রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ১৩ মাস পর মুর্শিদাবাদের বাড়িতে ফিরলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

Pallabi Ghosh | ১৮ মে ২০২৪ ২২ : ৫৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১৩ মাস জেলবন্দি থাকার পর অবশেষে মুর্শিদাবাদে ফিরলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। শনিবার রাতে তিনি বড়ঞার আন্দি এলাকায় নিজের বাড়িতে ফিরে আসেন।
চলতি মাসের ১৪ তারিখের সুপ্রিম কোর্ট থেকে একাধিক শর্তের ভিত্তিতে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণকে। তবে তৃণমূল বিধায়ক জামিন পাওয়ার পরই মুর্শিদাবাদ জেলাতে নিজের বাড়িতে ফেরেননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর ব্যক্তিগত কিছু কাজের জন্য কলকাতাতেই ছিলেন।
শনিবার রাতে অবশেষে নিজের বাসভবনে ফিরে এলেন বড়ঞার বিধায়ক।
প্রসঙ্গত- বাড়িতে সিবিআই তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ সাহা নিজের দু'টি মোবাইল ফোন বাড়ির ঠিক পেছনের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। এরপর পাম্প মেশিন এনে পুকুর থেকে সম্পূর্ণ জল তুলে ফেলে জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন দুটি উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তদন্ত চলাকালীন সিবিআই-এর তরফ থেকে দাবি করা হয়েছিল জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন থেকে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক তথ্য তারা পেয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার কলকাতা হাইকোর্টে জীবনকৃষ্ণ সাহার পক্ষ থেকে জামিনের জন্য আবেদন জানানো হয়েছিল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই জীবনকৃষ্ণ সাহার তরফ থেকে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানানো হয়।
শনিবার রাতে বড়ঞা বিধানসভার আন্দিতে নিজের বাড়িতে ঢোকার আগে স্ত্রী এবং সন্তানকে নিয়ে এলাকার কালী মন্দিরে প্রণাম করেন তৃণমূল বিধায়ক। বাড়িতে ঢোকার সময় পরিবারের সদস্যরা বরণ করে নেন তাঁকে। দীর্ঘ ১৩ মাস পর বিধায়ক এলাকায় ফিরে আসায় আনন্দিত তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য আন্দির বাড়িতে উপস্থিত ছিলেন কয়েক'শ তৃণমূল কর্মী সমর্থক।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা বলেন, 'দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। সত্যের জয় হয়েছে। সকলের সাথে আজকের আনন্দ আমি ভাগ করে নিচ্ছি। জামিনের শর্ত অনুযায়ী এরপর থেকে আমি তদন্তকারী সংস্থাকে সমস্ত রকম সহযোগিতা করব এবং কোর্টের নির্দেশ মেনে চলব।'
তৃণমূল বিধায়ক জানান- দলের তরফ থেকে তাঁকে কাজের মধ্যে থাকতে, এলাকায় ঘুরতে এবং উন্নয়নের জন্য সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24