SNU

সোমবার ২৪ জুন ২০২৪

সম্পূর্ণ খবর

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ

Kaushik Roy | ১৬ জুন ২০২৪ ১২ : ৪৯


আজকাল ওয়েবডেস্ক: রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে। সম্প্রতি জঙ্গি হামলায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে। কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে। প্রচুর তীর্থযাত্রী আসবেন। সে কারণে প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে তার আগাম প্রস্তুতি সেরে রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, শাহ সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার জন্য বিস্তৃত নির্দেশিকা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।

তারপরেই তিনি এই সিদ্ধান্ত নেন। বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, সেনাপ্রধান- মনোনীত লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, সিআরপিএফ-এর আধিকারিক অনীশ দয়াল। সিং, জম্মু ও কাশ্মীর পুলিশের আধিকারিক আরআর সোয়াইন এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



SNU