শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ জুন ২০২৪ ১৩ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ পর্ব অতীত। সুপার এইটের অভিযান শুরু। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। নিউ ইয়র্কে তিনটে ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজে সম্পূর্ণ ভিন্ন পরীক্ষা। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পেস সহায়ক পিচে খেলতে হয়েছে ভারতীয় দলকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উইকেট একটু মন্থর। স্পিনারদের সাহায্য করে। তাই বার্বাডোজে পিচের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হবে রোহিতদের। যদিও আগে এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের। নিউ ইয়র্কে লো স্কোরিং ম্যাচ হলেও, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বড় রান তোলা কঠিন নয়। ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পাবে। পিচ ভিন্ন হলেও উইনিং কম্বিনেশন হয়তো ধরে রাখা হবে। রোহিতের সঙ্গে বিরাটকেই ওপেন করতে দেখা যেতে পারে। দলে শিবম দুবের মতো একজন বাড়তি অলরাউন্ডার খেলাতে এই কম্বিনেশনে খেলছে ভারত। তবে কোহলির ব্যাটে রান নেই। তিন ম্যাচে মাত্র ৫ রান করেছেন। অনেকেই তাঁকে পছন্দের ওয়ান ডাউনে দেখতে চাইছে। কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ। আফগানদের বিরুদ্ধেও রোহিতের সঙ্গে তাঁর ওপেন করার সম্ভাবনাই বেশি। আইপিএলে দারুণ ফর্মে ছিলেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীও হন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আবার চেনা বিরাটকে পাওয়ার অপেক্ষায় থাকবে ভক্তরা।
বার্বাডোজের কেনিস্টন ওভালে স্পিনাররা সাহায্য পাবে। তবে দলের দুই স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের খেলার সম্ভাবনা কতটা? আফগানিস্তানের বিরুদ্ধে নেই বললেই চলে। অগ্রাধিকার পাবে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। গ্রুপ পর্বে প্রয়োজনে রান করেছেন এবং উইকেট নিয়েছেন অক্ষর। কিন্তু জাদেজা একেবারে অফফর্মে। আইপিএলেও এবার নজর কাড়তে পারেননি। কিন্তু ব্যাটিংয়ের কথা ভেবে তাঁকেই খেলানো হবে। সুপার এইটের আগে অনুশীলনে বাড়তি জোর দিতে দেখা যায় জাড্ডুকে। তবে দলে একজন পেসার কমানো হতে পারে। মহম্মদ সিরাজের জায়গায় খেলানো হতে পারে কুলদীপকে। সেক্ষেত্রে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। দেশের জার্সি গায়ে চাপাতেই ফর্মে ফেরেন। চলতি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হার্দিক। তাই তাঁর ওপর ভরসা রাখা যেতেই পারে। হাত ঘোরাতে পারেন শিবম দুবেও। তাই একজন বাড়তি স্পিনার খেলাতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত টি-২০ বিশ্বকাপ থেকেই দারুণ খেলছে আফগানিস্তান। তাই রশিদ খানদের হেলাফেলা করার কোনও জায়গা নেই। বরং বাড়তি সতর্ক থাকবে ভারতীয় শিবির।
নানান খবর
নানান খবর

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলে বিরল নজির পতিদারের, এই কৃতিত্ব শচীন বা বিরাটেরও নেই

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?