শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ৩০ মে ২০২৪ ১৫ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। অন্যদিকে দেশে ঢুকল বর্ষা। নির্ধারিত সময়ের দুদিন আগে কেরলে ঢুকল বর্ষা। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৭ দিন আগে ঢুকে গেল বর্ষা। ভারতের মৌসম ভবনের অনুমান আগামী তিন চার দিনে বাংলার উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এর আগে আন্দামানে তিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এবার দেশজুড়ে আগাম বর্ষা। উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি চলবে। শনিবার থেকে ঝড় বৃষ্টির শুরু। টানা ৩ থেকে ৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি চরমে। দিন ও রাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।