বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | EVM-VVPAT: ইভিএম-ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাইয়ের আর্জি খারিজ

Riya Patra | ২৬ এপ্রিল ২০২৪ ১২ : ১৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: নজর ছিল শুক্রবারের রায়ের দিকে। একদিকে দেশ জুড়ে চলছে ভোট। তার মাঝেই ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। জানিয়ে দিল, প্রতি বুথে মেলানো হবে না ভিভিপ্যাট এবং ইভিএম এর হিসেব। সাধারণত নির্বাচনী এলাকা থেকে যে কোনও ৫ বুথের ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাটের হিসেব মেলানো হত। কিন্তু লোকসভা নির্বাচনের আগে দাবি ওঠে, সমস্ত বুথেই এই হিসেব করার জন্য। যদিও নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, যদি এই পন্থা অবলম্বন করা হয়, তাহলে ব্যালট পেপারের সময়ের থেকে কোনও পার্থক্য থাকবে না। শুক্রবারের রায়ে স্বাভাবিক ভাবেই খারিজ হল ভোটারদের হাতে স্লিপ তুলে দেওয়ার দাবিও। উল্লেখ্য, এই মামলার শুনানিতে এর আগে, কমিশনের কাছে একাধিক বিষয়ে স্পষ্ট মতামত জানতে চেয়েছিল আদালত। জানিয়েছিলেন, কমিশনের মতামত জানলে, সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে। তাদের জবাব পাওয়ার পরেই শুক্রবার রায় দিল দেশের শীর্ষ আদালত।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24