আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতৃত্ব। এই সবের মাঝেই দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই পোস্ট ঘিরেই বিতর্ক দানা বাঁধে। দেখা যায়, রাহুল গান্ধীর করা পোস্টে নেতাজির ছবির নীচে তাঁর জন্ম এবং মৃত্যুর তারিখ উল্লেখ রয়েছে। সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকীতে লোকসভার বিরোধী দলনেতার পোস্টে তাঁর মৃত্যুদিন হিসেবে লেখা রয়েছে ১৯৪৫ সালের ১৮ আগস্ট।
महान क्रांतिकारी, आज़ाद हिंद फौज के संस्थापक नेताजी सुभाष चंद्र बोस जी की जयंती पर उन्हें भावपूर्ण श्रद्धांजलि।
— Rahul Gandhi (@RahulGandhi)
नेताजी का नेतृत्व, साहस, सामाजिक न्याय के लिए उनका संघर्ष, सहिष्णुता और समावेशिता के प्रति उनका योगदान आज भी हर भारतीय को प्रेरित करता है।
भारत माता के अमर सपूत को… pic.twitter.com/Fa2CTUu9BLTweet by @RahulGandhi
নেতাজির মৃত্যু দিন উল্লেখ করে রাহুল গান্ধী সম্ভবত বোঝাতে চেযেছেন যে, তাইহোকুর বিমান দুর্ঘটনাতেই সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল।
তবে, নেতাজির মৃত্যুর তারিখ বা তিনি আদৌ মারা গিয়েছেন কিনা, তা আজও একটি রহস্য হয়েই রয়ে গিয়েছে। বিষয়টি স্পর্ষকাতর। সরকারিভাবে এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিতর্ক তৈরি হয়। বহু নেটিজেন কংগ্রেসের সমালোচনা করেন। মি. সিনহা নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলারে লিখেছেন, "ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জওহরলাল নেহেরুজি নেতাজিকে যুদ্ধাপরাধী বলেছিলেন।"
In a letter to the British PM, Jawahar Lal Nehru had addressed Netaji Subhash Chandra Bose ji as a "war criminal".... https://t.co/c15m1Qq1Q3 pic.twitter.com/B0VX2KCROU
— Mr Sinha (@MrSinha_)Tweet by @MrSinha_
In a letter to the British PM, Jawahar Lal Nehru had addressed Netaji Subhash Chandra Bose ji as a "war criminal".... https://t.co/c15m1Qq1Q3 pic.twitter.com/B0VX2KCROU
— Mr Sinha (@MrSinha_)Tweet by @MrSinha_
