বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Abhishek Banerjee: চতুর্থ দফার ভোটের আগে রাজ্যে পালাবদলের '১৩ মে'র কথা স্মরণ করলেন অভিষেক

Kaushik Roy | ০৯ মে ২০২৪ ১৭ : ৩৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি থেকে শীতলকুচি, সেইসঙ্গে উঠে এল লক্ষীর ভান্ডার এবং রাজ্য সরকারের নেওয়া অন্যান্য উন্নয়নমুখী প্রকল্প। দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের জনসভায় ২০১১ সালের ১৩ মে"র কথাও স্মরণ করিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি। তাঁর কথায়, ২০১১ সালের ১৩মে রাজ্যে পালাবদল হয়েছিল। আবার বীরভূমের ভোটও আগামী ১৩মে। এদিন ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন তিনি। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রথমে করা হয়েছিল প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে। কিন্তু পরবর্তী সময়ে আইনি জটিলতায় দেবাশিসের প্রার্থীপদ বাতিল হয়।

এই লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবতনু লাহিড়ী। আবার ২০২১য়ে বিধানসভা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যখন চারজন গ্রামবাসী মারা যান তখন ওই জেলার পুলিশ সুপার ছিলেন দেবাশিস। এদিন শীতলকুচির প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, শীতলকুচির হত্যাকাণ্ডের নায়ককে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। বৃহস্পতিবারের ভার্চুয়াল সভা থেকে অভিষেক রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জিকে বিশেষ দায়িত্ব দেন। আশিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলীয় প্রার্থীকে জেতানোর জন্য রামপুরহাট বিধানসভা যেন বীরভূম লোকসভা কেন্দ্রে এক নম্বর হয়।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24