্বের উপর ‘‌চাপ’‌ সৃষ্টি করতে ভরতপুর বিধানসভা কেন্দ্রে ২১ জুলাইয়ের কোনও প্রস্তুতি সভা না করে রেজিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুরে শুক্রবার একটি প্রস্তুতি সভা করেছেন হুমায়ুন কবীর। 
যদিও রেজিনগরে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করার জন্য তিনি দলীয় নেতৃত্বের কাছ থেকে কোনও অনুমোদন নেননি বলেই জানা গেছে। 



এদিকে, তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর হুমায়ুনকে আর নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে দেখতে পাওয়া যায়নি। তিনি এখনও পর্যন্ত নিজের বিধানসভা কেন্দ্রের নেতা কর্মীদের নিয়ে ২১ জুলাইয়ের কোনও প্রস্তুতি বৈঠক বা আলোচনা করেননি বলেই জানা গেছে। সেখানকার যাবতীয় প্রস্তুতি দেখছেন ভরতপুরের দুটি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতিরা। তবে রেজিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুর এলাকায় শুক্রবার হুমায়ুন কবীর দলের নেতা কর্মীদের নিয়ে ২১ জুলাইয়ের যে প্রস্তুতি বৈঠক সারেন, সেখানে স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বা বেলডাঙা (পশ্চিম) ব্লক সভাপতি গোলক ব্যানার্জিকে দেখতে পাওয়া যায়নি। 



ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে যে দীর্ঘদিন নিজের বিধানসভা এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না তা মেনে নিয়েছেন ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘‌হুমায়ুন কবীর ভরতপুর বিধানসভা কেন্দ্রে ২১ জুলাইয়ের কোনও প্রস্তুতি সভা বা বৈঠক করেছেন বলে আমার জানা নেই। কেন তিনি আসছেন না তার উত্তর আমাদের জানা নেই।’‌ 
তবে তৃণমূল সুত্রের খবর, হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ অনুগামীরা তাঁর শিবির ছেড়ে ব্লক সভাপতির শিবিরে যোগদান করায় ভরতপুরে হুমায়ুন কবীরের রাজনৈতিক কর্তৃত্ব প্রায় শূন্যে এসে ঠেকেছে। 
অন্যদিকে তাঁকে না জানিয়েই হুমায়ুন কবীর শক্তিপুরে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেছেন তা মেনে নিয়েছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তিনি বলেন, ‘‌হুমায়ুন আমাকে কিছু জানায় না। ও দলের কাউকেই কিছু জানায় না। উনি নিজের মত চলেন।। আগামী সোমবার ২১ জুলাইয়ের একটি প্রস্তুতি সভায় অংশগ্রহণ করার জন্য ফিরহাদ হাকিম বেলডাঙাতে আসবেন। সেখানে আমরা হুমায়ুন কবীরের কীর্তিকলাপ তাঁকে জানাবো।’‌ 



অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‌রেজিনগর বিধানসভা কেন্দ্র তৈরির পর আমিই সেখানকার প্রথম বিধায়ক। তবে দলীয় সিদ্ধান্ত মেনে ২০২১ সালে আমি ভরতপুরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছি।’‌ তিনি বলেন, ‘‌মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভরতপুর ১ এবং ২ নম্বর ব্লকের সভাপতিদের পরিবর্তনের আবেদন জানিয়েছি। এরা পঞ্চায়েত নির্বাচনেও আমার বিরোধিতা করেছিলেন। নেতৃত্বের এই পরিবর্তন না হলে আমি আপাতত ভরতপুরে যাবও না এবং তাদের বিরুদ্ধে কথা বলে কোনও বিতর্কেও জড়াবো না।’‌ 
হুমায়ুন আরও বলেন, ‘‌রেজিনগর বিধানসভা এলাকায় আমি সাবলীলভাবে চলাফেরা করতে পারি এবং এখান থেকেই আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানেই আমার বাড়ি। আমার ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ড আমি রেজিনগর থেকেই করব। পরিস্থিতি বিবেচনা করে আমার পরবর্তী সিদ্ধান্ত ২০২৬–এর বিধানসভা নির্বাচনের আগে নেব।’‌ 






বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...



সোশ্যাল মিডিয়া



07 24