রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | CHEETAH: বানারহাট লক্ষ্মীপাড়া চা বাগানে চিতার আনাগোনায় বাড়ছে আতঙ্ক

Sumit | ১১ মে ২০২৪ ১৮ : ৩৭Sumit Chakraborty


অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাঘের আনাগোনা অব্যাহত। শুক্রবার চা বাগানের দুটি পৃথক এলাকায় চিতাবাঘের হামলায় ২ জন শ্রমিকের আহত হওয়ার ঘটনা ঘটে। শনিবারও চা বাগানের চারটি এলাকায় দেখা গেল চিতাবাঘ। ঘটনায় আতঙ্কিত শ্রমিকদের চিতাবাঘের হামলা থেকে বাঁচার কৌশল শেখাতে বনদপ্তরের পক্ষ থেকে দিনভর সচেতনতামূলক শিবির করা হল। পাশাপাশি চা বাগানের ঘুরে বেড়ানো চিতা বাঘগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হল ড্রোন, বিভিন্ন এলাকায় বসানো হ"ল চা ট্র্যাপ ক্যামেরা। খাঁচা পাতা হবে বলেও বনদপ্তরের আধিকারিকেরা জানালেন। শনিবার মোরাঘাট চা বাগানে চিতাবাঘের হামলায় আরোও এক মহিলা চা শ্রমিক আহত হলেন।
শুক্রবার লক্ষ্মীপাড়া চা বাগানের দুটি এলাকায় চিতাবাঘের হামলায় দুই জন শ্রমিক আহত হয়েছিলেন। বাগানের ভুট্টাবাড়ি এলাকায় বাগানে কাজ করার সময় বিষ্ণু ওরাওঁ (৩৮) আহত হন। এর কিছু সময় পর বাগানের ৭ নম্বর সেকশনে চিতাবাঘের হামলায় অম্বি ছেত্রী (৪৫) আহত হন। চা বাগানের শ্রমিকেরা দাবী করেন এই দুটি হামলা দুটি আলাদা চিতাবাঘের। বাগানে অনেকগুলি চিতাবাঘ ডেরা গেড়েছে বলে তারা বনদপ্তরের আধিকারিকদের জানান। এর পরই শনিবার দুপুরে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড, খুনিয়া স্কোয়ার্ড এবং চালসা রেঞ্জের আধিকারিক ও কর্মীরা চা বাগানে পৌঁছান। বন্য জন্তুদের উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ গাড়ি "ঐরাবত"ও নিয়ে আসা হয়। বনকর্মীরা চা বাগানে থাকাকালীনই বিভিন্ন এলাকায় চিতাবাঘের দেখা পাওয়ার খবর আসতে থাকে। চিতাবাঘের গতিবিধি জানতে এবং চা বাগানের মধ্যে নিরাপদে চলাফেরা করার জন্য বনকর্মীরা ড্রোনের সাহায্য নেন। বাগানের বিভিন্ন এলাকায় দেখা যাওয়া চিতা বাঘগুলি একটিই চিতা বাঘ, নাকি একাধিক চিতাবাঘ বাগানে ঘুরে বেড়াচ্ছে তা জানতে বন দফতরের পক্ষ থেকে বেশ কিছু ট্র্যাপ ক্যামেরা পাতা হয়। এই ক্যামেরায় চিতা বাঘের ছবি ধরা পড়লে তা বিশ্লেষণ করে চিতা বাঘের সংখ্যা এবং তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত ভাবে জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, জঙ্গলের পাশাপাশি চা বাগানও এখন চিতাবাঘের স্বাভাবিক বাসস্থানে পরিণত হয়েছে। ফলে সমস্ত চিতাবাঘকে ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসাটা সমস্যার সমাধান নয়। বেশ কয়েকটি সহজ পন্থা অবলম্বন করলেই চিতাবাঘ উপদ্রুত এলাকায় নিরাপদে কাজ করা যায়, হামলার আশঙ্কাও অনেকাংশেই কমে। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24