বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Amethi: গান্ধী পরিবারের কেউ নন, স্মৃতির বিরুদ্ধে আমেঠিতে কিশোরীলাল

Riya Patra | ০৩ মে ২০২৪ ১২ : ৫৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আমেঠি এবং রায়বেরেলি, দুই কেন্দ্রে কংগ্রেস থেকে কে প্রার্থী হবেন তাই নিয়ে গত কয়েকদিনে জল্পনা ছিল তুঙ্গে। এর আগে যেহেতু রাহুল আমেঠি থেকেই লড়েছেন, জল্পনা ছিল এবারেও তিনি লড়বেন সেখান থেকে। যদিও শুক্রবার সকালে জানা গেল, রাহুল আমেঠি নয়, তাঁর মায়ের ছেড়ে আসা আসন, রায়বেরেলি থেকে ভোট লড়বেন। অন্যদিকে আমেঠি থেকে যে প্রার্থী দিয়েছে হাত শিবির, তাতে দেখা গেল, দীর্ঘ ২৬ বছর পর, ওই কেন্দ্রে থেকে প্রার্থী হলেন গান্ধী পরিবারের বাইরের কেউ। গান্ধী পরিবারের বাইরে, এবার ওই কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা। এর আগে বিভিন্ন সময়ে ৪ জন গান্ধী পরিবার সদস্য ওই আসন থেকে লড়াই করেছেন। ওই কেন্দ্র থেকে লড়াই করেছেন খোদ রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। ১৯৯০ সালে ওই আসন থেকে জয়লাভ করেন রাজীব গান্ধী। গত ৩ দশকে কিশোরীলাল শর্মার আগে কেবল একজনই গান্ধী পরিবারের বাইরের কেউ প্রার্থী হয়েছিলেন সেখান থেকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরীলালকে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24