মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | উদ্বোধনের ৪ মাস পরেও নশিপুর ব্রিজ দিয়ে চালু হয়নি যাত্রীবাহী ট্রেন চলাচল, আন্দোলন শুরু

Pallabi Ghosh | ২৬ জুন ২০২৪ ১৪ : ০৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডে: উদ্বোধনের পর প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনও মুর্শিদাবাদ জেলাতে ভাগীরথী নদীর উপর নশিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। দ্রুত এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরুর দাবিতে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ স্টেশনের সামনে আন্দোলনে নেমেছে মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টেশনের কাছে আমরণ অনশন শুরু করেছেন সংগঠনের সদস্য ফরাজ আলি নামে এক ব্যক্তি।
প্রসঙ্গত - ২০০৪ সালের ডিসেম্বর মাসে নশিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তবে পরবর্তী সময়ে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন এই ব্রিজের কাজ বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিটিয়ে রেললাইন পাতার কাজ শেষ করা হয় এবং গত ২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করেন।
তবে মার্চ মাসে রেল ব্রিজের উদ্বোধন হয়ে গেলেও জুন মাসের শেষ সপ্তাহে সব এই ব্রিজ দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেনি। মুর্শিদাবাদের বহু মানুষের অভিযোগ- এই ব্রিজ তৈরি হওয়ার ফলে জেলাবাসীর কোনও লাভই হয়নি। প্রসঙ্গত- মুর্শিদাবাদের জেলার লালবাগ শহরের কাছে নশিপুর এলাকাতে এই ব্রিজ, শিয়ালদহ - লালগোলা শাখাকে আজিমগঞ্জ শাখার সাথে যুক্ত করেছে। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার সময় বেশ কিছুটা কমবে বলে অনেকের ধারণা।
মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক শামসের খান বলেন, 'ব্রিজ উদ্বোধনের কয়েক মাস পার হয়ে গেল এখনও তার উপর দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলছে না। কেবলমাত্র কিছু মালগাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। দ্রুত এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দাবিতে আজ থেকে আমরা আন্দোলনের শুরু করেছি। আমাদের সদস্য ফরাজ আলি আমরণ অনশন শুরু করেছেন।'
তিনি অভিযোগ করেন, 'আরপিএফ এবং রেলের আধিকারিকেরা আমাদেরকে মুর্শিদাবাদ চত্বরে স্টেশন চত্বরে আন্দোলন করার অনুমতি দিচ্ছে না। তাই এই গরমে আমরা রাস্তার ওপর ঠাঁই দাঁড়িয়ে আন্দোলন করছি।'
অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নেই আন্দোলনকে 'ভন্ডামি' বলে দাবি করে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, 'রেলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জুলাই মাস থেকে ওই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের সবুজ সঙ্কেত দেওয়ার আগে মালগাড়ি চালিয়ে কর্তৃপক্ষ দেখে নিতে চাইছে, লাইন কোথাও বসে যাচ্ছে কিনা বা লাইনে কোনও অংশে ত্রুটি রয়েছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকে তা ঠিক করে নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার সাথে রেল কোনও সমঝোতা করতে রাজি নয়।'
তিনি বলেন, 'আর মাত্র কয়েকদিন পরই এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তাই দিনক্ষণ দেখে ওই সংগঠনের সদস্যরা এখন আন্দোলনে নেমেছে, যাতে তাঁরা প্রমাণ করতে পারেন তাদের আন্দোলনের ফলেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল। এটা মিথ্যাচার এবং সাধারন মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়।'




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...

পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে...

কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...

স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...

চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...

বিএসএফ নিষ্ক্রিয়, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুরপ্রধানের...

হঠাৎ জল ছাড়ল ডিভিসি, বিস্তীর্ণ আলু চাষের জমি জলের তলায়, মাথায় হাত কৃষকদের ...

নিরীহ গ্রামবাসীর উপর গুলি এবং সরকারি কর্মীকে অফিসের মধ্যে মারধর, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ...

১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ গ্রামীণ শ্রমিকদের ...

ঘুরতে যাওয়ার মরশুমে হাতছানি দিচ্ছে সুন্দরবন, পিকনিক মুডে ছুটি কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের...



সোশ্যাল মিডিয়া



06 24