বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: কবে মুক্তি সুমনের ‘পুতুলনাচের ইতিকথা’র? আজকাল ডট ইনকে জানালেন প্রযোজক সমীরণ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মে ২০২৪ ২৩ : ১৪


২০২২-এ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ খাতায়কলমে পরিচালক-অভিনেতা সুমন মুখোপাধ্যায়ের। ওই বছরের গোড়ায় তিনি ঘোষণা করেছিলেন, কালজয়ী ঔপন্যাসিকের এই উপন্যাস তাঁর হৃদয়ের কাছাকাছি। কারণ, এই উপন্যাস তাঁর বাবা মঞ্চস্থ করেছিলেন নাট্যাকারে। এই ছবি দিয়ে সুমন পাঁচ বছর পরে আবার পরিচালনায়। ছবিতে তিন মুখ্য চরিত্রে আবীর চট্টোপাধ্যায় (শশী), জয়া আহসান (কুসুম), পরমব্রত চট্টোপাধ্যায় (কুমুদ)। এছাড়াও ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতারা রয়েছে। প্রযোজনায় ক্যালাইডোস্কোপ। প্রযোজনা সংস্থার তরফ থেকে আজকাল ডট ইন জেনেছে, সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।

২০১৮ থেকে ২০২৪। ক্যালাইডোস্কোপের ঝুলিতে দুটো বড় ছবি "কেদারা" এবং "বিসমিল্লা"। একটি ছোট ছবি "কোল্ড ফায়ার"। এই ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি ঋদ্ধি সেনের। করোনাকালে ছবিটি বানিয়েছিলেন তিনি। এছাড়াও, মূল্যবান কিছু শ্রুতি নাটক প্রযোজনা করেছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘আমিই বিবেকানন্দ’ শ্রুতি নাটকটি। কলামন্দিরে এটি দর্শক-শ্রোতাদের সামনে প্রথম পাঠ করেছিলেন দেবশঙ্কর হালদার (স্বামী বিবেকানন্দ), সব্যসাচী চক্রবর্তী (গিরিশ ঘোষ), গার্গী রায়চৌধুরী (ভগিনী নিবেদিতা), অরিন্দম গঙ্গোপাধ্যায় (শ্রী রামকৃষ্ণ)। ছবি সম্পর্কে সবিস্তার জানতে আজকাল ডট ইন কথা বলেছিল প্রযোজক সমীরণ দাসের সঙ্গে। ২০২২-এর ছবি ২০২৪-এ মুক্তি পেতে চলেছে। দেরির নেপথ্যে নিশ্চয়ই বিশেষ কিছু কারণ?



প্রশ্ন রাখতেই তাঁর জবাব, ‘‘কোনও বিশেষ কারণ নয়। ইচ্ছে ছিল বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখাব। তার আপ্রাণ চেষ্টা চলেছে। কিন্তু সেটি হয়ে উঠছে না দেখে আর দেরি করছি না। কারণ, ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। দর্শক বদলাচ্ছে। তাঁদের রুচি বদলাচ্ছে। গল্প বলার ভঙ্গি বদলাচ্ছে। ছবি দেখার দৃষ্টিভঙ্গিও। এখনও ছবিটি আটকে রাখলে সেটা আরও পুরনো হয়ে যাবে। এটাও মাথায় ছিল, পুজোর ভিড়ে ছবিমুক্তি ঘটাব না। আবার আগস্টে মুক্তি পাবে "পুষ্পা ২"। তুলনায় সেপ্টেম্বরে ছবির ভিড় হালকা। তাই স্বাধীনতা দিবসের পরে আর পুজোর আগে ছবিমুক্তি ঘটতে চলেছে।’’ এই ভাবনা ছবির বাণিজ্যিক সাফল্য নিয়েও ভাবতে বাধ্য করে। সে বিষয়ে কী ভাবছেন প্রযোজক? সমীরণ জানিয়েছে, কোনও দিনই কোটির ক্লাবে ঢুকবে বা ব্লকবাস্টার হবে এমন ছবি বানাননি। ইচ্ছে যে করেনি তা নয়। তবে তাঁর বেশি ইচ্ছে, ভাল, রুচিসম্পন্ন ছবি প্রযোজনা করবেন। তাই তাঁর ছবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত হলেও সে অর্থে বাণিজ্যিক সফল নয়। তবে আশা, তারকা সম্বলিত ছবির আলাদা টান আছে। আর আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসের আকর্ষণ। এখনও স্কুল-কলেজে সেরা উপন্যাসের তালিকায় এটি পড়ে। সেই জোরেই ছবি তৈরির খরচ উঠে আসবে, এমনটাই বলছে তাঁর সমীকরণ।

আশা আরও একটি কারণে। ইদানীং, নাটক থেকে তৈরি ছবির কদর ক্রমশ বাড়ছে। তালিকায় ‘মন্দার’, ‘বল্লভপুরের রূপকথা’, ‘অথৈ’। এবং সুমন মুখোপাধ্যায়ের নাটক পছন্দ করেন এমন এক দর্শকের সংখ্যা নেহাৎ ছোট নয়। প্রযোজকের মতে, এঁরাও আসবেন পাঁচ বছর পর নাট্যকার-অভিনেতা সুমনের পর্দার পরিচালনা দেখতে। বোলপুর-সিউড়ির মাঝে অবস্থিত রাজবাড়ি এবং দ্বিতীয় নলবনে সেট ফেলে ছবির শুটিং হয়েছে। সমীরণের কথায়, ‘‘সাকুল্যে তিন কি চার দিন গিয়েছিলাম। কিন্তু যে ক’দিন গিয়েছি কাজের পরিবেশ দেখে ভীষণ তৃপ্তি পেয়েছি। কোনও ঝঞ্ঝাট নেই। শান্ত পরিবেশ। শুটের ফাঁকে হয় নাটক নয় ছবি নয়তো ভাল গল্প-উপন্যাস নিয়ে সবাই আড্ডা দিতেন।’’ 

কোনও দিন কোটির ক্লাবে পা রাখার মতো ছবি প্রযোজনা করবেন না? প্রশ্নের জবাবে হেসে ফেলেছেন সমীরণ। তারপর বলেছেন, ‘‘এই ধরনের ছবির বাজেট যা সেটা আমার পক্ষে একা টানা সম্ভব নয়। সহ-প্রযোজনা কেউ করলে অবশ্যই করব।’’ একটু থেমে পাল্টা প্রশ্ন করেছেন, ‘‘আমাকে কি কেউ ভরসা করে এই ধরনের ছবি প্রযোজনা করার জন্য ডাকবেন?’’  




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...



সোশ্যাল মিডিয়া



05 24