শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Sebi : সেবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

Sumit | ১৯ জুন ২০২৪ ১৯ : ০২Sumit Chakraborty


বীরেন ভট্টাচার্য, দিল্লি : এক্সিট পোলকে কাজে লাগিয়ে শেয়ার বাজারকে প্রভাবিত করে ছোটো লগ্নিকারীদের সর্বশান্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল। গতকাল মুম্বইয়ে সেবির দপ্তরে গিয়ে তদন্তের দাবি জানিয়ে এসেছে তৃণমূল, এনসিপির শারদ পাওয়ার গোষ্ঠী এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। তবে এখানেই থেমে থাকতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ এবং সাংসদ সাকেত গোখলে জানান, এক্সিট পোল এবং শেয়ার বাজার নিয়ে বিস্তারিত তদন্ত করতে হবে সেবিকে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হবে তৃণমূল সহ অন্যান্য দলগুলি।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ীরা বড় অঙ্কের মুনাফা করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদরা। সাগরিকা ঘোষ বলেন, "৩১ মে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের অঙ্ক দ্বিগুণ করে দিয়েছিলেন। সেদিন ২৫ বছরে রেকর্ড পরিমাণ বিনিয়োগ হয়েছিল।" তাঁর বক্তব্য, ১ জুন এক্সিট পোল আসবে বলেই বিনিয়োগের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়েছিল। তাঁর প্রশ্ন, "এক্সিট পোলের ব্যাপারে তাঁরা কি অবগত ছিলেন? সেই সমস্ত নির্দিষ্ট ব্যবসায়ীদের কি জানা ছিল এক্সিট পোলে কী হতে চলেছে?" এই সমস্ত প্রশ্নের জবাব চায় তৃণমূল। তারজন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের দুই সাংসদ। সাকেত গোখলে বলেন, "একটি অংশের লগ্নিকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার অর্থ একটাই যে, অপর একটি অংশ লাভবান হয়েছেন। সেই অংশের তালিকায় কে"? এক্সিট পোল এবং শেয়ার বাজারের তদন্তকে অন্যতম বড় দুর্নীতি বলে মনে করছেন তৃণমূল। পাশাপাশি তৃণমূল সাংসদদের দাবি, ষড়যন্ত্র করে একটি অংশের মুনাফা বৃদ্ধির জন্যই এভাবে এক্সিট পোল মারফৎ শেয়ার বাজারকে প্রভাবিত করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শেয়ার বাজারে লগ্নির আহ্বানকেও অন্যতম কারণ বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।  

শেয়ার বাজার দুর্নীতি নিয়ে আগামী সংসদের অধিবেশনে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলিকে সঙ্গে প্রতিবাদে সামিল হবে তৃণমূল। আগামী ২৪ জুন শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেদিন শেয়ার বাজার ও এক্সিট পোল থেকে শুরু করে নিট এবং অন্যান্য কেলেঙ্কারিগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ জানাবে ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি। তৃণমূলের সঙ্গে প্রতিবাদে সামিল হবে শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। তবে অন্যান্য দলগুলিকেও প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তৃণমূলের তরফে। পাশাপাশি নিট নিয়েও সংঘবদ্ধভাবে আন্দোলন করবে ইন্ডিয়া শিবির। ডিএমকের নেতৃত্বে আন্দোলনে সামিল হবে তৃণমূল। একদিকে, সেবি নিয়ে আন্দোলনের নেতৃত্বে থাকবে তৃণমূল। সেখানে যোগ দেবে এনসিপি, শিবসেনা। অন্যদিকে নিট নিয়ে ডিএমকের নেতৃত্বে আন্দোলনে সামিল হবে তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ্য, নিট নিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে আম আদমি পার্টি। কংগ্রেসের তরফে নিট কেলেঙ্কারি নিয়ে নানান কর্মসূচী নেওয়া হয়েছে। সমাজবাদী পার্টি এখনও পর্যন্ত তাদের অবস্থান না জানালেও, ইন্ডিয়ার আন্দোলনে তারা সামিল হবে বলেই দাবি জোটের নেতাদের।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

নিত্যদিন ত্রিপুরায় আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী, মাস্টারমাইন্ড ধরতে কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ...

ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি হচ্ছে লড়াই, মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি জোট...

এবার থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজকে রূপ দেওয়া যাবে টেক্সটের, কীভাবে ব্যবহার করবেন?...

ভারত-কানাডার কূটনৈতিক উত্তেজনা চড়ছে, এরপর কী হবে...

কোন দেশে পাসপোর্ট বানাতে খরচ সবচেয়ে বেশি? ভারতেই বা খরচ কত? দেখুন হিসাব...

ধাক্কা সামলে ফের নজরে আদানি, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্সও...

বায়ুদূষণের মধ্যে নতুন রোগ ভয় ধরাচ্ছে দিল্লিতে, চিন্তিত চিকিৎসকরা...

নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত, শুনলে চমকে যেতে হবে...

সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা...

একসঙ্গে ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, আপনার অ্যাকাউন্ট বিপদে নেই তো? জানুন বিস্তারিত…...

আদিবাসী তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে হেনস্থা, মধ্যযুগীয় নির্মম অত্যাচারের সাক্ষী থাকল ওড়িশা ...

পিকনিকে হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি, ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার ...

ঝাড়খণ্ডে ফিরছেন হেমন্তই? নাকি বাজিমাত হিমন্তের কৌশলে? দু' দফার ভোট শেষে সমীক্ষা বলছে বড় কথা...

আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার? ফিরছেন উদ্ধব? হাইভোল্টেজ ভোট শেষে বড় ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়...

দিল্লির মতোই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, রাজস্থানের জেলায় জেলায় আতঙ্ক, বড় সিদ্ধান্ত পড়ুয়াদের জন্য...

সিনেমাই এবার বাস্তবে, হারিয়ে যাওয়া বাবাকে কীভাবে খুঁজে পেলেন মেয়েরা শুনলে চমকে উঠবেন...

ভারতের সবথেকে ধীরগতির ট্রেন কোনটি, এই ট্রেনে চড়েছেন আপনিও...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24