বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Jammu & Kashmir: বিরোধী জনসভায় যাওয়ায় বাতিল রেশন ডিলারের লাইসেন্স!‌

Riya Patra | ২৫ এপ্রিল ২০২৪ ২০ : ১২Riya Patra


আবু হায়াত বিশ্বাস, নয়া দিল্লি: বিজেপি বিরোধী দলের জনসভায় অংশ নেওয়ায় রেশন দোকানের লাইসেন্স বাতিল!‌ এমনই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের রামবনে। গোটা ঘটনায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। এদিন বিকেলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর সঙ্গে সাক্ষাত করেন তিনি এবং অভিযোগ জানান। বিশ্বম্ভর বসু জানান, কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর কমিশনাররা জানিয়েছেন লাইসেন্স বাতিলের বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নেবেন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। জানাগেছে, বশির আহমেদ নামে একজন রেশন ডিলার একটি রাজনৈতিক দলের জনসভায় অংশ নিয়েছেন বলে রেশন দোকানের লাইসেন্স বাতিল করা হয়। 
এদিকে, রেশন দোকানেও এবার ‘‌জন পোষণ’‌ হাব‌ করার পরিকল্পনা করছে কেন্দ্র। প্রাথমিকভাবে দেশের চারটি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে। কর্ণাটক, গুজরাট, রাজস্থান এবং উত্তর প্রদেশ-‌ এই চারটি রাজ্যে ৬০ টি রেশন দোকানে ‘‌পাইলট প্রোজেক্ট’‌ হিসেবে জন পোষণ কেন্দ্র খোলা হবে। চাল, ডাল, শস্য দানার পাশাপাশি রেশনে উচ্চ পুষ্টিসম্পন্ন বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। কেন্দ্রের খাদ্য সচিব সঞ্জীব চোপড়া এবং সমবায় মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দিল্লিতে বুধ ও বৃহস্পতিবার বৈঠক করেন বিশ্বম্ভর বসু। সেই বৈঠকেই এবিষয়ে কেন্দ্রের পরিকল্পনার কথা জানাননো হয় বলে দাবি করেছেন তিনি। জানাগেছে, লোকসভা ভোটের পর পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী দিনে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24