বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | T20 World Cup: রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট? কী বললেন ভারত অধিনায়ক?

Sampurna Chakraborty | ০২ মে ২০২৪ ২০ : ৩৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: একদিনের বিশ্বকাপের পর শোনা গিয়েছিল টি-২০ বিশ্বকাপের দলে বিরাট কোহলিকে চায় না নির্বাচকরা। কিন্তু নিজে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর কোহলিকে নেওয়ার জন্য একপ্রকার জোর করতে শুরু করেন রোহিত শর্মা। শেষমেষ ওপেনার হিসেবে বিরাটকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএলে নিয়মিত ওপেন করেন। তাই এবার টি-২০ বিশ্বকাপেও নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। রোহিতের সঙ্গে কোহলিকে ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে এই প্রসঙ্গে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি রোহিত। জানান, পরিবেশ এবং পরিস্থিতির ওপর দলের কম্বিনেশন নির্ভর করবে। রোহিত বলেন, "সব বিকল্প খোলা আছে। আমরা কোনওদিন নিউইয়র্কে খেলিনি। ওয়েস্ট ইন্ডিজে খেলেছি। তবে প্রত্যেক ম্যাচ নতুন ভেন্যুতে খেলতে হবে। ওখানকার পিচ সম্বন্ধে অবগত। পরিবেশ এবং পরিস্থিতির ওপর টিম কম্বিনেশন নির্ভর করবে। আমরা এমন একজনকে চাইছি যে মাঝের ওভারেও হাত খুলে খেলতে পারবে। টপ অর্ডারে রান তোলার গতি মোটামুটি ঠিক আছে। যদিও উন্নতির জায়গা রয়েছে। তবে মিডল ওভারে নেমে রানের গতি বাড়ানোর জন্য কাউকে দরকার। তাই আমরা শিবম দুবেকে নিয়েছি। আইপিএলের আগে কয়েকটা ম্যাচে এবং আইপিএলে ওকে আমরা দেখেছি। তাই ওকে নেওয়া হয়েছে। ম্যাচে আমাদের প্রতিপক্ষ কী কম্বিনেশন তৈরি করে তার ওপরও নির্ভর করবে দল।" রোহিত স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র আইপিএলের পারফরম্যান্সের ওপর দল বাছাই করা হয়নি। আগে থেকেই তাঁদের মাথায় একটা ব্লু প্রিন্ট ছিল। রোহিত বলেন, "আমরা টিম কম্বিনেশন নিয়ে আইপিএলের অনেক আগে থেকেই আলোচনা শুরু করে দিয়েছিলাম। আমাদের আইপিএলে কয়েকজনকে দেখে নেওয়ার ছিল। আইপিএলে যে কেউ ১০০ করতে পারে, বা পাঁচ উইকেট নিতেই পারে। তবে তার মানে এই নয় তাঁকে বিশ্বকাপের দলে নিতেই হবে। আমাদের কোর গ্রুপ তৈরি ছিল। ৭০-৮০% দল তৈরি ছিল। বাকিটা পূর্ণ করতে হতো।" রোহিত জানান, তিনি দলে চারজন স্পিনার চেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পিচ মন্থর। সুবিধা পায় স্পিনাররা। তাই চারজন স্পিনার দলে চান তিনি। শিবম দুবেকে দিয়েও বল করানোর ইঙ্গিত দেন ভারতের নেতা। রোহিত বলেন, "শিবম আইপিএলে এক ওভারও বল করেনি। তবে ও পোড়খাওয়া ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে বল করেছে। তাই ওর কোনও সমস্যা হবে না। হার্দিকও প্রয়োজনে বল করছে। সব ম্যাচ খেলেছে। ফিটনেস সমস্যা নেই। অক্ষরও ভাল বল করছে। মাঝের ওভারে ব্যাট হাতেও কার্যকরী হতে পারে।" এদিন বিকেল সাড়ে চারটেয় বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় এক ঘন্টা দেরিতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারত অধিনায়ক এবং বোর্ডের নির্বাচক মণ্ডলীর প্রধান। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...



সোশ্যাল মিডিয়া



05 24