বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Indian Football: স্টিমাচের সমালোচনায় জাতীয় দলের দুই প্রাক্তন তারকা

Sampurna Chakraborty | ২২ জুন ২০২৪ ১৮ : ৪৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি এবং কর্তাদের মুণ্ডুপাত করেন ইগর স্টিমাচ। তাঁদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন। বিশেষ করে আক্রমণ করেন সভাপতি কল্যাণ চৌবেকে। ছাড়েননি ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়নকেও। বিদায়ী কোচের এমন কাণ্ড মেনে নিতে পারছেন না দীপেন্দু বিশ্বাস, আলভিটো ডি'কুনহা। জাতীয় দলের দুই প্রাক্তন তারকাই ক্ষিপ্ত। দু'জনই একসময় কলকাতা ময়দান দাপিয়ে বেড়িয়েছেন। বহু দেশি, বিদেশি কোচের তত্ত্বাবধানে খেলেছেন। কিন্তু প্রথমবার এইধরনের ঘটনার সাক্ষী। কোনওভাবেই ইগর স্টিমাচকে সমর্থন করছেন না দীপেন্দু, আলভিটো। হাই-প্রোফাইল ক্রোয়েশিয়ান কোচকে একহাত নিলেন দু'জনেই। দীপেন্দু বলেন, 'সরিয়ে দেওয়া হয়েছে বলে এখন এইসব বলছেন। কিন্তু ওনার কথা আমরা শুনব কেন? ভারতীয় ফুটবলের উন্নতি করার পর এই অভিযোগ আনলে তাও শোনা যেত। কিন্তু যে এখানকার ফুটবলকে আরও নীচে নামিয়ে দিয়েছে, তাঁর কথায় গুরুত্ব দেওয়ার মানে হয় না। যখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভারতের ব়্যাঙ্কিং ৯৫ ছিল। এখন সেটা নেমে ১২৪ হয়েছে। যদি ভারত ৮০-৯০ এ থাকত, তাহলে ওনার বলার অধিকার ছিল। নিজে কী করেছে আগে সেটা দেখুক। ওনাকে রাখা মানে প্রতিদিন প্রায় এক লক্ষ টাকার বেতন গোনা। এই রেজাল্টের পরও কেন দেওয়া হবে?' আইএম বিজয়নকে নিয়ে করা মন্তব্যও মানতে পারছেন না দীপেন্দু। বলেন, 'আমাদের দেশের অন্যতম সেরা ফুটবলার বিজয়ন। টেকনিক্যাল কমিটিতে তো ফুটবলাররাই থাকবে।' আর বিদেশি নয়, জাতীয় দলে স্বদেশী কোচের পক্ষে দীপেন্দু। তিনি মনে করেন, ক্লিফোর্ড মিরান্ডা, মহেশ গাউলির ভারতের কোচ হওয়ার যোগ্যতা রয়েছে। দীপেন্দু বলেন, 'পিকে স্যার, নঈম স্যার, রহিম স্যারদের মতো সফল ভারতীয় কোচ ছিল একসময় জাতীয় দলে। সব বিদেশি কোচই যে খারাপ, সেটা বলছি না। আমাদের এখানে মিলোভ্যান, আক্রামভের মতো কোচেরাও এসেছে। আমি নিজে আক্রামভের কোচিংয়ে খেলেছি। তবে আমার মনে হয়, এবার ভারতীয় কোচ নিযুক্ত করা উচিত। ক্লিফোর্ড মিরান্ডা, মহেশ গাউলিরা যথেষ্ট যোগ্য।' 

জাতীয় দলের জন্য ভারতীয় কোচ নেওয়ার পক্ষপাতী নয় অ্যালভিটো‌। ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মনে করেন, সেক্ষেত্রে পুরো কন্ট্রোল ক্লাবের হাতে চলে যাবে। অ্যালভিটো‌ বলেন, 'ভারতীয় কোচরা যোগ্য। তবে আমরা সাদা চামড়াকে বেশি গুরুত্ব দিই। জাতীয় দলের কোচ ভারতীয় হলে ক্লাবগুলো তাঁকে মানবে না। প্লেয়ার ছাড়বে না, বিভিন্ন অনুরোধ করবে। পুরো কন্ট্রোলটাই ক্লাবগুলোর হাতে চলে যাবে। বিদেশি কোচ থাকলে সেটা হবে না।' জাতীয় দলে বিদেশি কোচের পক্ষে হলেও স্টিমাচকে একহাত নেন আলভিটো। প্রশ্ন তোলেন, সিস্টেমের অঙ্গ থাকাকালীন কেন এই প্রশ্নগুলো তোলেননি? আলভিটো বলেন, 'স্টিমাচ কেন এখন এত কিছু বলছেন? যখন কোচ ছিলেন কেন তখন বলেননি? টেকনিক্যাল কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সুনীল এবং কিছু সিনিয়র প্লেয়ারদের নিয়ে বলেছেন, জিপিএস নিয়ে মন্তব্য করেছেন। অসুবিধার কথা ফেডারেশন কর্তাদের জানায়নি কেন? তখন আমাদের সব সুবিধা ভোগ করেছেন। এত যখন সমস্যা ছিল, উনি জানতেন ভারতীয় ফুটবলের উন্নতি হবে না, তাহলে আগেই পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল। পদ আঁকড়ে পড়ে ছিলেন কেন? তাঁকে বরখাস্ত করার পরও ২০২৬ পর্যন্ত বেতন চাইছেন। এরপরও আমাদের লুটে নিতে চান।'

নাগরিক স্বাস্থ্য সংঘের উদ্যোগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে এসে ইগর স্টিমাচ সম্বন্ধে মন্তব্য করেন বাংলার দুই প্রাক্তন তারকা ফুটবলার। শনিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত আশি জন চোখ পরীক্ষা করান। তাঁদের মধ্যে ক্লাবের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ময়দানে কাজ করা নানান সংবাদমাধ্যমের সাংবাদিকরাও এসেছিলেন। ময়দানের মালি ও অন্যান্য কর্মীদের জন্যও চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে উৎসাহ দিয়ে গেলেন দুই ভারত সেরা প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা এবং দীপেন্দু বিশ্বাস। এ ছাড়াও ছিলেন নাগরিক স্বাস্থ্য সংঘের সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল, সহ সভাপতি ইন্দ্রকুমার ডাগা এবং সংস্থার সচিব বিকাশ চান্ডাক। মেডিকেল কলেজের বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ মানস পাল চোখ পরীক্ষা করেন। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...



সোশ্যাল মিডিয়া



06 24